জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল

জিম্বাবুয়ে ক্রিকেট দল (ইংরেজি: Zimbabwe national cricket team) জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল। জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃক দলটি পরিচালিত হচ্ছে। পূর্বেকার জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন বর্তমানে 'জিম্বাবুয়ে ক্রিকেট' নামে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র পূর্ণ সদস্যরূপে দলটি টেস্ট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি২০আই খেলায় অংশগ্রহণ করছে।

জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতীক
ডাকনামশেভরন[1][2]
সংঘজিম্বাবুয়ে ক্রিকেট
কর্মীবৃন্দ
টেস্ট অধিনায়কশন উইলিয়ামস
ওডিআই অধিনায়কক্রেইগ আরভাইন
টি২০আই অধিনায়কক্রেইগ আরভাইন
কোচলালচান্দ রাজপুত
ইতিহাস
টেস্ট মর্যাদা প্রাপ্তি১৯৯১
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণ সদস্য (১৯৯১)
সহযোগী সদস্য (১৯৮১)
আইসিসি অঞ্চলআফ্রিকা
আইসিসি র‍্যাংকিং বর্তমান[3] সেরা
টেস্ট ১০ম ৮ম
ওডিআই ১৩শ ৬ষ্ঠ
টি২০আই ১১শ ১০ম
টেস্ট
প্রথম টেস্টবনাম  ভারত (হারারে, ১৮–২২ অক্টোবর ১৯৯২)
সর্বশেষ টেস্টবনাম  বাংলাদেশ (হারারে, ৭–১১ জুলাই ২০২১)
টেস্ট ম্যাচ জয়/পরাজয়
মোট[4] ১১৫ ১৩/৭৪ (২৮ ড্র)
বর্তমান বছর[5] ০/০ (০ ড্র)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআইবনাম  অস্ট্রেলিয়া (ওয়েস্ট ব্রিজফোর্ড, ৯ জুন ১৯৮৩)
সর্বশেষ ওডিআইবনাম  শ্রীলঙ্কা (ক্যান্ডি, ২১ জানুয়ারি ২০২২)
ওডিআই ম্যাচ জয়/পরাজয়
মোট[6] ৫৪১ ১৪০/৩৮১ (৮ টাই, ১২ ফলাফল হয়নি)
বর্তমান বছর[7] ১/২ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বিশ্বকাপ উপস্থিতি৯ (১৯৮৩ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলসুপার সিক্স (১৯৯৯, ২০০৩)
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি৪ (১৯৮২ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (১৯৮২, ১৯৮৬, ১৯৯০)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  বাংলাদেশ (খুলনা, ২৮ নভেম্বর ২০০৬)
সর্বশেষ টি২০আইবনাম  বাংলাদেশ (ব্রিসবেন, ৩০ অক্টোবর ২০২২)
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[8] ১১৮ ৩৮/৭৮ (২ টাই, ১ ফলাফল হয়নি)
বর্তমান বছর[9] ২২ ১২/৯ (০ টাই, ১ ফলাফল হয়নি)
টি২০ বিশ্বকাপ উপস্থিতি৫ (২০০৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলগ্রুপ পর্ব (২০০৭, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬)

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

২৫ ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী

১৫ আগস্ট, ২০১৬ তারিখে জিম্বাবুয়ে দল আইসিসি প্রণীত টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে যথাক্রমে ১০ম, ১১শ ও ১২শ স্থানে অবস্থান করেছিল।[10]

ইতিহাস

আইসিসি'র অন্যান্য পূর্ণ সদস্যভূক্ত দেশের ন্যায় জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট ক্রিকেটে মর্যাদা প্রাপ্তির লক্ষ্যে যোগ্যতা অর্জন করতে হয়েছে। লক্ষ্যণীয় যে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেট খেলার জন্যে যোগ্যতা অর্জনের প্রয়োজন পড়েনি। কেননা, দেশ দু'টো ১৫ মার্চ, ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট খেলাটিতে অংশগ্রহণ করেছিল।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের সংক্ষিপ্ত ঘটনাবহুল মুহুর্তগুলো নিম্নরূপ :-

রোডেশিয়া যুদ্ধকালীন সময়ে এবং ১৯৪৬ সাল থেকে পুনরায় দক্ষিণ আফ্রিকান টুর্নামেন্ট, কারি কাপে অংশ নেয়। স্বাধীনতা অর্জনের পর ১৯৮০ সালে দেশটি আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নিতে শুরু করে। ২১ জুলাই, ১৯৮১ সালে জিম্বাবুয়ে আইসিসি'র সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত হয়। ১৯৮৩, ১৯৮৭ এবং ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়।[11]

