ইমামুদ্দিন পাঞ্জাবি
আবুল ফজল ইমামুদ্দিন খান বারাওলি ছাছরি[1](এছাড়া ইমামুদ্দিন পাঞ্জাবি নামেও পরিচিত; মৃত্যু: ১৯১৬) ছিলেন একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত। তিনি ১৮৭৭ সালে জামিয়া মিফতাহুল উলুম প্রতিষ্ঠা করেন।
হযরত মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি | |
---|---|
ابو الفضل امام الدين براولي چھچھری پنجابی | |
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
মৃত্যু | ১৯১৬ |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ![]() |
যুগ | ব্রিটিশ ভারত |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | হাদীস, ফিকহ, লেখালেখি, তাসাউফ |
উল্লেখযোগ্য কাজ | জামিয়া মিফতাহুল উলুম |
যেখানের শিক্ষার্থী | দারুল উলুম দেওবন্দ |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
![]() |
![]() |
পারিবারিক ইতিহাস
ইমামুদিন পাঞ্জাবির পূর্বপুরুষেরা বাজাউরের ব্রাউল এলাকার বাসিন্দা ছিলেন।[2] পরবর্তিতে তারা ছাছে চলে আসে এবং পরে পাঞ্জাবের বাতালার কালা নূর এলাকায় বসতি স্থাপন করে।[3]
জীবনী
ইমামুদিন পাঞ্জাবি ভারতের পাঞ্জাব রাজ্যের একটি শহর বাতালায় জন্মগ্রহণ করেন।[4] তিনি আহমদ আলী সাহারানপুরীর অধীনে হাদিস অধ্যয়ন করেন।[5] এবং দারুল উলুম দেওবন্দ থেকে ঐতিহ্যবাহী দারসে নিজামিতে স্নাতক ডিগ্রী লাভ করেন। [6] দেওবন্দি শাখায় পড়াশোনা শেষ করবার পর ইমামুদ্দিন পাঞ্জাবি সুফিবাদে ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদির হাতে শিষ্যত্ব গ্রহণ করেন।[7]
১২৯৮ হিজরিতে ইমামুদ্দিন পাঞ্জাবি মৌনাথ ভঞ্জনে (মাউ) চলে আসেন।[8] তিনি ১৮৭৭ সালে জামিয়া মিফতাহুল উলুম প্রতিষ্ঠা করেন, যা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি পরিচিত ইসলামি বিশ্ববিদ্যালয়।[5]
তিনি ১৯১৬ সালে আগ্রা ও অওধের যুক্ত প্রদেশের মাউতে মারা যান।[5]
রচনাবলি
তার রচনাবলির মধ্যে অন্তর্ভুক্ত:[9]
- আল বালাগুল মুবীন
- তাবয়ীনুল কালাম ফিদ দাফইল খিসাম
- মাসাবিহুল ইতলা আলাত তাহরীমুত তাওজুদ ওয়াস সিমা'
- রবীউল আনওয়ার
- ইদাইন কি নামাজ কা ওয়াক্ত
গ্রন্থপঞ্জি
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি।
তথ্যসূত্র
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি। পৃষ্ঠা ১৫।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ১৬।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ১৭।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ১৪, ১৬।
- আসির আদ্রাভী। তাযকিরাহ মাশাহিরে হিন্দ: কারওয়ানে রাফতাহ (উর্দু ভাষায়) (২ এপ্রিল ২০১৬ সংস্করণ)। দেওবন্দ: দারুল মুআল্লিফীন। পৃষ্ঠা ৪২–৪৩।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ২৭-২৮।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ২২।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ৩৩।
- আদ্রাভী, আসির। ওয়ালী ও শায়েখ: মাওলানা ইমামুদ্দিন পাঞ্জাবি (উর্দু ভাষায়)। দেউরিয়া, উত্তর প্রদেশ: কামার আল-বারী এম,এস সি। পৃষ্ঠা ৬৮, ৭১, ৭৬, ৭৯, ৮২।