নবরাত্রি

নবরাত্রি (সংস্কৃত: नवरात्रि, আক্ষ. নয় রাত) হলো একটি রাত (এবং দশ দিন) ব্যাপী হিন্দু উৎসব এবং এটি প্রত্যেক বছরের শরৎকালে উৎযাপিত হয়। উৎসবটিকে নভরাত্রি, নঔরাত্রি, নবরাহত্রি, নবরাতাম, বা নঔরাতাম হিসেবেও বানান করা হয়।

নবরাত্রি
নবরাত্রি সাধারণত অঞ্চলের উপর নির্ভর করে দুর্গা অথবা রাম একটি দুষ্ট অসুরের বিরুদ্ধে বিজয় উদযাপন করে।[1]
অন্য নামনভরাত্রি, নঔরাত্রি, নবরাহত্রি, নবরাতাম, or নঔরাতাম
পালনকারীহিন্দু, শিখ এবং জৈন
উদযাপন৯ দিন
পালনমঞ্চ স্থাপন, প্রার্থনা, নাটক, মূর্তি বিসর্জন বা অগ্ন্যুৎসব
শুরুআশ্বিন শুক্লা প্রথমা
সমাপ্তিআশ্বিন শুক্লা নবমী
তারিখআশ্বিন শুক্লা প্রতিপদ, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, আশ্বিন শুক্লা তৃতীয়া, আশ্বিন শুক্লা চতুর্থী, আশ্বিন শুক্লা পঞ্চমী, আশ্বিন শুক্লা ষষ্ঠী, আশ্বিন শুক্লা অষ্টমী, আশ্বিন শুক্লা নবমী
সংঘটনদ্বিবার্ষিক
সম্পর্কিতদশহরা

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.