শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) হল ভারতের চলচ্চিত্র অভিনেত্রীদের জন্য সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। এটি প্রাতিষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রজত কমল পুরস্কার নামে পরিচিত। ভারত সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ১৯৬৮ সাল থেকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের মুখ্য অভিনেত্রী চরিত্রে সেরা কাজের জন্য এই পুরস্কার প্রদান করে আসছে।[1][2] ১৯৫৪ সালে প্রবর্তনকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নামকরণ করা হয়েছিল "চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় পুরস্কার" এবং রাষ্ট্রীয় পুরস্কারের অংশ হিসেবে ১৯৬৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার "শ্রেষ্ঠ অভিনেত্রি বিভাগে ঊর্বশী পুরস্কার" নামে প্রদান করা হত।[1][3][4] ১৯৭৫ সালে ঊর্বশী পুরস্কারের পুনর্নামকরণ করা হয় "শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রজত কমল পুরস্কার"। ২০১৮ সালের আয়োজন পর্যন্ত যৌথ পুরস্কার ও একাধিকবার পুরস্কার বিজয়ী হিসাব করে ভারত সরকার ৪১ জন ভিন্ন অভিনেত্রীকে মোট ৫২টি পুরস্কার প্রদান করেছে।
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য রজত কমল পুরস্কার |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | চলচ্চিত্র উৎসব অধিদপ্তর |
পুরস্কার | রজত কমল ₹ ৫০,০০০ |
প্রথম পুরস্কৃত | ১৯৬৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | কঙ্গনা রানাওয়াত মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি |
ওয়েবসাইট | dff |
১৯৬৮ সালে ১৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রদত্ত এই পুরস্কার লাভ করেন নার্গিস দত্ত রাত অউর দিন চলচ্চিত্রে তার কাজের জন্য।[5] সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন শাবানা আজমি[6] এবং তার পরই অবস্থান করছেন তিনবার পুরস্কার বিজয়ী শারদা। এছাড়া স্মিতা পাতিল, অর্চনা, শোভনা, তাবু ও কঙ্গনা রানাওয়াত দুইবার করে এই পুরস্কার লাভ করেন। শারদা, অর্চনা ও শোভনা দুটি ভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। শারদা দুটি মালয়ালম চলচ্চিত্র: তুলাবরম (১৯৬৮) ও স্বয়ংবরম (১৯৭২) এবং তেলুগু চলচ্চিত্র নিমজ্জনম (১৯৭৮)-এ অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। অর্চনা তামিল চলচ্চিত্র ভিডু (১৯৮৭) ও তেলুগু চলচ্চিত্র দাসী (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। শোভনা মালয়ালম চলচ্চিত্র মণিচিত্রতজু (১৯৯৩) ও ইংরেজি চলচ্চিত্র মিত্র, মাই ফ্রেন্ড (২০০১) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। ২০১৮ সালের আয়োজন পর্যন্ত মনীষা উন্নি এই পুরস্কারের সর্বকনিষ্ঠ বিজেতা, যিনি মালয়ালম চলচ্চিত্র নকক্সতঙ্গল (১৯৮৬) চলচ্চিত্র অভিনয় করে ১৬ বছর বয়সে এই পুরস্কার অর্জন করেন।[7][8] ২০১৮ সালের আয়োজন পর্যন্ত তিনবার যৌথভাবে দুজনকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রথমবার ১৯৯৭ সালে দহন চলচ্চিত্রের জন্য ইন্দ্রানী হালদার ও ঋতুপর্ণা সেনগুপ্ত এই পুরস্কার লাভ করেন, এবং তারাই একই চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। বাকি দুবার যৌথভাবে পুরস্কার জিতেন ২০০১ সালে তাবু ও শোভনা এবং ২০১১ সালে মিতালি জগতপ ভরদকর ও সরন্যা পোন্বন্নন।
পুরস্কার
১৯৬৭-১৯৭৯
বছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৬৭ (১৫তম) |
নার্গিস দত্ত | বরুণা/পেগি[lower-alpha 1] | রাত অউর দিন | হিন্দি | [5] |
১৯৬৮ (১৬তম) |
শারদা | বিজয়া | তুলাবরম | মালায়লাম | [10] |
১৯৬৯ (১৭তম) |
মাধবী মুখোপাধ্যায় | সুপ্রিয়া | দিবারাত্রির কাব্য | বাংলা | [11] |
১৯৭০ (১৮তম) |
রেহানা সুলতান | সালমা আহমেদ | দস্তক | হিন্দি | [12] |
১৯৭১ (১৯তম) |
