উসমান খান (ক্রিকেটার, জন্ম ১৯৯৫)
উসমান খান (জন্ম ১০ মে ১৯৯৫) একজন পাকিস্তানি ক্রিকেটার।[1] ৯ অক্টোবর ২০১৭ তারিখে, ২০১৭-১৮ কায়দে আজম ট্রফি প্রতিযোগিতায় করাচি হোয়াইটসের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার।[2] ৩ মার্চ ২০২১, ২০২১ পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তার টুয়েন্টি২০ অভিষেক করেন।[3]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ১০ মে ১৯৯৫ |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০২১ | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
উৎস: ক্রিকইনফো, ১০ অক্টোবর ২০১৭ |
তথ্যসূত্র
- "Usman Khan"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৭।
- "Pool B, Quaid-e-Azam Trophy at Karachi, Oct 9-11 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- "14th Match (N), Karachi, Mar 3 2021, Pakistan Super League"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.