আদ দিরাসাতুল ইসলামিয়া
আদ দিরাসাতুল ইসলামিয়া (আরবি: الدراسات الإسلامية) দারুল উলুম দেওবন্দের শায়খুল হিন্দ একাডেমি থেকে প্রকাশিত একটি ভূতপূর্ব ত্রৈমাসিক আরবি ম্যাগাজিন। ১৯৮০ সালে সাইদ আহমদ আকবরাবাদীর ব্যবস্থাপনায় এটি প্রকাশিত হয়। এই ম্যাগাজিনের প্রথম সংখ্যায় ছিল একশত পৃষ্ঠা। অল্প সময়ের মধ্যে এটি পাঠকপ্রিয়তা অর্জন করে এবং ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রচার সহ প্রেস সার্কেলে এর পরিধি সম্প্রসারণে ভূমিকা পালন করে। কিন্তু সাইদ আহমদ আকবরাবাদীর মৃত্যুর পর এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।[1][2]
![]() প্রচ্ছদ | |
বিষয় | ইসলাম |
---|---|
ভাষা | আরবি |
সম্পাদক | সাইদ আহমদ আকবরাবাদী |
প্রকাশনা বিবরণ | |
প্রকাশক |
মূল্যায়ন
আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইব্রাহিম আলী বলেন,[1]
“ | এতে কোন সন্দেহ নেই যে এই পত্রিকাটি তার ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক নিবন্ধের মাধ্যমে ইসলামিক চেতনা জাগ্রত করতে এবং ভারতে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে সাহায্য করেছে। | ” |
আরও দেখুন
তথ্যসূত্র
- আরবি, জিকরুল্লাহ (২০১৯)। Contribution of Darul Uloom Deoband to Arabic Journalism With Special Reference of Al-Die [আদ দাঈ-এর বিশেষ উল্লেখ সহ আরবি সাংবাদিকতায় দারুল উলুম দেওবন্দের অবদান] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১১৭। hdl:10603/337869।
- নদভী, সরওয়ার আলম (২০০০)। Development of Arabic journalism in India after independence [স্বাধীনতার পর ভারতে আরবি সাংবাদিকতার বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৭৮–২৮১। hdl:10603/57825।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.