পরেশ মাইতি

পরেশ মাইতি (জন্ম ১৯৬৫) একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।[1]

পরেশ মাইতি
জন্ম১৯৬৫ (বয়স ৫৭৫৮)
তমলুক, পশ্চিমবঙ্গ, ভারত
পরিচিতির কারণচিত্রশিল্প, ভাস্কর্যশিল্প, আলোকচিত্রশিল্প এবং চলচ্চিত্র নির্মাণ
ওয়েবসাইটpareshmaity.in

পরেশ মাইতির বাড়ি তমলুকে, তিনি কলকাতা গর্ভমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন। ছবি আকার পাশাপাশি তিনি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মান করেছেন। তার স্ত্রী জয়শ্রী মাইতিও একজন শিল্পী।[2] ২০১৪ সালে ভারত সরকার তাকে সে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেয় যার নাম পদ্মশ্রী।[3]

তথ্যসূত্র

  1. "Jehangir Art Gallery opens doors for Maity show"The Times of India। ২ নভেম্বর ২০০৯।
  2. "তমলুক থেকে নিউ ইয়র্ক"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৮
  3. "Padma Awards Announced"। Press Information Bureau, Ministry of Home Affairs। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.