সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)

সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) (এসইউসিআই (সি)) ভারতের একমাত্র বিপ্লবী কমিউনিস্ট পার্টি। ১৯৪৮ সালে শিবদাস ঘোষ এই পার্টি স্থাপন করেন।

সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
মহাসচিবপ্রভাস ঘোষ
প্রতিষ্ঠা১৯৪৮
সদর দপ্তর৪৮, লেনিন সরণি, কলকাতা – ৭০০ ০১৩

২২°৩৩′৪৯.৯″ উত্তর ৮৮°২১′২০.১″ পূর্ব
সংবাদপত্রগণদাবী (বাংলা), প্রলেতারিয়েত এরা (ইংরেজি), সর্বহারা দৃষ্টিকোণ (হিন্দি), ইউনিটি (মালয়ালম), কর্মিকা দৃষ্টিকোণ (কন্নড়), সর্বহারাক্রান্তি (ওড়িয়া), সোশ্যালিস্ট ভিপ্লভম (তেলেগু), পাট্টালি চিন্তনই (তামিল)
ছাত্র শাখাঅল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন
যুব শাখাঅল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গ্যানাইজেশন
মহিলা শাখাসর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠন
শ্রমিক শাখাঅল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার
কৃষক শাখাসর্বভারতীয় কৃষক খেত মজদুর সংগঠন
মতাদর্শকমিউনিজম, মার্কসবাদ-লেনিনবাদ, শিবদাস ঘোষের আদর্শ
জোটস্বাধীন
লোকসভায় আসননেই
রাজ্যসভায় আসননেই
ওয়েবসাইট
এসইউসিআইকমিউনিস্ট.ওআরজি, কেরালা.এসইউসিআইকমিউনিস্ট.ওআরজি
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল

মতাদর্শ

এসইউসিআই (সি) হচ্ছে ভারতের একমাত্র বিপ্লবী কমিউনিস্ট পার্টি[1] এই সংগঠনটি শিবদাস ঘোষ প্রতিষ্ঠিত মার্কসবাদী-লেনিনবাদী লাইন অনুসরণ করে। এই দলটি গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকাকে সংশোধনবাদ হিসেবে বর্জন করে এবং কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস, ভ্লাদিমির লেনিন, ইওসিফ স্তালিন, মাও সেতুং এবং শিবদাস ঘোষের শিক্ষাকে তুলে ধরার দাবি করে।[2]

এসইউসিআই (সি) মনে করে যে ভারত একটি পুঁজিবাদী দেশ যেখানে পুঁজির একাধিকার এবং সাম্রাজ্যবাদী প্রবণতা আছে। এই মতাদর্শের অবলম্বনে পার্টি সমাজবাদী বিপ্লবের জন্য কাজ করে এবং জনতার গণতান্ত্রিক বিপ্লব (যেটি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বিশ্বাস করে), রাষ্ট্রীয় গণতান্ত্রিক বিপ্লব (যেটি ভারতের কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে) এবং নতুন গণতান্ত্রিক বিপ্লব (যেটি নকশাল বিশ্বাস করে) মানে না।[3]

এসইউসিআই (সি) নিজেদের পার্টির কর্মীর, গণসংস্থার কর্মীর, সমর্থকদের মার্ক্সবাদ-লেনিনবাদের-শিবদাস ঘোষের পড়াশুনো তথা ব্যবহারিক প্রয়োগ দ্বারা গুণগত উন্নয়নে বিশ্বাসী। নিজেদের প্রকাশনের মাধ্যমে এসইউসিআই (সি) সর্বহারার সংস্কৃতি মাপদণ্ড তুলে ধরে, যেটি কর্মীদের মধ্যে থাকা দরকার সমাজবাদী বিপ্লবে জনগণকে পথ দেখানোর জন্য।

এসইউসিআই নিজের প্রথম সম্মেলন (পার্টি কংগ্রেস) অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে কলকাতায়। দ্বিতীয়টি হয় ১১-১৭ নভেম্বর ২০০৯ সালে, নয়া দিল্লির রামলীলা ময়দানে। দেশের ২২টি রাজ্যের হাজারো কর্মী এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং অনেক বিদেশি দেশ এই সম্মেলনটি পর্যবেক্ষণ করে। এই দ্বিতীয় সম্মেলনে পার্টির এখনকার মতাদর্শ স্থাপিত করা হয়[4][5][6] এবং পার্টির নাম সোশালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে বদল করে সোশালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) রাখা হয়।[7]

গণদাবী

সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)-এর বাংলা মুখপত্র হল গণদাবী। এটি একটি সাপ্তাহিক পত্রিকা যা ১৯৪৭ সাল হতে স্বাধীনতার পর থেকে প্রকাশিত হচ্ছে। বর্তমান সম্পাদক মানিক মুখার্জী।

তথ্যসূত্র

  1. Why SUCI is the only genuine communist party in India
  2. "A brief introduction to the Socialist Unity Centre of India"। ২৯ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৫
  3. SUCI critique on Naxal movement
  4. India Vision News Clip about SUCI's 2nd Party Congress (In Malayalam)
  5. India Vision News Clip – SUCI Party Congress inauguration (in Malayalam)
  6. News&contentId=6269200&tabId=11&BV_ID=@@@ Nihar Mukherjee again elected as SUCI's General Secretary "(In Malayalam)"
  7. SUCI rechristens itself as SUCI (Communist)

টেমপ্লেট:Indian political parties

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.