জনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা
এই নিবন্ধে জনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও অধীনস্থ অঞ্চলসমূহের একটি তালিকা উপস্থাপন করা হল। এই তালিকাতে মূলত আইএসও ৩১৬৬-১ মানদণ্ড অনুযায়ী সার্বভৌম রাষ্ট্রসমূহ, জন-অধ্যুষিত অধীনস্থ অঞ্চল, এবং কোনও কোনও ক্ষেত্রে সার্বভৌম রাষ্ট্র গঠনকারী দেশগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন যুক্তরাজ্যকে একটিমাত্র সত্তা ধরা হলেও নেদারল্যান্ডস রাজ্যের গঠনকারী দেশগুলিকে আলাদা আলাদা সত্তা গণ্য করা হয়েছে। এছাড়া আইএসও ৩১৬৬-১-এ অনুপস্থিত কিছু সীমিত স্বীকৃতিবিশিষ্ট রাষ্ট্রসমূহও নিচের তালিকাতে স্থান পেয়েছে।

বিশ্ব জনসংখ্যার মানচিত্র

২০১৭ সালের হিসাব অনুযায়ী বিশ্বের জনসংখ্যার রাষ্ট্রভিত্তিক শতাংশের লেখচিত্র

২০০২ সালের বিশ্ব জনসংখ্যার মানচিত্রলেখ
এছাড়াও প্রতিটি রাষ্ট্রের জনসংখ্যাকে বিশ্ব জনসংখ্যার শতাংশ হিসেবে দেখানো হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের বর্তমান জনসংখ্যা আনুমানিক 803 কোটি।
তালিকা
মানচিত্র
- জনসংখ্যা অনুযায়ী দেশসমূহের মানচিত্র
- জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী দেশসমূহের মানচিত্র
- জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী দেশসমূহের মানচিত্র (১৯৯৪)
আরো দেখুন
তথ্যসূত্র
- বহিঃ অঞ্চলবাদে, কেবল ফ্রান্স
- ক্যানারি দ্বীপপুঞ্জ এবং উত্তর আফ্রিকার সিউটা এবং মেলিলা সহকারে।
- ক্রিমিয়া সহকারে।
- Include Isola di Natale, Isole Cocos (Keeling) e Isola Norfolk.
- Include il Nagorno Karabakh.
- কসোভো সহকারে
- Include le Isole Åland.
- Include le Isole Svalbard e Jan Mayen.
- Include Gerusalemme Est.
- Include la Transnistria.
- Include l'Abcasia e l'Ossezia del Sud.
- Include Cipro del Nord.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.