সাঈদ আজমল

সাঈদ আজমল (পাঞ্জাবি, উর্দু: سعید اجمل; জন্ম: ১৪ অক্টোবর, ১৯৭৭) পাকিস্তানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। তিনি ডানহাতি অফ-স্পিন বোলিং করেন ও ডানহাতে ব্যাটিং পরিচালনা করে থাকেন। তার কার্যকরী দোসরা এবং অন্যান্য ভঙ্গীমায় বোলিং পাকিস্তানকে জয়লাভে সহায়তা করে থাকে। আধুনিক ক্রিকেট বিশ্বে তাকে অন্যতম 'সেরা স্পিনার' হিসেবে পরিচিতি লাভ করে আসছেন।

সাঈদ আজমল
سعید اجمل
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসাঈদ আজমল
জন্ম (1977-10-14) ১৪ অক্টোবর ১৯৭৭
ফয়সালাবাদ, পাঞ্জাব, পাকিস্তান
ডাকনামসাঈদ ভাই, দ্য ম্যাজিশিয়ান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৫)
৪ জুলাই ২০০৯ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৩ ফেব্রুয়ারি ২০১২ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭১)
২ জুলাই ২০০৮ বনাম ভারত
শেষ ওডিআই৬ জানুয়ারি ২০১৩ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯-বর্তমানজারাই তারাকিয়াতি ব্যাংক লিঃ
১৯৯৬-বর্তমানফয়সালাবাদ
২০০০-০৭খান রিসার্চ ল্যাবরেটরিজ
২০০১-০২ইসলামাবাদ
২০১১ওরচেস্টারশায়ার
২০১২ঢাকা গ্ল্যাডিয়েটর্স
২০১২-বর্তমানঅ্যাডিলেড স্ট্রাইকার্স
২০১৩বরিশাল বার্নার্স
২০০৫-বর্তমানফয়সালাবাদ ওল্‌ভস
২০০৩-বর্তমানহ্যাম্পশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ এফসি
ম্যাচ সংখ্যা ৩২ ১০৫ ৫৯ ১২২
রানের সংখ্যা ৪২৮ ৩০৭ ৯০ ১,৪৩২
ব্যাটিং গড় ১১.২৬ ৭.৩০ ৯.০০ ১১.৮৩
১০০/৫০ ০/১ ০/০ ০/০ ০/৩
সর্বোচ্চ রান ৫০ ৩৩ ২১* ৫৩
বল করেছে ১০,২৪৩ ৫,৫৬৭ ১,৩২০ ২৭,৮৮৬
উইকেট ১৬৪ ১৭১ ৮১ ৪৬৯
বোলিং গড় ২৭.২৫ ২২.৪৯ ১৭.০২ ২৬.৮১
ইনিংসে ৫ উইকেট - ৩০
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৭/৫৫ ৫/২৪ ৪/১৯ ৭/৫৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১১/ ২৩/ ৯/ ৪০/
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১২ জানুয়ারি ২০১৩

২০০৯ সালে সন্দেহজনক বোলিং ভঙ্গীমার দায়ে অভিযুক্ত হন। পরবর্তীতে অবশ্য এ দায় থেকে মুক্তি পান।

অভ্যন্তরীণ ক্রিকেট

২০০৫ সালে ফয়সালাবাদ ক্রিকেট দলের পক্ষ হয়ে ঘরোয়া ক্রিকেটে এবিএন-আম্রো টুয়েন্টি-২০ কাপ জয়ে ভূমিকা রাখেন। এছাড়াও, খান রিসার্চ ল্যাবরেটরিজ ও ইসলামাবাদ দলের হয়েও খেলেছেন।

২০১২ সালে বিগ ব্যাশ লীগ প্রতিযোগিতায় অ্যাডিলেড স্ট্রাইকার্স দলের পক্ষে চুক্তিবদ্ধ হন।

খেলোয়াড়ী জীবন

ত্রিশ বছর বয়সে পাকিস্তান দলের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান। এর এক বছর পর টেস্টে অভিষেক হন। এরপর ২০০৯ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় পাকিস্তানকে শিরোপা লাভে সহায়তা করেন। নভেম্বর, ২০১১ সাল থেকে সাঈদ আজমল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রণীত আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিংয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থানীয় বোলার হিসেবে প্রথম স্থানে রয়েছেন। এছাড়া, টি২০ ক্রিকেটেও তিনি শীর্ষস্থানে রয়েছেন। বর্তমানে টেস্ট ক্রিকেটের বোলিং বিভাগে তার অবস্থান তৃতীয়।[1]

২৮ জানুয়ারি, ২০১২ তারিখে নিজস্ব ২০তম টেস্টে সবচেয়ে দ্রুততম সময়ে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন।[2] এছাড়াও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৭১ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন।[3]

