লালমনিরহাট-১

লালমনিরহাট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬নং আসন।

লালমনিরহাট-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলালালমনিরহাট জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার৩,১৮,০২৩ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমোতাহার হোসেন

সীমানা

লালমনিরহাট-১ আসনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাহাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ জয়নাল আবেদীন সরকার জাতীয় পার্টি[3][4]
১৯৯১ জয়নাল আবেদীন সরকার জাতীয় পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ হাসানুজ্জামান হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ জয়নাল আবেদীন সরকার জাতীয় পার্টি
২০০১ মোতাহার হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ মোতাহার হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ মোতাহার হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোতাহার হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: লালমনিরহাট-১[5]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোতাহার হোসেন ১,৭৯,৮১৪ ৯৩.৮ +২৯.০
জাসদ (রব) সাদেকুল ইসলাম ৬,৫৫১ ৩.৪ প্র/না
জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ৫,৩৮১ ২.৮ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৭৩,২৬৩ ৯০.৪ +৫৯.৪
ভোটার উপস্থিতি ১,৯১,৭৪৬ ৬৯.৩ -২১.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: লালমনিরহাট-১[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোতাহার হোসেন ১,৪২,৩৪০ ৬৪.৮ +২০.০
জামায়াতে ইসলামী হাবিবুর রহমান ৭৪,২১৯ ৩৩.৮ +৫.৭
জাকের পার্টি মো: নুরুজ্জামান ১,৫৩১ ০.৭ প্র/না
বিকল্পধারা মো: মকবুল হোসেন ১,৩৯০ ০.৬ প্র/না
স্বতন্ত্র জয়নাল আবেদীন সরকার ১৪৬ ০.১ প্র/না
কেএসজেএল আব্দুল হাকিম তালুকদার ১১৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৮,১২১ ৩১.০ +১৪.২
ভোটার উপস্থিতি ২,১৯,৭৪২ ৯০.৪ +১৩.০
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: লালমনিরহাট-১[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোতাহার হোসেন ৭৮,১১৬ ৪৪.৮ +৬.৫
জামায়াতে ইসলামী আবু হেনা মুহাম্মদ এরশাদ হোসেন ৪৮,৯০৭ ২৮.১ -১৪.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট জয়নাল আবেদীন সরকার ৪৪,৭৮৮ ২৫.৭ প্র/না
জাতীয় পার্টি মোঃ আলী আজম ২,১১৫ ১.২ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) মোঃ শওকত হোসেন আহমেদ ৩৭০ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৯,২০৯ ১৬.৮ +১৩.০
ভোটার উপস্থিতি ১,৭৪,২৯৬ ৭৭.৪ +১.৬
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: লালমনিরহাট-১[8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি জয়নাল আবেদীন সরকার ৫৮,৪৭৮ ৪২.১ +৮.৬
আওয়ামী লীগ মোতাহার হোসেন ৫৩,১৮৯ ৩৮.৩ +৭.৩
জামায়াতে ইসলামী মোঃ ইউনুস আলী ১৭,৭১০ ১২.৮ -৫.২
বিএনপি হাসানুজ্জামান হাসান ৮,৩৮৪ ৬.০ +৩.৫
জাকের পার্টি মোঃ নূরুজ্জামান ৮১২ ০.৬ -০.২
এনডিপি মোঃ মোসলেহ উদ্দিন মুরাদ ১০৫ ০.১ -০.৩
স্বতন্ত্র মোঃ শহীদুল্লাহ প্রধান ১০৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫,২৮৯ ৩.৮ +১.৩
ভোটার উপস্থিতি ১,৩৮,৭৮২ ৭৫.৮ +১৫.৬
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: লালমনিরহাট-১[8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি জয়নাল আবেদীন সরকার ৩৭,২০৩ ৩৩.৫
আওয়ামী লীগ মোতাহার হোসেন ৩৪,৩৮৪ ৩১.০
জামায়াতে ইসলামী মোঃ রফিকুল ইসলাম ১৯,৯৬৫ ১৮.০
স্বতন্ত্র আবিদ আলী ১৪,৮৭৬ ১৩.৪
বিএনপি মোঃ আবদুস সাত্তার ২,৭৮১ ২.৫
জাকের পার্টি মোঃ নূরুজ্জামান ৮৯৩ ০.৮
এনডিপি সাইফুদ্দিন আহমেদ ৪৬৭ ০.৪
জাসদ সাদেকুল ইসলাম ৩০২ ০.৩
জাসদ (রব) দবির উদ্দিন আহমেদ ১৯৫ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ২,৮১৯ ২.৫
ভোটার উপস্থিতি ১,১১,০৬৬ ৬০.২
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "Lalmonirhat-1"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.