A

A (উচ্চারণ: ; /ˈ/) লাতিন বর্ণমালার প্রথম বর্ণস্বরবর্ণ। এটি প্রাচীন গ্রিক অক্ষর আলফার অনুরূপ, যা থেকে এটি এসেছে। বড়ো হাতের অক্ষরটি একটি ত্রিভুজের দুইটি তির্যক পার্শ্ব দ্বারা গঠিত, যার মধ্যখানে একটি অনুভূমিক দণ্ড রয়েছে। ছোটো হাতের অক্ষরটি দুইভাবে লেখা যায়: দুই-তলা বিশিষ্ট a ও এক-তলা বিশিষ্ট ɑ

A
A a ɑ
ব্যবহার
লিখনপদ্ধতিলাতিন লিপি
ধরনবর্ণমালা
উৎপত্তির ভাষাল্যাটিন ভাষা
ইউনিকোড মানU+0041, U+0061
ইতিহাস
ক্রমবিকাশ
  • A a ɑ
অন্যান্য

অন্যান্য ব্যবহার

গ্রেডিং স্কেলে A দ্বারা একটি গ্রেড বুঝায় ।

কম্পিউটিং কোড

অক্ষরAa
ইউনিকোড নামলাতিন বড়ো হাতের অক্ষর Aলাতিন ছোটো হাতের অক্ষর A
এনকোডিংদশমিকহেক্সদশমিকহেক্স
ইউনিকোড65U+004197U+0061
ইউটিএফ-৮65419761
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্রAAaa
ইবিসিডিআইসি পরিবার193C112981
অ্যাস্‌কি 65419761
ASCII কোডের অধীনে এই বর্ণটি কম্পিউটারে ব্যবহৃত হয় ।

অন্যান্য উপস্থাপনা

ন্যাটো ফোনেটিক মোর্স কোড
Alpha ·–
⠁
সংকেত পতাকা সেমাফোর পতাকা মার্কিন হস্ত বর্ণমালা (ASL হাতের সংকেত) ব্রেইল
বিন্দু-1

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    • উইকিঅভিধানে A-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.