উইকিসংকলন
উইকিসংকলন (উইকিসোর্স নামেও পরিচিত) একটি উইকিমিডিয়া প্রকল্প যার উদ্দেশ্য লেখার ভাণ্ডার বা সংকলন তৈরি করা, যাতে যেকোন ভাষার অনুবাদ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়াদি থাকবে।
সাইটের প্রকার | সংকলন |
---|---|
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
প্রস্তুতকারক | ব্যবহারকারীদের সংগৃহীত |
স্লোগান | উন্মুক্ত পাঠাগার |
ওয়েবসাইট | wikisource.org |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | নভেম্বর ২৪, ২০০৩[1] |
বর্তমান অবস্থা | অনলাইন |
সংকলনের বিষয়াদি
উইকিসংকলন ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত কোন লেখাকে সংগ্রহ এবং ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হয়। এদের মধ্যে রয়েছে গল্প-উপন্যাস, চিঠি, ভাষণ, ধর্মীয় সংকলন, সাংবিধানিক এবং ঐতিহাসিক দলিলাদি, আইন এবং অন্যান্য দলিলাদি। সমস্ত সংগৃহীত লেখা কপিরাইটমুক্ত অথবা জিএফডিএল (GFDL-GNU Free Documentation License) লাইসেন্সের আওতায় রয়েছে। সকল ভাষার অনুবাদ লেখাকে এখানে স্বাগত জানানো হয়।
উইকিসংকলন কোন অবদানকারীর নিজস্ব কোন বস্তু বা নিজের কোন বই বা লেখা প্রকাশ করা স্থান নয়।
তথ্যসূত্র
- Ayers, Phoebe; Matthews, Charles; Yates, Ben (২০০৮)। How Wikipedia Works। No Starch Press। পৃষ্ঠা ৪৩৫–৪৩৬। আইএসবিএন 978-1-59327-176-3।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.