নাভেদ আঞ্জুম
নাভেদ আঞ্জুম (উর্দু: نوید انجم; জন্ম: ২৭ জুলাই, ১৯৬৩) পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি কোচ ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।[1][2][3] ১৯৮০-এর দশকের শুরুরদিক থেকে শুরু করে ১৯৯০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | নাভেদ আঞ্জুম | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৭ জুলাই, ১৯৬৩ লাহোর, পাঞ্জাব, পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার, কোচ | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১১৩) | ২৩ নভেম্বর ১৯৮৯ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২৬ অক্টোবর ১৯৯০ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৪৮) | ২৬ মার্চ ১৯৮৪ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৩০ ডিসেম্বর ১৯৯২ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ জানুয়ারি ২০২১ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে লাহোর দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন।
খেলোয়াড়ী জীবন
১৯৭৯-৮০ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত নাভেদ আঞ্জুমের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে ও তেরোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন নাভেদ আঞ্জুম। ২৩ নভেম্বর, ১৯৮৯ তারিখে ফয়সলাবাদে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৬ অক্টোবর, ১৯৯০ তারিখে একই মাঠে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
অবসর
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। পাকিস্তান ক্রিকেট বোর্ডে যুক্ত হন। ২০০১ সালে কানাডায় অনুষ্ঠিত আইসিসি ট্রফি প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন।
এরপূর্বে ফয়সলাবাদ রিজিওন্যাল দলকে প্রশিক্ষণ দেয়াসহ বিশেষ প্রাধিকারপ্রাপ্ত ফয়সলাবাদ উল্ভস দলকেও প্রশিক্ষণ দেন। বর্তমানে তিনি মুলতান রিজিওন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র
- List of Pakistan Test Cricketers
- "Pakistan – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- "Pakistan – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে নাভেদ আঞ্জুম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে নাভেদ আঞ্জুম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)