সালিফ সানে

সালিফ সানে (জন্ম: ২৫ আগস্ট ১৯৯০) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব হ্যানোভার ৯৬ এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[2]

সালিফ সানে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-08-25) ২৫ আগস্ট ১৯৯০
জন্ম স্থান লরমোন্ত, ফ্রান্স
উচ্চতা ১.৯৪ মিটার (৬ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
হ্যানোভার ৯৬
জার্সি নম্বর ২০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১২ বোরদু (০)
২০১১–২০১২ন্যান্সি (ধার) ৩২ (২)
২০১১–২০১২ন্যান্সি বি (ধার) (০)
২০১২–২০১৩ ন্যান্সি ৩৪ (৩)
২০১২–২০১৩ ন্যান্সি বি (০)
২০১৩– হ্যানোভার ৯৬ ১২৭ (১২)
২০১৩–২০১৪হ্যানোভার ৯৬ ২ (ধার) ১৩ (২)
জাতীয় দল
২০১৩– সেনেগাল[1] ১৪ (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করার সত্ত্বেও, সেনেগালের হতে আন্তর্জাতিক পর্যায়ে খেলেন।

প্রারম্ভিক জীবন

সানে ফ্রান্সের লরমোন্তে জন্মগ্রহণ করেছেন। তার বাবা-মা হচ্ছেন সেনেগালের বংশোদ্ভূত।[2] তার বড় ভাই হচ্ছেন আরেকজন ফুটবলার, লামিন সানে[2]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের সেনেগাল দলে স্থান পান।[3]

তথ্যসূত্র

  1. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "সালিফ সানে"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান।
  2. "Revealed: Every World Cup 2018 squad - 23-man & preliminary lists & when will they be announced?"Goal। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮

টেমপ্লেট:Hannover 96 squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.