দেওয়ান

দেওয়ান (ফার্সীঃ ديوان) ফার্সী শব্দ। ফার্সী হতে আসা শব্দটি আরবীতেও বহুল ব্যবহার হয়।এটা একটি ইরানি বংশীয় নাম। ফার্সী ভাষায় শব্দটির মূল অর্থ গ্রন্থ বা কাগজের বাঁধন। কর্মকর্তা এবং কার্য্যালয় অর্থেও শব্দটির ব্যবহার আছে। এটি সামন্ত রাজার (জমিদার) উপাধি হিসেবে ধরা হলেও আদতে এটি ছিল পদ বিশেষ — পরগনাস্থ রাজস্ব আদায়কারী জমিদার। সুলতানের আমলে একটা পরগণার মালিকানা হলে তাঁদের তাঁরা সে পরগনার 'দেওয়ান' পদে মননীতো করতেন[১]। একটা পরগনার অধীনে থাকতো কিছু তালুকা, আবার প্রত্যেকটি তালুকার অধীনে থাকতো মৌজা বা গ্রাম। একটা পরগনার/সুবাহ প্রধান হল দেওয়ান/সুবাহদার , যাঁর অধীনে থাকতো তালুকা ও তালুক অন্তর্গত গ্রাম। [1] মোগল আমলে এই পদবিটি যুক্ত হয়। চাকলার অর্থসচিবদের এবং খাজনা আদায়কারীদের দেওয়ান বলা হতো। দেওয়ান বাংলাদেশ এবং ভারতে মুসলিম সহ সর্বধর্মের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।



দেওয়ান পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি

  • দেওয়ান হাসন রাজা চৌধুরী
  • দেওয়ান নাজিরউদ্দিন আহমদ চৌধুরী
  • খান বাহাদুর দেওয়ান আব্দুর রহীম
  • দেওয়ান মোহাম্মদ আজরফ
  • দেওয়ান ফরিদ গাজী
  • দেওয়ান মুজিবুর রহমান
  • দেওয়ান মনরদ্দিন মাতব্বর।
  • দেওয়ান নয়ন হাজী
  • দেওয়ান শাহাবুদ্দিন
  • দেওয়ান হাজী নুর মুহাম্মদ
  • দেওয়ান হোসেন আলী মুন্সি
  • দেওয়ান চান সাহেব।
  • দেওয়ান আব্দুল মান্নাফ (রউফ)
  • দেওয়ান আবির সেখ (প্রধান)
  • দেওয়ান আব্দুল আজিজ
  • দেওয়ান গিয়াস উদ্দিন আহমদ
  • দেওয়ান রিয়াজ উদ্দিন
  • দেওয়ান মফিজ উদ্দিন
  • দেওয়ান আব্দুল্লাহ্ আল মামুন
  • দেওয়ান মানিকচাঁদ



তথ্যসূত্র

  1. http://www.etymonline.com/index.php?term=divan অনলাইন ইটিমোলজি ডিকশনারী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.