ওয়াহিদা রহমান | রেশমা | রেশমা অউর শেরা | হিন্দি | [13] |
১৯৭২ (২০তম) |
শারদা | সীতা | স্বয়ংবরম | মালায়লাম | [14] |
১৯৭৩ (২১তম) |
নন্দিনী ভক্তবাৎসলা | কামালি | কাদু | কন্নড় | [3] |
১৯৭৪ (২২তম) |
শাবানা আজমি | লক্ষ্মী | অঙ্কুর | হিন্দি | [4] |
১৯৭৫ (২৩তম) |
শর্মিলা ঠাকুর | চান্দা/কাজলি[lower-alpha 2] | মৌসম | হিন্দি | [15] |
১৯৭৬ (২৪তম) |
লক্ষ্মী | গঙ্গা | সিলা নেরাঙ্গালিল সিলা মানিথারগাল | তামিল | [16] |
১৯৭৭ (২৫তম) |
স্মিতা পাতিল | ঊর্বশী / ঊষা[lower-alpha 3] | ভূমিকা: দ্য রোল | হিন্দি | [17] |
১৯৭৮ (২৬তম) |
শারদা | ভারতী | নিমজ্জনম | তেলুগু | [18] |
১৯৭৯ (২৭তম) |
শোভা | কাপ্পুম্মা | পাসি | তামিল | [19] |
১৯৮০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৮০ (২৮তম) |
স্মিতা পাতিল | আম্মা | চক্র | হিন্দি | [20] |
১৯৮১ (২৯তম) |
রেখা | আমিরন / উমরাও জান[lower-alpha 4] | উমরাও জান | হিন্দি | [21] |
১৯৮২ (৩০তম) |
শাবানা আজমি | পূজা ইন্দর মালহোত্রা | অর্থ | হিন্দি | [22] |
১৯৮৩ (৩১তম) |
শাবানা আজমি | যামিনি | খানদার | হিন্দি | [23] |
১৯৮৪ (৩২তম) |
শাবানা আজমি | রমা | পার | হিন্দি | [24] |
১৯৮৫ (৩৩তম) |
সুহাসিনী মণিরত্নম | সিন্ধু | সিন্ধু ভৈরভী | তামিল | [25] |
১৯৮৬ (৩৪তম) |
মনীষা উন্নি | গৌরি | নখক্ষ্মথঙ্গল | মালায়লাম | [7] |
১৯৮৭ (৩৫তম) |
অর্চনা | সুধা | ভিদু | তামিল | [26] |
১৯৮৮ (৩৬তম) |
অর্চনা | কমলক্ষ্মী | দাসী | তেলুগু | [27] |
১৯৮৯ (৩৭তম) |
শ্রীলেখা মুখার্জী | লক্ষ্মী | পরশুরামের কুঠার | বাংলা | [28] |
১৯৯০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৯০ (৩৮তম) |
বিজয়শান্তি | বৈজয়ন্তি | কর্তব্য | মালায়লাম | [29] |
১৯৯১ (৩৯তম) |
মলয়া গোস্বামী | ঋতু | ফিরিঙতি | অসমীয়া | [30] |
১৯৯২ (৪০তম) |
ডিম্পল কপাড়িয়া | শনিচারি | রুদালি | হিন্দি | [31] |
১৯৯৩ (৪১তম) |
শোভনা | গঙ্গা নাকুলান | মানিচিত্রাথাজু | মালায়লাম | [32] |
১৯৯৪ (৪২তম) |
দেবশ্রী রায় | অদিতি | উনিশে এপ্রিল | বাংলা | [33] |
১৯৯৫ (৪৩তম) |
সীমা বিশ্বাস | ফুলন দেবী | ব্যান্ডিট কুইন | হিন্দি | [34] |
১৯৯৬ (৪৪তম) |
তাবু | বীরেন্দর কৌর | মাচিস | হিন্দি | [35] |
১৯৯৭ (৪৫তম) |
ইন্দ্রানী হালদার | ঝিনুক | দহন | বাংলা | [36] |
ঋতুপর্ণা সেনগুপ্ত | রমিতা চৌধুরী | ||||
১৯৯৮ (৪৬তম) |
শাবানা আজমি | রম্ভি | গডমাদার | হিন্দি | [37] |
১৯৯৯ (৪৭তম) |
কিরণ খের | বনলতা | বাড়িওয়ালি | বাংলা | [38] |
২০০০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
২০০০ (৪৮তম) |
রবীনা ট্যান্ডন | দুর্গা | দমন | হিন্দি | [39] |
২০০১ (৪৯তম) |
তাবু | মুমতাজ | চাঁদনী বার | হিন্দি | [40] |
শোভনা | লক্ষ্মী | মিত্র, মাই ফ্রেন্ড | ইংরেজি | ||
২০০২ (৫০তম) |
কঙ্কনা সেন শর্মা | মীনাক্ষী আইয়ার | মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার | ইংরেজি | [41] |
২০০৩ (৫১তম) |
মীরা জেসমিন | শাহিনা | পাদাম অন্নু: অরু ভিলাপাম | মালায়লাম | [42] |
২০০৪ (৫২তম) |
তারা | হাসিনা | হাসিনা | কন্নড় | [43] |
২০০৫ (৫৩তম) |
সারিকা | শেরনাজ | পার্জানিয়া | ইংরেজি | [44] |
২০০৬ (৫৪তম) |
প্রিয়ামণি | মুত্থুঝাগু | পারুতিবিরন | তামিল | [45] |
২০০৭ (৫৫তম) |
উমাশ্রী | গুলাবি | গুলাবি টকিজ | কন্নড় | [46] |
২০০৮ (৫৬তম) |
প্রিয়াঙ্কা চোপড়া | মেঘনা মথুর | ফ্যাশন | হিন্দি | [47] |
২০০৯ (৫৭তম) |
অনন্যা চট্টোপাধ্যায় | শিখা | আবহমান | বাংলা | [48] |
২০১০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
২০১০ (৫৮তম) |
মিতালি জগতপ ভরদকর | শির্মি | বাবু ব্যান্ড বাজা | মালায়লাম | [49] |
সারাণ্য পোণভান্নান | ভিরায়ি | তেনমের্কু পারুভাকাত্রু | তামিল | ||
২০১১ (৫৯তম) |
বিদ্যা বালান | রেশমা / সিল্ক[lower-alpha 5] | দ্য ডার্টি পিকচার | হিন্দি | [50] |