টেস্ট ক্রিকেট

৯ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে জিম্বাবুয়ে ১৯৯২ সালে প্রথম টেস্ট খেলে। হারারেতে অনুষ্ঠিত ভারতের বিরুদ্ধে এ খেলাটি ড্র হয়েছিল।[12]

শুরু থেকেই জিম্বাবুয়ে দলটি টেস্ট খেলায় বেশ দূর্বল ছিল। অভিজ্ঞজনদের ধারণা, তাদেরকে অপরিপক্ক অবস্থায় টেস্টের মর্যাদা দেয়া হয়েছিল। কিন্তু একদিনের ক্রিকেট খেলায় দলটি বেশ প্রতিযোগিতামূখী ভাব বজায় রাখে; যদিও সর্বদিক দিয়ে শক্তিশালী ছিল না। কিন্তু বিশ্ব ক্রিকেটাঙ্গনে তাদের ফিল্ডিংয়ের দক্ষতা বেশ নজর কেড়েছিল। বেশ কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়দের পদত্যাগজনিত কারণে কয়েকটি টেস্ট সিরিজে বেশ দূর্বল প্রতিদ্বন্দ্বিতা করায় ২০০৫ সালের শেষ দিকে আইসিসি'র সমর্থনে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[13]

আগস্ট, ২০১১ সালে প্রায় ছয় বছর স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এসে টেস্টভূক্ত দেশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে অবতীর্ণ হয় ও ১৩০ রানের ব্যবধানে পরাজিত করে।[14]

