সৌদি আরব জাতীয় ফুটবল দল

সৌদি আরব জাতীয় ফুটবল দল (আরবি: المنتخب العربي السعودي لكرة القدم, ইংরেজি: Saudi Arabia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সৌদি আরবের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সৌদি আরবীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৭ সালের ১৮ই জানুয়ারি তারিখে, সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত সৌদি আরব এবং লেবাননের মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

সৌদি আরব
ডাকনামالأخضر (সবুজ)
الصقور الخضر (সবুজ ফ্যালকন)
অ্যাসোসিয়েশনসৌদি আরবীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচএর্ভে রেনার
অধিনায়কসালমান আল-ফরজ
সর্বাধিক ম্যাচমুহাম্মদ আল-দিয়ায়া (১৭৮)[1]
শীর্ষ গোলদাতামাজিদ আব্দুল্লাহ (৭২)[2]
মাঠবিভিন্ন
ফিফা কোডKSA
ওয়েবসাইটwww.saff.com.sa
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৪৯ ৪ (৩১ মার্চ ২০২২)[3]
সর্বোচ্চ২১ (জুলাই ২০০৪)
সর্বনিম্ন১২৬ (ডিসেম্বর ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৫৪ ১০ (৩০ এপ্রিল ২০২২)[4]
সর্বোচ্চ২৭ (নভেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১১২ (অক্টোবর ১৯৭৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 লেবানন ১–১ সৌদি আরব 
(বৈরুত, লেবানন; ১৮ জানুয়ারি ১৯৫৭)
বৃহত্তম জয়
 পূর্ব তিমুর ০–১০ সৌদি আরব 
(দিলি, পূর্ব তিমুর; ১৭ নভেম্বর ২০১৫)
বৃহত্তম পরাজয়
 সংযুক্ত আরব প্রজাতন্ত্র ১৩–০ সৌদি আরব 
(কাসাব্লাঙ্কা, মরক্কো; ৩ সেপ্টেম্বর ১৯৬১)
বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৯৪-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (১৯৯৪)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১০ (১৯৮৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮৪, ১৯৮৮, ১৯৯৬)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (২০১২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১২, ২০১৪, ২০১৯)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ৪ (১৯৯২-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৯২)

আল আখদার নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এর্ভে রেনার এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আল হিলালের মধ্যমাঠের খেলোয়াড় সালমান আল-ফরজ

সৌদি আরব এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৪ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা সুইডেনের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে সৌদি আরব অন্যতম সফল দল, যেখানে তারা ৩টি (১৯৮৪, ১৯৮৮ এবং ১৯৯৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, সৌদি আরব ১৯৯২ কিং ফাহাদ কাপে রানার-আপ হয়েছে; যেখানে তারা আর্জেন্টিনার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

মুহাম্মদ আল-দিয়ায়া , সামি আল-জাবির, মুহাম্মদ আল-খিলাইউই, মোহাম্মদ আল-সাহলাউই এবং তাইসির আল-জাসিমের মতো খেলোয়াড়গণ সৌদি আরবের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৪ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সৌদি আরব তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২১তম) অর্জন করে এবং ২০১২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সৌদি আরবের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২৭তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১১২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[3]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪৭  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১৪৪৯.৪৮
৪৮  রোমানিয়া১৪৪৬.৫৪
৪৯  সৌদি আরব১৪৪৪.৬৯
৫০  প্যারাগুয়ে১৪৪৩.৩
৫১  কাতার১৪৪১.৪১
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[4]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫২  রোমানিয়া১৬৫৫
৫৩ ১২  নাইজেরিয়া১৬৪৬
৫৪  বলিভিয়া১৬৩৪
৫৪ ১০  সৌদি আরব১৬৩৪
৫৬ ১৬  ক্যামেরুন১৬৩১

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮উত্তীর্ণ হয়নি
১৯৮২১০১৬
১৯৮৬
১৯৯০১১
১৯৯৪১৬ দলের পর্ব১২তম১১২৮
১৯৯৮গ্রুপ পর্ব২৮তম১৪২৬
২০০২গ্রুপ পর্ব৩২তম১২১৪১১৪৭
২০০৬গ্রুপ পর্ব২৮তম১২১০২৪
২০১০উত্তীর্ণ হয়নি১৫২৫১৫
২০১৪১৪
২০১৮গ্রুপ পর্ব২৬তম১৮১২৪৫১৪
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট১৬ দলের পর্ব৫/২৩১৬১১১১৩৯১২০৬৯২৯২২২৩৭৯৫

তথ্যসূত্র

  1. "FIFA Century Club" (পিডিএফ)Fifa.com। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬
  2. "Majed Abdullah"RSSSF
  3. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  4. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.