যৌনবাহিত রোগ

যৌনবাহিত রোগ (ইংরেজি: sexually transmitted disease বা STD) হল সেসব সংক্রামক রোগ যেগুলো সাধারণত যোনীমৈথুন, মুখমেহন, পায়ুমৈথুনসহ নানাবিধ যৌনকর্মের মাধ্যমে বিস্তার লাভ করে।[1] একে সংক্ষেপে এসটিডি (STD) উল্লেখ করা হয়। এছাড়াও একে যৌনবাহিত সংক্রমণ (sexually transmitted infections বা STI) অথবা যৌনব্যাধি (venereal diseases বা VD) নামেও অভিহিত করা হয়। চিকিৎসা শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ ডেভিডসন যৌনসংক্রমণে বিভিন্ন মানব অঙ্গপ্রত্যঙ্গের নাম বর্ণনা করা হয়েছে।

"STIs are a group of contagious conditions whose principal mode of transmission is by intimate sexual activity involving the moist mucous membranes of the penis, vulva, vagina, cervix, anus, rectum, mouth and pharynx along with their adjacent skin surfaces."

যৌনবাহিত রোগ
বিশেষত্বসংক্রামক রোগ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

উল্লেখযোগ্য কিছু যৌনবাহিত রোগের নাম হলোঃ

  1. সিফিলিস(syphilis) বা ফিরিঙ্গি রোগ
  2. গনোরিয়া(Gonorrhoea) বা বিষমেহ
  3. ক্ল্যামাইডিয়া (Chlamydia)
  4. ট্রাইকোমোনিয়াসিস(Trichomoniasis)
  5. জেনিটাল হার্পিস (Genital herpes)
  6. জেনিটাল ওয়ার্টস (Genital warts)
  7. হেপাটাইটিস বি এবং সি (Hepatitis B & C)
  8. এইডস (এইচ আইভির জীবাণু)
  9. চ্যানক্রয়েড (Chancroid)
  10. গ্রানুলোমা ইনগুইনাল (granuloma inguinale)
  11. লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম (lymphogranuloma venereum)[2]

একে যৌন বহনযোগ্য রোগ বলা অধিক যুক্তিযুক্ত কারণ এসব রোগের কিছুসংখ্যক রোগ অন্যান্য প্রক্রিয়াতেও ছড়ায় (যেমন এইচআইভি)।

কিছু সাধারণ যৌনরোগের জীবাণুর নামঃ

  1. গনোরিয়া - Neisseria gonorrhoea.
  2. সিফিলিস - Treponema pallidum.
  3. জেনিটাল হার্পিস - Herpes simplex(type 2)
  4. এইডস -HIV virus
  5. দীর্ঘদিনের যকৃতের প্রদাহ -Hepatitis B & C virus
  6. জেনিটাল ওয়ার্টস - Human papilloma virus.[3]

তথ্যসূত্র

  1. Patrick R. Murray, Ken S. Rosenthal, Michael A. Pfaller, (২০১৩)। Medical microbiology (7th ed. সংস্করণ)। St. Louis, Mo.: Mosby। পৃষ্ঠা 418। আইএসবিএন 9780323086929।
  2. Organization, World Health (২০০৩)। Guidelines for the management of sexually transmitted infections (পিডিএফ)। Geneva: World Health Organization। পৃষ্ঠা vi। আইএসবিএন 9241546263।
  3. "Sexually transmitted infections (STIs) Fact sheet N°110"who.int। নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.