দলীয় সদস্য

খেলোয়াড়ের নাম বয়স ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন ওডিআই সংখ্যা টেস্ট সংখ্যা শার্ট নং
অধিনায়ক ও লেগ ব্রেক বোলার
গ্রেইম ক্রিমার৩৬ বছর, ২১৭ দিনডানহাতিএলবিমিড ওয়েস্ট রাইনোজটেস্ট, ওডিআই, টি২০আই৩০
উদ্বোধনী ব্যাটসম্যান
হ্যামিল্টন মাসাকাদজা৩৯ বছর, ২৫৮ দিনডানহাতিআরএমমাউন্টেইনিয়ার্সটেস্ট, ওডিআই, টি২০আই
চামু চিভাভা৩৭ বছর, ৩১৮ দিনডানহাতিআরএমম্যাশোনাল্যান্ড ঈগলসওডিআই, টি২০আই৩৩
ভাসিমুজি সিবান্দা৩৯ বছর, ১৯৬ দিনডানহাতিআরএমমিড ওয়েস্ট রাইনোজটেস্ট, ওডিআই, টি২০আই১০
টিনোটেন্ডা ময়ুও৩৬ বছর, ২৬৬ দিনডানহাতিআরএমএফমাউন্টেইনিয়ার্সটেস্ট, ওডিআই২০
সিকান্দার রাজা৩৭ বছর, ০ দিনডানহাতিআরএমম্যাশোনাল্যান্ড ঈগলসটেস্ট, ওডিআই, টি২০আই২৪
মাঝারি সারির ব্যাটসম্যান
চার্লস কভেন্ট্রি৩৯ বছর, ২৬৪ দিনডানহাতিলেব্রেমাতাবেলেল্যান্ড তুস্কার্সওডিআই, টি২০আই৭৪
স্টুয়ার্ট ম্যাটসিকেনিয়েরি৪০ বছর, ৫২ দিনডানহাতিঅব্রেমাউন্টেইনিয়ার্সটেস্ট, ওডিআই, টি২০আই৪৫
ক্রেগ আরভিন৩৭বামহাতিঅব্রেমাতাবেলেল্যান্ড তুস্কার্সটেস্ট, ওডিআই, টি২০আই৭৭
মার্ক ভার্মুলেন৪৪ বছর, ৫৩ দিনডানহাতিঅব্রেম্যাশোনাল্যান্ড ঈগলসটেস্ট
অল-রাউন্ডার
শন উইলিয়ামস৩৬ডানহাতিএসএলএমাতাবেলেল্যান্ড তুস্কার্সটেস্ট, ওডিআই, টি২০আই১৪
এলটন চিগুম্বুরাটেমপ্লেট:Age inডানহাতিআরএমম্যাশোনাল্যান্ড ঈগলসটেস্ট, ওডিআই, টি২০আই৪৭
ম্যালকম ওয়ালার৩৮ডানহাতিঅব্রেমিড ওয়েস্ট রাইনোজটেস্ট, ওডিআই, টি২০আই
সলোমন মিরে৩৩ বছর, ২৪৬ দিনডানহাতিআরএমএফমিড ওয়েস্ট রাইনোজওডিআই
নেভিল মাদজিভা৩১ বছর, ২৬৫ দিনডানহাতিআরএমএফমিড ওয়েস্ট রাইনোজওডিআই
উইকেট-রক্ষক
পিটার মুর৩২ বছর, ৮১ দিনডানহাতিঅব্রেমিড ওয়েস্ট রাইনোজওডিআই
রেজিস চাকাবোভা৩৫ডানহাতিঅব্রেম্যাশোনাল্যান্ড ঈগলসটেস্ট, ওডিআই, টি২০আই
রিচমন্ড মুতুম্বামি৩৩ বছর, ৩১৭ দিনডানহাতিঅব্রেমাতাবেলেল্যান্ড তুস্কার্সটেস্ট, ওডিআই৮৯
পেস বোলার
ব্রায়ান ভিটোরি৩৩বামহাতিএলএফএমম্যাশোনাল্যান্ড ঈগলসটেস্ট, ওডিআই, টি২০আই৬০
টয়ান্ডা মুপারিয়া৩৮ডানহাতিআরএফএমমাতাবেলেল্যান্ড তুস্কার্সটেস্ট, ওডিআই, টি২০আই৫৩
ডোনাল্ড তিরিপানো৩৫ বছর, ৩৮ দিনডানহাতিআরএফএমমাউন্টেইনিয়ার্সটেস্ট, ওডিআই২৫
টেন্ডাই চাতারা৩২ বছর, ৫৫ দিনডানহাতিআরএফএমমাউন্টেইনিয়ার্সটেস্ট, ওডিআই, টি২০আই১৩
তিনাশি প্যানিয়াঙ্গারা৩৭ বছর, ১৮৫ দিনডানহাতিআরএফএমমিড ওয়েস্ট রাইনোজটেস্ট, ওডিআই, টি২০আই৪৮
ক্রিস্টোফার এমপফু৩৭ বছর, ১৪৮ দিনডানহাতিআরএফএমমাতাবেলেল্যান্ড তুস্কার্সওডিআই, টি২০আই২৮
লুক জংউই২৮ বছর, ৭৭ দিনডানহাতিআরএফএমমাতাবেলেল্যান্ড তুস্কার্সওডিআই, টি২০আই১২
তুরাই মুজারাবানি৩৬ বছর, ২৮ দিনডানহাতিআরএফএমম্যাশোনাল্যান্ড ঈগলসওডিআই, টি২০আই
স্পিন বোলার
প্রসপার উতসেয়া৩৮ডানহাতিঅব্রেম্যাশোনাল্যান্ড ঈগলসটেস্ট, ওডিআই, টি২০আই৫২
ওয়েলিংটন মাসাকাদজা২৯ বছর, ২০২ দিনবামহাতিঅব্রেমাউন্টেইনিয়ার্সওডিআই১১
তাফাদজা কামুঙ্গোজি৩৫ বছর, ৩২০ দিনডানহাতিলেব্রেমাউন্টেইনিয়ার্সওডিআই৯৮
জন নিয়ুম্বু৩৭ বছর, ৩২৮ দিনডানহাতিঅব্রেমাতাবেলেল্যান্ড তুস্কার্সটেস্ট, ওডিআই১৬
টেন্ডাই চিসোরো৩৫বামহাতিএসএলএমিড ওয়েস্ট রাইনোজওডিআই, টি২০আই88

কোচিং কর্মকর্তা

তথ্যসূত্র

  1. "How our cricketers became Chevrons"দ্য জিম্বাবুয়ে ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭
  2. "Chevrons stars Happy to be back playing cricket again"নিউ জিম্বাবুয়ে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২০
  3. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  4. "Records / Test matches / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  5. "Records / 2023 / Test matches / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  6. "Records / One-Day Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  7. "Records / 2023 / One-Day Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  8. "Records / Twenty20 Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  9. "Records / 2023 / Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  10. A brief history of Zimbabwe cricket Cricinfo. Retrieved 4 November 2011
  11. Zimbabwe vs India at Harare, 1992 Cricinfo. Retrieved 5 November 2011
  12. Zimbabwe Cricket Team SuperSport Profile SuperSport. Retrieved 6 November 2011
  13. http://www.espncricinfo.com/zimbabwe-v-bangladesh-2011/content/story/526504.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.