দ্য আফটারনুন ডিসপাচ এন্ড কুরিয়ার

দি আফটারনুন ডিসপাচ এন্ড কুরিয়ার ভারতের মুম্বাইয়ের একটি সন্ধ্যকালীন ট্যাবলয়েড। এই সংবাদপত্রটি বেহরাম কন্ট্রাক্টর, "বিজিবি" নামে বেশি পরিচিত, কর্তৃক প্রকাশনা শুরু করেয়েছিল, ২৫ শে মার্চ ১৯৮৫। [1]

দ্য আফটারনুন ডিসপাচ এন্ড কুরিয়ার
ধরনদৈনিক
ফরম্যাটট্যবলয়েড
প্রতিষ্ঠাতা"বিজিবি" হিসাবে পরিচিত বেহরাম কনট্রাক্টর
সহযোগী সম্পাদকঅনন্ত রাও কানঙ্গি
প্রতিষ্ঠাকাল২৫ মার্চ ১৯৮৫ (1985-03-25)
রাজনৈতিক মতাদর্শমধ্য-বাম
ভাষাইংরেজি
শহরমুম্বই
দেশভারত
ওয়েবসাইটwww.afternoondc.in
ফ্রি অনলাইন আর্কাইভwww.afternoondc.in/epaper/default.aspx

এই সংবাদপত্রটি ভারতের বেশ কয়েকজন নামী সাংবাদিকের জন্য একটি প্লাটফর্ম হিসাবে কাজ করেছে। এটি মুম্বই এবং সংলগ্ন শহরগুলির সংবাদে মনোনিবেশ করে।

অনন্ত রাও কানঙ্গি এই পত্রিকার সহযোগী সম্পাদক।

কামাল মোরারকা - প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যবসায়ী এবং সমাজবাদী জনতা পার্টির জাতীয় সভাপতি চন্দ্রশেখর এই পত্রিকার পরিচালক পর্ষদের চেয়ারম্যান।

২০২০ সালের ফেব্রুয়ারিতে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র

  1. Behind the News: Voices from Goa's Press। Goa1556। ১ জানুয়ারি ২০০৮। পৃষ্ঠা 61–। আইএসবিএন 978-81-905682-0-3।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.