ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ক্রিকেট দল
ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট দল জাতীয় পর্যায়ে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্বকারী জাতীয় ক্রিকেট দল। ক্যারিবিয় দ্বীপপুঞ্জের আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতা ও নাগিকো আঞ্চলিক সুপার৫০ নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজের পেশাদার ক্রিকেট লীগে বিশেষ অধিকারপ্রাপ্ত দল হিসেবে এটি ত্রিনিদাদ ও টোবাগো রেড ফোর্স নামধারণ করেছে।[1] আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বকারী সেরা খেলোয়াড়দের অপূর্ব সমাবেশ ঘটেছে এখানে।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | জেসন মোহাম্মদ |
কোচ | গাস লোগি |
দলের তথ্য | |
রং | লাল, সাদা, কালো |
প্রতিষ্ঠা | ১৮৬৯ |
স্বাগতিক মাঠ | কুইন্স পার্ক ওভাল |
ধারণক্ষমতা | ২০,০০০ |
ইতিহাস | |
চারদিনের জয় | ৪ (সঙ্গে ১ - যৌথ) |
ডব্লিউআইসিবি কাপ জয় | ১০ (সঙ্গে ১ - যৌথ) |
টুয়েন্টি২০ জয় | ৩ |
দাপ্তরিক ওয়েবসাইট | ttcb |
ইতিহাস
১৮৬৯ সালে প্রথমবারের মতো ত্রিনিদাদ দল প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়। ডেমেরারার বিপক্ষে দলটি ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল। ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে ত্রিনিদাদ ও টোবাগো দল অংশ নিয়েছিল। আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতায় পাঁচবার শিরোপা লাভসহ দশবার ডব্লিউআইসিবি কাপ জয় করে। দলটি ক্যারিবিয়ান টুয়েন্টি২০ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।
দলীয় সদস্য
২০১৫-১৬ মৌসুমের আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতা বা আঞ্চলিক সুপার৫০ প্রতিযোগিতায় ত্রিনিদাদ ও টোবাগার পক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকা নিচে দেয়া হলো। আন্তর্জাতিক পর্যায়ে ক্যাপ পরিধানকারীদেরকে গাঢ় হরফে দেখানো হয়েছে:
নাম | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য |
---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||
ড্যারেন ব্র্যাভো | ৬ ফেব্রুয়ারি ১৯৮৯ | বামহাতি | ডানহাতি মিডিয়াম | |
কাইল হোপ | ২০ নভেম্বর ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | |
জেসন মোহাম্মদ | ২৩ সেপ্টেম্বর ১৯৮৬ | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | |
এভিন লুইস | ২৭ ডিসেম্বর ১৯৯১ | বামহাতি | ||
কেজর্ন অটলি | ৯ ডিসেম্বর ১৯৮৯ | বামহাতি | ডানহাতি অফ স্পিন | |
জেরেমি সলোজানো | ৫ অক্টোবর ১৯৯৫ | বামহাতি | ||
অল-রাউন্ডার | ||||
ইয়ানিক কারিয়া | ২২ জুন ১৯৯২ | বামহাতি | ডানহাতি লেগ স্পিন | |
নরসিং দেওনারায়ণ | ১৬ আগস্ট ১৯৮৩ | বামহাতি | ডানহাতি অফ স্পিন | |
রায়াদ এমরিত | ৮ মার্চ ১৯৮১ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | অধিনায়ক |
আকিল হোসেন | ২৫ এপ্রিল ১৯৯৩ | বামহাতি | বামহাতি অর্থোডক্স | |
ইয়ানিক অটলি | ৭ সেপ্টেম্বর ১৯৯১ | ডানহাতি | বামহাতি অর্থোডক্স | |
ড্যানিয়েল সেন্ট ক্লেয়ার | ২২ ডিসেম্বর ১৯৮৭ | ডানহাতি | বামহাতি মিডিয়াম | |
উইকেট-কিপার | ||||
স্টিভেন কাহারু | ১৪ জানুয়ারি ১৯৯৩ | ডানহাতি | ||
দীনেশ রামদিন | ১৩ মার্চ ১৯৮৫ | ডানহাতি | ||
বোলার | ||||
শ্যানন গ্যাব্রিয়েল | ২৮ এপ্রিল ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |
জন-রাস যজ্ঞেশ্বর | ১৯ মার্চ ১৯৮৬ | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | |
কাভেশ কান্তাসিং | ৩০ সেপ্টেম্বর ১৯৮৬ | বামহাতি | বামহাতি অর্থোডক্স | |
ইমরান খান | ৬ জুলাই ১৯৮৪ | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | |
আথম্যান মুহাম্মদ | ১ মার্চ ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |
ম্যারিওন রিচার্ডস | ১০ জানুয়ারি ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |
ফিল্টন উইলিয়ামস | ২১ জুন ১৯৯৪ | ডানহাতি | ডানহাতি ফাস্ট |
তথ্যসূত্র
- "Jamaica Franchise at home against Leeward Islands Hurricanes"। ৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৬।