শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল (সিংহলি: ශ්‍රී ලංකා ජාතික ක්‍රිකට් කණ්ඩායම, তামিল: இலங்கை தேசிய கிரிக்கெட் அணி) হল আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার প্রতিনিধিত্বকারী দল। দলটি প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ১৯২৬-২৭ সনে, এবং তার পরে টেষ্ট এর ষ্ট্যাটাস পায় ১৯৮১ সনে, যা ছিল শ্রীলঙ্কার অষ্টম জাতীয় টেষ্ট ক্রিকেট খেলা। দলটি পরিচালিত হয় শ্রীলঙ্কা ক্রিকেট দ্বারা।

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতীক
ডাকনামদ্য লায়নস
সংঘশ্রীলঙ্কা ক্রিকেট
কর্মীবৃন্দ
টেস্ট অধিনায়কদিমুথ করুনারত্নে
ওডিআই অধিনায়কদাসুন শানাকা
টি২০আই অধিনায়কদাসুন শানাকা
কোচক্রিস সিলভারউড
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণ সদস্য (১৯৮১)
সহযোগী সদস্য (১৯৬৫)
আইসিসি অঞ্চলএশিয়া
আইসিসি র‍্যাংকিং বর্তমান[1] সেরা
টেস্ট ৭ম ২য় (২০০২)
ওডিআই ৮ম ১ম (১৯৯৬)
টি২০আই ১০ম ১ম (২০১২)
টেস্ট
প্রথম টেস্টবনাম  ইংল্যান্ড (কলম্বো, ১৭–২১ ফেব্রুয়ারি ১৯৮২)
সর্বশেষ টেস্টবনাম  ওয়েস্ট ইন্ডিজ (গালে, ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর ২০২১)
টেস্ট ম্যাচ জয়/পরাজয়
মোট[2] ২৯৯ ৯৫/১১৩ (৯১ ড্র)
বর্তমান বছর[3] ০/০ (০ ড্র)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপস্থিতি১ (২০১৯–২০২১ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল৭ম স্থান (২০১৯–২০২১)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআইবনাম  ওয়েস্ট ইন্ডিজ (ম্যানচেস্টার, ৭ জুন ১৯৭৫)
সর্বশেষ ওডিআইবনাম  জিম্বাবুয়ে (ক্যান্ডি, ২১ জানুয়ারি ২০২২)
ওডিআই ম্যাচ জয়/পরাজয়
মোট[4] ৮৭০ ৩৯৫/৪৩২ (৫ টাই, ৩৮ ফলাফল হয়নি)
বর্তমান বছর[5] ২/১ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বিশ্বকাপ উপস্থিতি১২ (১৯৭৫ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (১৯৯৬)
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি১ (১৯৭৯ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (১৯৭৯)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  ইংল্যান্ড (ওয়েস্ট এন্ড, ১৫ জুন ২০০৬)
সর্বশেষ টি২০আইবনাম  ভারত (লখনউ, ২৪ ফেব্রুয়ারি ২০২২)
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[6] ১৫৪ ৬৮/৮১ (৩ টাই, ২ ফলাফল হয়নি)
বর্তমান বছর[7] ১/৪ (১ টাই, ০ ফলাফল হয়নি)
টি২০ বিশ্বকাপ উপস্থিতি৭ (২০০৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (২০১৪)

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

২৪ ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী

শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল উল্লেখযোগ্য সফলতা অর্জন করা শুরু করে ১৯৯০ সালের প্রথম দিকে, পরাজয় থেকে উঠে দাড়ায় বিজয়ের দিকে ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ এ। তখন থেকে, দলটি তাদের বল বজায় রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটে। শ্রীলঙ্কান ক্রিকেট দল পর পর ২০০৭২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে পৌছে গিয়েছিল। কিন্তু দুটি খেলাতেই অবশেষে তারা রানার আপ হয়েছে। সনাথ জয়াসুরিয়া (অবঃ) এবং অরবিন্দ ডি সিলভা (অবঃ) এর ব্যাটিং আর মুত্তিয়া মুরালিধরন (অবঃ) এবং চামিন্দা ভাস (অবঃ) এর বোলিংসহ আরও অনেক প্রতিভাবান ক্রিকেটারগণ, শ্রীলঙ্কান ক্রিকেট দলের গত ১৫ বছরের সফলতার ভিত্তি ছিল।

