মিনেসোটা বিশ্ববিদ্যালয়
দ্য ইউনিভার্সিটি অব মিনেসোটা, টুইন সিটিজ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস এবং সেন্ট পলে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ইউনিভার্সিটি অব মিনেসোটা সিস্টেমের বৃহত্তম এবং প্রাচীনতম ক্যাম্পাস।
নীতিবাক্য | Commune vinculum omnibus artibus (Latin) |
---|---|
বাংলায় নীতিবাক্য | A common bond for all the arts |
ধরন | সরকারি Flagship University Land-Grant Sea-Grant Space-Grant |
স্থাপিত | ১৮৫১ |
বৃত্তিদান | US$2.503 billion in 2012 (systemwide)[1] |
সভাপতি | Eric W. Kaler |
প্রাধ্যক্ষ | Karen Hanson |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩,৩৭৪[2] |
শিক্ষার্থী | ৫১,৮৫৩[3] |
স্নাতক | ৩০,৩৭৫ |
স্নাতকোত্তর | ১৬,৯৪৮ |
অন্যান্য শিক্ষার্থী | ৩,৮২৪ |
অবস্থান | মিনেপলিস and সেন্ট পল , , |
শিক্ষাঙ্গন | শহুরে ২,৭৩০ একর (১,১০০ হেক্টর) |
পোশাকের রঙ | Maroon & Gold |
ক্রীড়াবিষয়ক | NCAA Division I Big Ten Conference Western Collegiate Hockey Association |
সংক্ষিপ্ত নাম | Golden Gophers |
অধিভুক্তি | Association of American Universities Committee on Institutional Cooperation |
ক্রীড়া | 24 Varsity Teams |
মাসকট | Goldy Gopher |
ওয়েবসাইট | umn.edu |
র্যাংকিং
বিশ্ববিদ্যালয় র্যাংকিং | |
---|---|
জাতীয় | |
এআরডব্লিউইউ[4] | ২১ |
ফোর্বস[5] | ১০৯ |
ইউ.এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট[6] | ৬৪ |
ওয়াশিংটন মান্থলি[7] | ৫৬ |
বৈশ্বিক | |
এআরডব্লিউইউ[8] | ২৯ |
কিউএস[9] | ১০২ |
টাইমস[10] | ৪২ |
গঠন ও প্রশাসন
The University has 19 colleges, schools, and other major academic units:[11]
- সেন্টার ফর অ্যালাইড হেলথ প্রোগ্রামস
- ইউনিভার্সিটি অব মিনেসোটা কলেজ অব বায়োলজিক্যাল সায়েন্সেস
- কলেজ অব ্কন্টিনিউয়িং এডুকেশন
- ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব ডেন্টিস্ট্রি
- কলেজ অব ডিজাইন
- ইউনিভার্সিটি অব মিনেসোটা কলেজ অব এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট
- এক্সটেনশন
- ইউনিভার্সিটি অব মিনেসোটা কলেজ অব ফুড, অ্যাগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসর্স সায়েন্সেস
- গ্র্যাজুয়েট স্কুল
- ইউনিভার্সিটি অব মিনেসোটা ল স্কুল
- ইউনিভার্সিটি অব মিনেসোটা কলেজ অব লিবারেল আর্টস
- কার্লসন স্কুল অব ম্যানেজমেন্ট
- ইউনিভার্সিটি অব মিনেসোটা মেডিকেল স্কুল
- স্কুল অব নার্সিং
- কলেজ অব ফার্মাসী
- হাবার্ট এইচ হামফ্রি স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্স
- ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব পাবলিক হেলথ
- ইউনিভার্সিটি অব মিনেসোটা কলেজ অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- কলেজ অব ভেটেরিনারি মেডিসিন
The University has six University-wide interdisciplinary সেন্টারs and institutes whose work crosses collegiate lines:[12]
- সেন্টার ফর কগনিটিভ সায়েন্সেস
- Consortium on Law and Values in Health, Environment, and the Life Sciences
- ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অব মিনেসোটা
- ইন্সটিটিউট ফর ট্রান্সলেশনাল নিউরোসায়েন্স
- ইন্সটিটিউট অন দ্য এনভায়রনমেন্ট
- মিনেসোটা পপুলেশন সেন্টার
কৃতি শিক্ষার্থী
- ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৬
- মেলভিন কেলভিন, রসায়নে নোবেল পুরস্কার ১৯৬১
- আর্নেস্ট লরেন্স, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৩৯
- ব্রায়ান কোবিল্কা, রসায়নে নোবেল পুরস্কার ২০১২
- এডওয়ার্ড বি লুইস, চিকিৎসাবিজ্ঞান নোবেল পুরস্কার ১৯৯৫
- লুইস জে ইগনারো, চিকিৎসাবিজ্ঞান নোবেল পুরস্কার ১৯৯৮
- ড্যানিয়েল ম্যাক্ফ্যাডেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০০০
- লারস পিটার হ্যান্সেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১৩
কৃতি শিক্ষক
- জন বারডিন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৬, ১৯৭২
- জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭৭
- পল বয়ার, রসায়নে নোবেল পুরস্কার ১৯৯৭
- উইলিয়াম লিপ্সচম্ব, রসায়নে নোবেল পুরস্কার ১৯৭৬
- এডয়ার্ড কেলভিন কেন্ডাল, চিকিৎসাবিজ্ঞান নোবেল পুরস্কার ১৯৫০
তথ্যসূত্র
- "nacubo" (পিডিএফ)। ২০১৩-১০-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৬।
- University of Minnesota: Employee Head Count ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে OIR
- Campus and Unit Enrollment by Academic Level for Fall 2012 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ডিসেম্বর ২০১২ তারিখে University of Minnesota Office of Institutional Research
- "World University Rankings (USA)"। ShanghaiRanking Consultancy। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "America's Top Colleges"। Forbes.com LLC™। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "Best Colleges"। ইউ.এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এলপি। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "About the Rankings"। ওয়াশিংটন মান্থলি। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "World University Rankings"। ShanghaiRanking Consultancy। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "University Rankings"। QS Quacquarelli Symonds Limited। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "World University Rankings"। TSL Education Ltd.। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০১৩।
- "Academics and Research"। ইউনিভার্সিটি অব মিনেসোটা।
- "Academic Affairs and Provost, ইউনিভার্সিটি অব মিনেসোটা"। সেপ্টেম্বর ২৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.