বোলিং রেকর্ড

প্রধান

  • তারিখ – ম্যাচ শুরু হওয়ার তারিখ, টেস্ট ম্যাচ শুরুর তারিখ
  • ওভার – ইনিংসে ওভারের সংখ্যা
  • রান – রান দিয়েছেন
  • উইকেট – উইকেট নিয়েছেন
  • ব্যাটসমান – পাঁচ উইকেট নেওয়া ব্যাটসম্যানদের উইকেট
  • ইকোনমি – বোলিং ইকোনমি (গড়)
  • ইনিংস – পাঁচ উইকেট নেওয়া ইনিংসের সংখ্যা
  • ফলাফল – ম্যাচে পাকিস্তান দলের ফলাফল
  • ছুরি – সাঈদ আজমলের ম্যান অব দ্য ম্যাচ নির্ধারণ
  • * – ম্যাচে ১০ এবং আরও বেশি উইকেট

টেস্টে ৫ উইকেট লাভ

সাঈদ আজমলের টেস্টে ৫ উইকেটের তালিকা
নম্বর তারিখ মাঠ বিরুদ্ধে ইনিংস ওভার রান উইকেট ইকোনমি ব্যাটসম্যান ফলাফল
৬ আগস্ট ২০১০এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড ইংল্যান্ড২৬.১৮২ ৩.১৩ হার[4]
১২ মে ২০১১*প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা ওয়েস্ট ইন্ডিজ৩৩৬৯ ২.০৯ হার[5]
১২ মে ২০১১*প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা ওয়েস্ট ইন্ডিজ২৩.৫৪২ ১.৭৬ হার[5]
২৬ অক্টোবর ২০১১ছুরিদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই, শ্রীলঙ্কা৩০.৫৬৮ ২.২০ জয়ী[6]
১৭ জানুয়ারি ২০১২ছুরি*দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই, ইংল্যান্ড২৪.৩৫৫ ২.২৪ জয়ী[7]
২২ জুন ২০১২গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা৪৬১৪৬ ৩.১৭ হার[8]
১৩ ফেব্রুয়ারি ২০১৩নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন দক্ষিণ আফ্রিকা৪২৯৬ ২.৪৮ হার[9]
৩ সেপ্টেম্বর ২০১৩হারারে স্পোর্টস ক্লাব, হারারে জিম্বাবুয়ে৩২.২৯৫ ২.৯২ জয়ী[10]
২৩ অক্টোবর ২০১৩দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই দক্ষিণ আফ্রিকা৫৫.৫১৫১ ২.৭০ জয়ী[11]

ম্যাচে ১০ উইকেট গ্রহণ

ক্রমিক তারিখ মাঠ বিরুদ্ধে ম্যাচ রান উইকেট ফলাফল
১২ মে ২০১১ছুরিপ্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা ওয়েস্ট ইন্ডিজ১০১১১ ১১ হার[5]
১৭ জানুয়ারি ২০১২দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই, ইউএই ইংল্যান্ড১৮৯৭ ১০ জয়ী[7]
১৪ ফেব্রুয়ারি ২০১৩কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা২৫১৪৭ ১০ হার[9]
৩ সেপ্টেম্বর ২০১৩হারারে স্পোর্টস ক্লাব, হারারে জিম্বাবুয়ে২৭১১৮ ১১ জয়ী[10]

একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেট

সাঈদ আজমলের ৫ উইকেট শিকারের তালিকা
নম্বর তারিখ মাঠ বিরুদ্ধে ইনিংস ওভার রান উইকেট ইকোনমি ব্যাটসম্যান ফলাফল
১৩ ফেব্রুয়ারি ২০১২শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি ইংল্যান্ড১০৪৩ 5 ৪.৩০ হার[12]
৬ জানুয়ারি ২০১৩ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি ভারত৯.৪২৪ ২.৪৮ হার[13]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Sachin Tendulkar gains one place in ICC Test rankings"। ২৬ জুন ২০১২।
  2. Rehman stuns England to give Pakistan series, ESPNCricinfo, ২৮ জানুয়ারি ২০১২, সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২
  3. T20I-Most wickets in career, ESPNCricinfo, ২ অক্টোবর ২০১২, সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১২
  4. "England in Pakistan ODI Series 2000/01 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  5. "Pakistan in West Indies Test Series – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  6. "Pakistan in Sri Lanka Test Series – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  7. "Pakistan v England Test Series – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১২
  8. "Sri Lanka v Pakistan at Galle, Jun 22–26, 2012 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১২
  9. "Pakistan tour of South Africa, 2012/13 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  10. "Pakistan tour of Zimbabwe, 2013 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  11. "Pakistan v South Africa at Dubai, 2013/14 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  12. "Pakistan v England ODI Series – 1st ODI"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২
  13. "Pakistan tour of India, 2012/13 – 3rd ODI"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.