শ্রীলঙ্কা ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ, ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, (কো চ্যাম্পিয়ন ভারত) এর সাথে বিজয়ী হয়, পর পর রানার্স আপ হয় ২০০৭ সালের ক্রিকেট বিশ্ব কাপ, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০০৯ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ এর। শ্রীলঙ্কান ক্রিকেট দল বর্তমানে বেশ কিছু বিশ্বরেকর্ড ধরে রেখেছে, রেকর্ডগুলোর মধ্য রয়েছে দলের সর্বোচ্চ রান তিন ধরনের খেলাতেই, যা হলো টেষ্ট, ওডিআই এবং টুয়েন্টি২০

শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস

প্রারম্ভিক বছরগুলি

সিলন, নামেই দেশটির পরিচিতি ছিল ১৯৭২ সালের আগে, এখানে প্রথম শ্রেনীর ক্রিকেট সর্ব প্রথম খেলা হয়েছিল ১৯২৬-২৭ সনে ম্যারিলিবন ক্রিকেট ক্লাব এর সাথে নোমাডস গ্রাউন্ড, ভিকটোরিয়া পার্ক, কলম্বোতে ইনিংস হারিয়ে।[8] দলটিতে প্রথম বিজয় এসেছিল পাটিয়ালার সাথে দ্রুভ পানডভ ষ্টেডিয়াম এ ১৯৩২-৩৩ সনে।[9] সিলন নিজের দিকটা সম্পূর্ণ করেছিল এ.জে. গোপালান ট্রফি খেলার মাধ্যমে ১৯৫০ সালে দিকে, শ্রীলঙ্কার নতুন নাম পরিবর্তনের পর ১৯৭০ সালেও। শ্রীলঙ্কান ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আবির্ভূত হয় ১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ এ এবং তাদের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বিজয়ী হয় ভারতের বিপক্ষে যে কিনা জাতীয় ক্রিকেট খেলার দলটি এসেছে ১৯৭৯ ক্রিকেট বিশ্বকাপ এ। পরবর্তিতে শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে ১৯৮১ সালে টেষ্ট এর স্ট্যাটাস পায়।

টেষ্ট স্ট্যাটাস ও অন্যান্য

২০১১ পর্যন্ত, শ্রীলঙ্কান দল ২০৯ টি ম্যাচ খেলেছে, এগুলো বিজয় ২৯.৬৬%, হেরেছে ৩৫.৪১% এবং ড্র করেছে ৩৪.৯৩%।[10] নিঃসন্দেহে শ্রীলঙ্কান ক্রিকেটের সেরা সময় এসেছিল পূর্বে উল্লিখিত ১৯৯৬ বিশ্বকাপ ক্রিকেট এ, যখন তারা অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে র‌্যাংকিং এ উপরে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে খেলেছিল। শ্রীলঙ্কান খেলার ধরন ব্যাপক পরিবর্তন এনেছিল বৈপ্লবিক ভাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এ, এবং চরিত্রায়ন করা হয়েছিল তাদের প্রচন্ড আক্রমণাত্মক ওপেনার ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়া এবং রমেশ কালুভিথারানার প্রথম পনের ওভারের ইনিংস এ যাতে সুযোগের সদ ব্যবহার করতে পারে সে সময়ের কড়া ফিল্ডিং আরোপের আগেই। এই কৌশলটা নিদর্শন রেখে গেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।

শ্রীলঙ্কান ক্রিকেট ২০০৪ সালে শ্রীলঙ্কাতে হোয়াইট করে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ তে ওডিআই এ, যা ছিল দক্ষিণ আফ্রিকা দলের জন্য বড় সর্বনাশ দ্বিপার্শ্বিক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে।[11] শ্রীলঙ্কা ৫-০ তে হোয়াইট করে ২০০৬ সালে ইংল্যান্ড কে ন্যাটওয়েষ্ট সিরিজ এ, যা ছিল বড় সর্বনাশ ইংল্যান্ট দলের জন্য দ্বিপার্শ্বিক ওডিআই সিরিজে।[12] সনাথ জয়সুরিয়া হয়েছিল ম্যান অব দা সিরিজ। শ্রীলঙ্কা জিম্বাবুয়ে কেও হোয়াইট ওয়াস করেছিল ওডিআই সিরিজে ৫-০ তে, যা অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়েতে ২০০৪ এবং ২০০৮ সালে।

