১১ আগস্ট

১১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৩তম (অধিবর্ষে ২২৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৪২ দিন বাকি রয়েছে।

১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ঘটনাবলী

  • ৬৮৩ - মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।
  • ১৭৮০ - বার্বাডোজে হারিকেন শুরু হয়।
  • ১৮১০ - আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।
  • ১৮৮৪ - টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
  • ১৮৮৮ - বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।
  • ১৯০৮ - বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
  • ১৯০৯ - রেডিওর বিপদবার্তা বা এসওএসের ব্যবহার শুরু হয়।
  • ১৯১৪ - জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।
  • ১৯২২ - কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয়।
  • ১৯২৯ - ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।
  • ১৯২৯ - রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
  • ১৯৫২ - মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।
  • ১৯৬১ - ভারতে পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরানগর হাভেলিকে ভারতের সাথে যুক্ত ও একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয়।
  • ১৯৮৬ - এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
  • ২০০৪ - পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহবান করা হয়।
  • ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
  • ২০১২ - বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রমের মৃত্যু।

জন্ম

মৃত্যু

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.