রিচার্ড স্মোলি

রিচার্ড এরেট স্মোলি ছিলেন রাইস ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান এবং রসায়নের একজন অধ্যাপক। তিনি ১৯৯৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

রিচার্ড এরেট স্মোলি
রিচার্ড এরেট স্মোলি
জন্ম(১৯৪৩-০৬-০৬)৬ জুন ১৯৪৩
মৃত্যু২৮ অক্টোবর ২০০৫(2005-10-28) (বয়স ৬২)
হিউস্টন, টেক্সাস
মাতৃশিক্ষায়তনমিশিগান বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় Princeton University
পরিচিতির কারণবাকমিনিস্টারফুলারিন
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৯৬
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহরাইস ইউনিভার্সিটি

জীবনী

স্মোলি ১৯৬৫ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় এ ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.