মাইলস্টোন

  • শ্রীলঙ্কাই একমাত্র দল যারা আইসিসি ট্রফি বিজয়ী আর তারা পরবর্তিতে ১৯৯৬ সালের বিশ্ব কাপ ক্রিকেট বিজয়ীও।
  • শ্রীলঙ্কাই একমাত্র দল যারা এশিয়া কাপ এর প্রতিটি পর্বে অংশ নিয়েছে।
  • শ্রীলঙ্কা হলো ৪র্থ দল যারা দুটি বিশ্ব কাপ ক্রিকেট এ ফাইনালে পৌছেছিল (২০০৭ এবং ২০১১), এর আগে ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৫,১৯৭৯ এবং ১৯৮৩) সালে, অস্ট্রেলিয়া (১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭) সালে, এবং ইংল্যান্ড (১৯৮৭ এবং ১৯৯২) সালে পৌছেছিল।

২০০৯ সালের গুলি করার ঘটনা

২০০৯ সালের ৩রা মার্চে, পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান দলের বহরে বন্দুক ধারী আক্রমণ করে। যাতে পাঁচ পুলিশ মারা গিয়েছিল এবং সাত জন ক্রিকেটার এবং কোচ দলের সদস্য আহত হয়েছিল।[13] দলটি ছিল গাদ্দাফি স্টেডিয়াম এ সেখানে তারা তৃতীয় দিনের দ্বিতীয় টেষ্ট এর প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনার পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কর্তৃক ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছিল। শ্রীলঙ্কা পাকিস্তান সফরে রাজি ছিল, কিন্তু ভারত তাতে রাজি হয়নি নিরাপত্বার ব্যাপারে[14]

পরিচালকবর্গ

শ্রীলঙ্কা ক্রিকেট, যা আগে ছিল শ্রীলঙ্কান ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (Board for Cricket Control in Sri Lanka-(BCCSL),হলো শ্রীলঙ্কান ক্রিকেট দলের পরিচালক। এটি শ্রীলঙ্কার ক্রিকেট দল ও অভ্যন্তরে অনুষ্ঠিত প্রথম ক্লাসের ক্রিকেট নিয়ন্তন করে। দক্ষ শ্রীলঙ্কান ক্রিকেট পরিচালনা করছে এবং নিয়ন্ত্রণ করছে স্থানীয় বড় বড় প্রতিযোগিতা: প্রথম ক্লাস টুর্নামেন্ট প্রিমিয়ার ট্রফি, লিষ্ট এ ক্রিকেট টুর্নামেন্ট প্রিমিয়ার লিমিটেড ওভার টুর্নামেন্ট এবং টুয়েন্টি২০ টুর্নামেন্ট। এ ছারাও শ্রীলঙ্কান ক্রিকেট ইন্টার-প্রভিন্সিয়াল ক্রিকেট টুর্নামেন্ট হোষ্ট এবং সংগঠিত করে থাকে, এটাতে প্রতিযোগিতা হয় পাঁচটি দলের এবং অংশ নেয় আলাদা চারটি শ্রীলঙ্কান প্রদেশ থেকে।

আন্তর্জাতিক খেলার মাঠ

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা-এ অবস্থিত
Saravanamuttu
Saravanamuttu
SSC
SSC
CCC
CCC
R. Premadasa
R. Premadasa
Tyronne Fernando
Tyronne Fernando
Galle
Galle
Asgiriya
Asgiriya
Rangiri Dambulla
Rangiri Dambulla
Pallekele
Pallekele
Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa
Welagedara
Welagedara
Locations of all international grounds in Sri Lanka

টেষ্ট

প্রথম ব্যবহার করা হয়েছে টেষ্ট ম্যাচের জন্য এমন মাঠের তালিকা

সংখ্যা ষ্টেডিয়ামের নাম স্থান ধারণ ক্ষমতা প্রথম ব্যবহার ম্যাচ সমুহ
পাইকিয়াসোথি সারাভানামুত্তু স্টেডিয়ামকলম্বো১৫,০০০১৭ই ফেব্রুয়ারি ১৯৮২১৫
আসগিরিয়া ষ্টেডিয়ামক্যান্ডি১০,৩০০২২শে এপ্রিল ১৯৮২২১
সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডকলম্বো১০,০০০১৬ই মার্চ ১৯৮৪৩৪
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড(বর্তমানে ব্যবহৃত না)কলম্বো৬,০০০২৪শে মার্চ ১৯৮৪
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামকলম্বো৩৫,০০০২৮শে আগস্ট ১৯৯২
টিরুনী ফেরনান্ডু ষ্টেডিয়াম(বর্তমানে ব্যবহৃত না)মোরাটুয়া১৫,০০০৮ই সেপ্টেম্বর ১৯৯২
গালে আন্তর্জাতিক স্টেডিয়ামগালে৩৫,০০০৩রা জুন ১৯৯৮১৭
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামপাল্লেকেলে, ক্যান্ডি৩৫,০০০১লা ডিসেম্বর ২০১০

