জন চার্লস পোলানি
জন চার্লস পোলানি একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত রসায়নবিজ্ঞানী। তিনি রাসায়নিক গতিবিদ্যায় গবেষণার জন্য ১৯৮৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
জন চার্লস পোলানি | |
---|---|
![]() | |
জন্ম | বার্লিন, ভাইমার জার্মানি | ২৩ জানুয়ারি ১৯২৯
জাতীয়তা | হাঙ্গেরিয়ান-কানাডীয় |
মাতৃশিক্ষায়তন | ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | রাসায়নিক গতিবিদ্যা |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৮৬ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | টরন্টো বিশ্ববিদ্যালয় |

জন পোলানি কলেজিয়েট ইনস্টিটিউট, টরন্টো
জীবনী
পোলানি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে আন্দারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি অন্টারিওর অটোয়াতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন। তিনি ১৯৫৬ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় এ প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৭ সালে সহকারী অধ্যাপক, ১৯৬০ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬২ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন।
সম্মাননা ও পুরস্কার
- কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব কানাডা, ১৯৭৯
- রয়েল মেডেল, ১৯৮৯
- ফেলো, রয়েল সোসাইটি
- ফেলো, রয়েল সোসাইটি অব এডিনবরা
- ফেলো, রয়েল সোসাইটি অব কানাডা
সম্মানসূচক ডিগ্রি
|
|
|
.
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.