ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ক্রিকেট দল

ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট দল জাতীয় পর্যায়ে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্বকারী জাতীয় ক্রিকেট দল। ক্যারিবিয় দ্বীপপুঞ্জের আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতানাগিকো আঞ্চলিক সুপার৫০ নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজের পেশাদার ক্রিকেট লীগে বিশেষ অধিকারপ্রাপ্ত দল হিসেবে এটি ত্রিনিদাদ ও টোবাগো রেড ফোর্স নামধারণ করেছে।[1] আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বকারী সেরা খেলোয়াড়দের অপূর্ব সমাবেশ ঘটেছে এখানে।

ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কজেসন মোহাম্মদ
কোচগাস লোগি
দলের তথ্য
রং               লাল, সাদা, কালো
প্রতিষ্ঠা১৮৬৯
স্বাগতিক মাঠকুইন্স পার্ক ওভাল
ধারণক্ষমতা২০,০০০
ইতিহাস
চারদিনের জয়৪ (সঙ্গে ১ - যৌথ)
ডব্লিউআইসিবি কাপ জয়১০ (সঙ্গে ১ - যৌথ)
টুয়েন্টি২০ জয়
দাপ্তরিক ওয়েবসাইটttcb

ইতিহাস

পোর্ট অব স্পেনের ব্যাটিং প্রতিভা ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ধারণ করে আছেন। এছাড়াও তিনি সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন।

১৮৬৯ সালে প্রথমবারের মতো ত্রিনিদাদ দল প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়। ডেমেরারার বিপক্ষে দলটি ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল। ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে ত্রিনিদাদ ও টোবাগো দল অংশ নিয়েছিল। আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতায় পাঁচবার শিরোপা লাভসহ দশবার ডব্লিউআইসিবি কাপ জয় করে। দলটি ক্যারিবিয়ান টুয়েন্টি২০ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।

দলীয় সদস্য

২০১৫-১৬ মৌসুমের আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতা বা আঞ্চলিক সুপার৫০ প্রতিযোগিতায় ত্রিনিদাদ ও টোবাগার পক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকা নিচে দেয়া হলো। আন্তর্জাতিক পর্যায়ে ক্যাপ পরিধানকারীদেরকে গাঢ় হরফে দেখানো হয়েছে:

নাম জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন মন্তব্য
ব্যাটসম্যান
ড্যারেন ব্র্যাভো (1989-02-06) ৬ ফেব্রুয়ারি ১৯৮৯বামহাতিডানহাতি মিডিয়াম
কাইল হোপ (1988-11-20) ২০ নভেম্বর ১৯৮৮ডানহাতিডানহাতি অফ স্পিন
জেসন মোহাম্মদ (1986-09-23) ২৩ সেপ্টেম্বর ১৯৮৬ডানহাতিডানহাতি অফ স্পিন
এভিন লুইস (1991-12-27) ২৭ ডিসেম্বর ১৯৯১বামহাতি
কেজর্ন অটলি (1989-12-09) ৯ ডিসেম্বর ১৯৮৯বামহাতিডানহাতি অফ স্পিন
জেরেমি সলোজানো (1995-10-05) ৫ অক্টোবর ১৯৯৫বামহাতি
অল-রাউন্ডার
ইয়ানিক কারিয়া (1992-06-22) ২২ জুন ১৯৯২বামহাতিডানহাতি লেগ স্পিন
নরসিং দেওনারায়ণ (1983-08-16) ১৬ আগস্ট ১৯৮৩বামহাতিডানহাতি অফ স্পিন
রায়াদ এমরিত (1981-03-08) ৮ মার্চ ১৯৮১ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টঅধিনায়ক
আকিল হোসেন (1993-04-25) ২৫ এপ্রিল ১৯৯৩বামহাতিবামহাতি অর্থোডক্স
ইয়ানিক অটলি (1991-09-07) ৭ সেপ্টেম্বর ১৯৯১ডানহাতিবামহাতি অর্থোডক্স
ড্যানিয়েল সেন্ট ক্লেয়ার (1987-12-22) ২২ ডিসেম্বর ১৯৮৭ডানহাতিবামহাতি মিডিয়াম
উইকেট-কিপার
স্টিভেন কাহারু (1993-01-14) ১৪ জানুয়ারি ১৯৯৩ডানহাতি
দীনেশ রামদিন (1985-03-13) ১৩ মার্চ ১৯৮৫ডানহাতি
বোলার
শ্যানন গ্যাব্রিয়েল (1988-04-28) ২৮ এপ্রিল ১৯৮৮ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
জন-রাস যজ্ঞেশ্বর (1986-03-19) ১৯ মার্চ ১৯৮৬ডানহাতিডানহাতি অফ স্পিন
কাভেশ কান্তাসিং (1986-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৮৬বামহাতিবামহাতি অর্থোডক্স
ইমরান খান (1984-07-06) ৬ জুলাই ১৯৮৪ডানহাতিডানহাতি লেগ স্পিন
আথম্যান মুহাম্মদ (1989-03-01) ১ মার্চ ১৯৮৯ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট
ম্যারিওন রিচার্ডস (1989-01-10) ১০ জানুয়ারি ১৯৮৯ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট
ফিল্টন উইলিয়ামস (1994-06-21) ২১ জুন ১৯৯৪ডানহাতিডানহাতি ফাস্ট

উৎস: আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতা, আঞ্চলিক সুপার৫০

তথ্যসূত্র

  1. "Jamaica Franchise at home against Leeward Islands Hurricanes"। ৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.