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট

সংখ্যা ষ্টেডিয়ামের নাম স্থান ধারণ ক্ষমতা প্রথম ব্যবহার ম্যাচ সমুহ
সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডকলম্বো১০,০০০১৩ই ফেব্রুয়ারি ১৯৮২৫৯
পাইকিয়াসোথি সারাভানামুত্তু স্টেডিয়ামকলম্বো১৫,০০০১৩ই এপ্রিল ১৯৮৩১২
টিরুনী ফেরনান্ডু ষ্টেডিয়াম (বর্তমানে ব্যবহৃত না)মোরাটুয়া১৫,০০০৩১শে মার্চ ১৯৮২
আসগিরিয়া ষ্টেডিয়ামক্যান্ডি১০,৩০০২রা মার্চ ১৯৮৬
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামকলম্বো৩৫,০০০৫ই এপ্রিল ১৯৮৬১০১
গালে আন্তর্জাতিক স্টেডিয়ামগালে৩৫,০০০২৫শে জুন ১৯৯৮
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামডাম্বুলা১৬,৮০০২৩শে মার্চ ২০১১৪৩
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়ামহাম্বানটোটা৩৫,০০০২০শে ফেব্রুয়ারি ২০১১
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামপাল্লেকেলে, ক্যান্ডি৩৫,০০০৮ই মার্চ ২০১১
১০উইলাগিদারা ষ্টেডিয়াম (এখনো কোন ম্যাচ অনুষ্ঠিত হয়নি)কুরুনিগালা১০.০০০--

টুর্নামেন্ট ইতিহাস

টেমপ্লেট:শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল টুর্নামেন্ট ইতিহাস

