টম হুপার

টমাস জর্জ হুপার (ইংরেজি: Thomas George Hooper; জন্ম: ৫ অক্টোবর ১৯৭২) হলেন একজন ইংরেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক।[lower-alpha 1] হুপার কিশোর বয়স থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন এবং ১৯৯২ সালে চ্যানেল ফোরে প্রচারের জন্য তার প্রথম পেশাদার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পেইন্টেড ফেসেস নির্মাণ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হুপার মঞ্চনাটক ও টিভি বিজ্ঞাপন নির্মাণ করতেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি কোয়াইসাইড, বাইকার গ্রোভ, ইস্টএন্ডার্সকোল্ড ফিট ধারাবাহিকের কয়েকটি পর্ব পরিচালনা করেন।

টম হুপার
Tom Hopper
২০১০ সালে টরন্টো চলচ্চিত্র উৎসবে হুপার
জন্ম
টমাস জর্জ হুপার

(1972-10-05) ৫ অক্টোবর ১৯৭২
জাতীয়তাব্রিটিশ-অস্ট্রেলীয়
মাতৃশিক্ষায়তনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাপরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৯০-বর্তমান

হুপার প্রাইম সাসপেক্টজন অ্যাডামস-এর জন্য সেরা পরিচালনা বিভাগে দুটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন ও ফার্স্ট এলিজাবেথ-এর জন্য একটি এমি অর্জন করেন এবং লংফোর্ড-এর জন্য সেরা পরিচালনা বিভাগে বাফটা টিভি ক্রাফট পুরস্কারের মনোনয়ন লাভ করেন। দ্য কিংস স্পিচ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার[2]ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার অর্জন করেন এবং গোল্ডেন গ্লোববাফটা পুরস্কারের জন্য মনোনীত হন।[3]

টীকা

  1. হুপার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার পিতা ইংরেজ এবং মাতা অস্ট্রেলীয়, ফলে তার যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। হুপার ২০১০ সালে নিজে স্বীকার করেন তিনি লন্ডনে বসবাসরত অর্ধেক অস্ট্রেলীয় ও অর্ধেক ইংরেজ।[1]

তথ্যসূত্র

  1. গ্রিটেন, ডেভিড (২৩ ডিসেম্বর ২০১০)। "Tom Hooper interview for The King's Speech"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮
  2. "৮৩ তম অস্কারে পুরস্কার পেলেন যারা"দৈনিক প্রথম আলো। ২৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮
  3. "Tom Hooper"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.