অস্ট্রিয়ার সমাজবাদী গণতন্ত্রী পার্টি

অস্ট্রিয়ার সমাজবাদী গণতন্ত্রী পার্টি (Sozialdemokratische Partei Österreichs) অস্ট্রিয়ার একটি সমাজবাদী গণতন্ত্রী রাজনৈতিক দল।[1] এই দলটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।[2]

দলটির নেতা হলেন Alfred Gusenbauer

দলটির তরুণ সংগঠন হল Sozialistische Jugend Österreich ।

২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১ ৭৯২ ৪৯৯ ভোট পেয়েছিল (৩৬.৫১%, ৬৯টি আসন) ।

২০০৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী Heinz Fischer ২ ১৬৬ ৬৯০ ভোট (৫২.৪%) পেয়ে জয়লাভ করেন।

ইউরোপীয় পার্লামেন্টে এই দলের ৭টি আসন রয়েছে।

দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।

তথ্যসূত্র

  1. Dimitri Almeida (২৭ এপ্রিল ২০১২)। The Impact of European Integration on Political Parties: Beyond the Permissive Consensus। CRC Press। পৃষ্ঠা 71। আইএসবিএন 978-1-136-34039-0। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৩
  2. "Sozialdemokratische Partei Österreichs"ParlGov Database। Holger Döring and Philip Manow। ৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.