বর্তমান দল

  • এস/এন: শার্ট নাম্বার
নাম বয়স ব্যাটিং ষ্টাইল বলিং ষ্টাইল আভ্যন্তরিন দল ফর্ম এস/এস
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং উইকেট কিপার ব্যাট্সমেন
দিনেশ চান্দিমাল৩৩ডান হাতি ব্যাটিংনর্দেসসক্রিপ্টটেষ্ট, ওডিআই, টুয়েন্টি২০১৭
ওয়ানডে অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান
উপুল থারাঙ্গা৩৮বাঁ হাতি ব্যাটিংনর্দেসসক্রিপ্টওডিআই, টুয়েন্টি২০৪৪
ওপেনিং ব্যাটসম্যান
লাহিরো থিরিমানি৩৩বাঁ হাতি ব্যাটিংরাগামাটেষ্ট, ওডিআই৬৬
মিডল-অর্ডার ব্যাটসম্যান
চামারা কাপুগিদেরা৩৬ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম মেডিয়ামকলম্বোওডিআই, টুয়েন্টি২০১৬
ভানুকা রাজাপক্ষ৩১বাঁ হাতি ব্যাটিংপাঞ্জাব কিংসটেষ্ট, টুয়েন্টি২০৫৬
উইকেট-কিপার ব্যাটসম্যান
কুশল পেরেরা৩২বাঁ হাতি ব্যাটিংকলম্বোটেষ্ট, টুয়েন্টি২০০৮
কুশল মেন্ডিস২৮ডান হাতি ব্যাটিংকলম্বোটেষ্ট, টুয়েন্টি২০১৩
অল রাউন্ডার
ফারভেজ মাহারুফ৩৮ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামনর্দেসসক্রিপ্টওডিআই২৮
সচিত্র সেনানায়াকে৩৮ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম অফ-ব্রেকসিংহলিওডিআই৫২
কোশালা কুলাসিকারা৩৭ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামনর্দেসসক্রিপ্টওডিআই
জিহান রুপাসিনগি৩৭বাঁ হাতি ব্যাটিংরাইট-আর্ম লেগ-ব্রেকতামিল ইউনিয়নটুয়েন্টি২০
অ্যাঞ্জেলো ম্যাথিউস৩৫ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম মেডিয়ামকোল্টসওডিআই, টুয়েন্টি২০৬৯
থিশাসা পিরেরা৩৪বাঁ হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামকোল্টসটেষ্ট, ওডিআই, টুয়েন্টি২০০১
দানুষ্কা গুণতিলকা৩২বাঁ হাতি ব্যাটিংরাইট-আর্ম অফ-ব্রেকসিংহলিওডিআই, টুয়েন্টি২০৭০
দুষ্মন্ত চামিরা৩১ডান হাতি ব্যাটিংডান হাতি ফাস্টনন্দেস্ক্রিপ্টস , লখনউ সুপার জায়ান্টসটেষ্ট, ওডিআই, টুয়েন্টি২০০৫
আকিলা দানঞ্জয়া২৯বাঁ হাতি ব্যাটিংরাইট-আর্ম অফ-ব্রেককোল্টসওডিআই, টুয়েন্টি২০০৪
ওয়ানিদু হাসারাঙ্গা২৫ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম লেগ-ব্রেকরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরওডিআই, টুয়েন্টি২০৪৯
পেস বলার
নুয়ান কুলাসিকারা৪০ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামকোল্টসটেষ্ট, ওডিআই, টুয়েন্টি২০৯২
লাসিথ মালিঙ্গা৩৯ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম মেডিয়ামনর্দেসসক্রিপ্টওডিআই, টুয়েন্টি২০৯৯
শামিন্দা ইরাঙ্গা৩৬ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামছিলোওটেষ্ট, ওডিআই২২
নুয়ান প্রদীপ৩৬ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামসিংহলিটেষ্ট, ওডিআই৬৩
সুরঙ্গা লকমল৩৬ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামতামিল ইউনিয়নটেষ্ট, ওডিআই৮২
ইসুরু উদানা৩৫ডান হাতি ব্যাটিংবাঁ হাতি-আর্ম মেডিয়াম ফাস্টতামিল ইউনিয়নটুয়েন্টি২০৬১
স্পিন বলার্স
অজন্তা মেন্ডিস৩৮ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম অফ-ব্রেক, লেগ -ব্রেকশ্রীলঙ্কা আর্মিটেষ্ট, ওডিআই, টুয়েন্টি২০৪০
সুরাজ রান্দিভ৩৮ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম অফ-ব্রেকব্লোমফিল্ডটেষ্ট, ওডিআই, টুয়েন্টি২০৮৮
সিকুগ প্রসান্ন৩৭ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম লেগ- ব্রেকশ্রীলঙ্কা আর্মিটেষ্ট, ওডিআই০৬
মহেশ থেকশান ২২ রাইট-আর্ম অফ-ব্রেক চেন্নাই সুপার কিংস ওডিআই, টুয়েন্টি২০ ৬১

মানচিত্রে

পরিসংখ্যান

আরও দেখুন

  • শ্রীলঙ্কান ক্রিকেট
  • শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেট সিরিজের তালিকা

তথ্যসূত্র

  1. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  2. "Records / Test matches / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  3. "Records / 2023 / Test matches / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  4. "Records / One-Day Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  5. "Records / 2023 / One-Day Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  6. "Records / Twenty20 Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  7. "Records / 2023 / Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  8. "Ceylon v Marylebone Cricket Club in 1926/27"CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৬
  9. "Patiala v Ceylon in 1932/33"CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৬
  10. Cricinfo Test Team Records page retrieved on 11 May 2010
  11. South Africa in Sri Lanka ODI Series 2004
  12. Wisden - England v Sri Lanka, 2006
  13. "Profiles of injured Sri Lanka party members"। BBC Sport website। ৩ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৩
  14. "Police dead, players hurt in Sri Lankan cricket ambush"The Daily Telegraph (Australia)। ২০০৯-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৩
  15. "One-Day Internationals / Team records"। Cricinfo.com।
  16. "Sri Lanka Test Career Batting"। Cricinfo।
  17. "Sri Lanka Test Career Bowling"। Cricinfo।
  18. "Test matches / Team records"। Cricinfo.com।
  19. "Sri Lanka ODI Career Batting"। Cricinfo।
  20. "Sri Lanka ODI Career Bowling"। Cricinfo।
  21. "Sri Lanka Twenty20 Internationals Career Batting"। Cricinfo।
  22. "Sri Lanka Twenty20 Internationals Career Bowling"। Cricinfo।
  23. "Twenty20 Internationals / Team records"। Cricinfo.com।

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.