২০১২ (৬০তম) |
ঊষা যাদব | যশোদা | ধগ | মারাঠি | [51] |
২০১৩ (৬১তম) |
গীতাঞ্জলি থাপা | কমলা | লায়ার্স ডাইস | হিন্দি | [52] |
২০১৪ (৬২তম) |
কঙ্গনা রানাওয়াত | রানী মেহরা | কুইন | হিন্দি | [53] |
২০১৫ (৬৩তম) |
কঙ্গনা রানাওয়াত | তনুজা ত্রিবেদী / কুসুম দত্ত[lower-alpha 6] | তনু ওয়েডস মনু রিটার্নস | হিন্দি | [54] |
২০১৬ (৬৪তম) |
সুরভী লক্ষ্মী | মা | মিন্নামিনুগু | মালায়লাম | [55] |
২০১৭ (৬৫তম) |
শ্রীদেবী [lower-alpha 7] | দেবকী সবরওয়াল | মম | হিন্দি | [56] |
২০১৮ (৬৬তম) |
কীর্তি সুরেশ | সাবিত্রী | মহানটী | তেলুগু | [57] |
২০১৯ (৬৭তম) |
কঙ্গনা রানাওয়াত | রানী লক্ষ্মীবাঈ[58] | মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি | হিন্দি | [58] |
জয়া নিগম | পাঙ্গা |
পাদটীকা
- নার্গিস দত্ত রাত অউর দিন চলচ্চিত্রে মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডার রোগে আক্রান্ত ব্যক্তির চরিত্রে অভিনয় করেন।[9]
- শর্মিলা ঠাকুর মৌসম চলচ্চিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেন।
- স্মিতা পাতিল ভূমিকা: দ্য রোল চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয় করেন, যার দুটি ভিন্ন নাম ছিল।
- রেখা উমরাও জান চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয় করেন, যার দুটি ভিন্ন নাম ছিল।
- বিদ্যা বালান দ্য ডার্টি পিকচার চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয় করেন, যার দুটি ভিন্ন নাম ছিল।
- কঙ্গনা রানাওয়াত তনু ওয়েডস মনু রিটার্নস চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেন।
- শ্রীদেবী মম চলচ্চিত্রের জন্য মরণোত্তর এই পুরস্কার লাভ করেন।
একাধিকবার বিজয়ী
সংখ্যা | অভিনেত্রী |
---|---|
৫ | শাবানা আজমি |
৩ | কঙ্গনা রানাওয়াত |
শারদা | |
২ | অর্চনা |
তাবু | |
শোভনা | |
স্মিতা পাতিল |
আরও দেখুন
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আইফা পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্টারডাস্ট পুরস্কার
তথ্যসূত্র
- সবরওয়াল, গোপা (২০০৭)। India Since 1947: The Independent Years (ইংরেজি ভাষায়)। পেঙ্গুইন বুকস ইন্ডিয়া। পৃষ্ঠা ১১৬। আইএসবিএন 978-0-14-310274-8। ২৮ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯।
- "About National Film Awards" (ইংরেজি ভাষায়)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯।
- "21st National Awards For Films (1974)" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা ১৭। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "22nd National Film Festival (1975)" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা ১৫। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "National Awards for Films – 1967 – Nargis Dutt" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। চলচ্চিত্র পুরস্কার অধিদপ্তর। ২৫ নভেম্বর ১৯৬৮। পৃষ্ঠা ২৯। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- নাগরঞ্জন, সরস্বতী (১৮ ডিসেম্বর ২০০৪)। "Coffee break with Shabana Azmi"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯।
- "34th National Film Awards" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। চলচ্চিত্র পুরস্কার অধিদপ্তর। পৃষ্ঠা ২৭। ১৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ভারতন, হেমজিৎ (২৭ অক্টোবর ২০০৮)। "Grit to conquer grief"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯।
- Sinha, Meenakshi (১৮ অক্টোবর ২০০৯)। "New ailments to spice up BO"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০১৩-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯।
- "16th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "17th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,6। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "18th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "19th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "20th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "23rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "24th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "25th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "26th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৪ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "8th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "28th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "29th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "30th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "31st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "32nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "33rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "35th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "36th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "8th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "38th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "39th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "40th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "41st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "42nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "43rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "44th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "45th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "46th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "47th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "48th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "49th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "50th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "51st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "52nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "53rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "54th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "55th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "56th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "57th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "58th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "59th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "60th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "61st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "62nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "63rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "64th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৬ জুন ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- "65th National Film Awards" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা ২১। ৬ জুন ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।
- "66th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।
- "67th National Film Awards: Kangana Ranaut, Sushant Singh Rajput's Chhichhore win. See complete list of winners here"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। মার্চ ২২, ২০২১। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১।