কেন্দ্রীণ সংযোজন

কেন্দ্রীণ/অষ্টিকীয়/কেন্দ্রিকীয় সংলয়ন (ইংরেজি ভাষায়: Nuclear fusion) বা নিউক্লীয় সংযোজন/নিউক্লীয় ফিউশন একধরনের কেন্দ্রীণ/অষ্টকীয় বিক্রিয়া যাতে দুটি হাল্কা পারমাণবিক নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস/অষ্টিকা বিপুল পরিমাণ শক্তি তৈরি করে।

ফিউশানের মাধ্যমে শক্তি উৎপাদনে সবচেয়ে সম্ভাবনাময় হলো ডিউটেরিয়াম-ট্রিটিয়াম(ডি-টি) নিউক্লীয় ফিউশান বিক্রিয়া।

নিউক্লীয় ফিশন(অষ্টিকীয় বিভাজন/বিভঞ্জন) বিক্রিয়াসমূহে একটা বড় অষ্টিকাকে ভাঙার জন্য একটি নিউট্রন/নিষ্ক্রকণ(নিষ্ক্রিয় + কণা) ব্যবহার করা হয়, কিন্তু অষ্টিকীয় সংলয়ন ক্রিয়ায় বিক্রিয়াকারী অষ্টিকাদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটাতে হয়। উভয়েই ধনাত্মক আধান যুক্ত হওয়ায় নিউক্লিয়াসদ্বয়ের মধ্যে শক্তিশালী বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে, যা অতিক্রম করা যায় কেবলযদি অষ্টিকাদ্বয়ের গতিশক্তি হয় অনেক বেশি। এই উঁচু গতিশক্তি অর্জন করতে প্রয়োজন হয় উচ্চতাপমাত্রার যা ১ কোটি কেলভিন-এর কাছাকাছি। যেহেতু নিউক্লীয় আধান অর্থাৎ,পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় গতিশক্তির মানও বাড়তে থাকে, কাজেই নিচু পারমাণবিক-সংখ্যা'র নিউক্লিয়াস নিয়ে বিক্রিয়া করাটা সবচেয়ে সোজা। অবশ্য এহেন উঁচু তাপমাত্রায় সংলয়ন বিক্রিয়াগুলি স্বয়ংসম্পূর্ণ(Self-sustaining) হয়; এই তাপমাত্রায় বিক্রিয়কসমূহ প্লাজমা/অবয়োম(অব+যু+মন) অবস্থায় বিরাজ করে(অর্থাৎ, অষ্টিকাগুলি এবং মুক্ত ইলেকট্রনগুলি/বিদ্যুৎকণগুলি আলাদা আলাদা থাকে) যেখানে নিউক্লিয়াসগুলির উচ্চ গতিশক্তি তাদের মধ্যকার স্থির-তাড়িতিক(Electrostatic) বিকর্ষণ বলকে অতিক্রম করতে পারে। ফিউশন বোমা(নিউক্লীয় অস্ত্র দেখুন) এবং নক্ষত্র এমনি করে শক্তি উৎপাদন করে থাকে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.