ঢাকা-১৭
ঢাকা-১৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহের অবস্থিত জাতীয় সংসদের ১৯০ নং আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন ফারুক।
ঢাকা-১৭ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার | ৩,১৩,৯৯৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আকবর হোসেন পাঠান ফারুক |
সীমানা
ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ২০০৮ সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় ৭টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা ১৩ থেকে বৃদ্ধি পেয়ে ২০টি-তে দাঁড়ায়।
নির্বাচিত সাংসদ
নির্বাচনী ফলাফল
২০১৮
সাধারণ নির্বাচন ২০১৮: ঢাকা-১৭[3] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আকবর হোসেন পাঠান ফারুক | ১,৬৪,৬১০ | প্র/না | |||
বিজেপি | আন্দালিব রহমান | ৩৮,৬৩৯ | প্র/না | |||
ইসলামী আন্দোলন | আমিনুল হক তালুকদার | ২,৬৬৫ | প্র/না | |||
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৪৮০ | প্র/না | |||
সংখ্যাগরিষ্ঠতা | ||||||
ভোটার উপস্থিতি | ৩,১৩,৯৯৮ | |||||
বিএনএফ থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
২০১৪
সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-১৭[4] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনএফ | এস এম আবুল কালাম আজাদ | ৪৩,৫৮৫ | ৬২.৬ | – | ||
জাতীয় পার্টি | আব্দুল লতিফ মল্লিক | ২২,০৪৬ | ৩১.৬ | – | ||
স্বতন্ত্র | এমএ হান্নান মৃধা | ৪,০৪৬ | ৫.৮ | – | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৫৩৯ | ৩০.৯ | -৫.৬ | |||
ভোটার উপস্থিতি | ৬৯,৬৭৭ | ২৪.০ | -৪৬.৭ | |||
জাতীয় পার্টি থেকে বিএনএফ অর্জন করে | ||||||
২০০৮
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-১৭[5] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ১,২৩,৯৩৬ | ৬৬.৯ | – | |
বিএনপি | হান্নান শাহ | ৫৬,২৬৭ | ৩০.৪ | – | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম | ২,৭৭৩ | ১.৫ | – | |
ইসলামী আন্দোলন | মোঃ শামসুল হক | ১,৫৯৪ | ০.৯ | – | |
বিকেএ | মোঃ শিদুল্লাহ কাজী | ২৭৫ | ০.১ | – | |
কেএসজেএল | সালেহ আহামেদ | ১৭৪ | ০.১ | – | |
সম্মিলিত নাগরিক আন্দোলন | ইমতিয়াজ মাহমুদ | ১৫৯ | ০.১ | – | |
জাসদ (রব) | এম এ রশিদ | ৮০ | ০.০ | – | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৭,৬৬৯ | ৩৬.৫ | – | ||
ভোটার উপস্থিতি | ১,৮৫,২৫৮ | ৭০.৭ | – | ||
জাতীয় পার্টি জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "Dhaka-17"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.