হায়রাটিক লিপি
হায়রাটিক লিপি (ইংরেজি: Hieratic)হলো প্রাচীন মিশরের প্রচলিত লিপি হায়ারোগ্লিফিকের বিবর্তিত রূপ। "হায়রাটিক" নামটি গ্রিকদের দেয়া, যার অর্থ 'পৌরহিতিক' বা 'পুরোহিত সম্পর্কিত'। এই লিপিটি হায়ারোগ্লিফিক লিপির সরল সংকলন। হায়রাটিক লিপি উদ্ভবের সঙ্গে মিশরীয় সাহিত্যেরও সফল সূত্রপাত ঘটে।[1]
হায়রাটিক লিপি | |
---|---|
![]() | |
লিপির ধরন | ভাবলিপির উপাদানসমৃদ্ধ |
সময়কাল | Protodynastic Period–3rd century AD |
ভাষাসমূহ | মিশরীয় |
সম্পর্কিত লিপি | |
উদ্ভবের পদ্ধতি | মিশরীয় হায়ারোগ্লিফিক
|
বংশধর পদ্ধতি | ডেমোটিক → কপ্টিক |
ভগিনী পদ্ধতি | Cursive hieroglyphs |
আইএসও ১৫৯২৪ | |
আইএসও ১৫৯২৪ | Egyh, 060 ![]() |
ইতিহাস
খ্রিষ্টপূর্ব ২৭০০ অব্দের দিকে প্রাচীন রাজত্বকালের গোড়ার দিকে হায়রাটিক লিপির উদ্ভব। জানা যায়, প্রারম্ভিক রাজবংশীয় যুগের শেষদিকে মিশরীয়রা প্যাপিরাস প্রক্রিয়াকরণের মাধ্যমে তা লিখনপত্র হিসেবে ব্যবহারোপযোগী করে তোলে। আর এই প্যাপিরাসে লেখার সুবিধা থেকেই উদ্ভব হয় হায়রাটিক লিপি।[1]
তথ্যসূত্র
- ফরহাদ খান। হারিয়ে যাওয়া হরফের কাহিনী (প্রিন্ট) (ফেব্রুয়ারি ২০০৫ সংস্করণ)। ঢাকা: দিব্যপ্রকাশ। পৃষ্ঠা ২৭২। আইএসবিএন 984-483-179-2।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.