ভারত সরকার

ভারত সরকার (Government of India [1]; Bhārat Sarkār) সরকারিভাবে ইউনিয়ন গভর্নমেন্ট সাধারণভাবে কেন্দ্রীয় সরকার নামে ভারতে প্রচলিত। এটা ভারতের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত এবং ২৮ টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়নের শাসক কর্তৃপক্ষ, সম্মিলিতভাবে ভারতের প্রজাতন্ত্র বলা হয়। এটা নতুন দিল্লি, ভারতের রাজধানীতে অবস্থিত।

ভারত সরকার
Bhārat Sarkār
গঠন২৬ জানুয়ারি ১৯৫০ (1950-01-26)
দেশভারত প্রজাতন্ত্র
ওয়েবসাইটindia.gov.in
আসনরাষ্ট্রপতি ভবন  (ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন।)
আইনসভা
আইনসভাসংসদ
উচ্চকক্ষরাজ্যসভা
নেতাউপরাষ্ট্রপতি (জগদীপ ধনখড়)
নিম্নকক্ষলোকসভা
নেতাস্পিকার (ওম বিড়লা)
সাক্ষাতের স্থানসংসদ ভবন
নির্বাহী
রাষ্ট্রের প্রধানরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সরকার প্রধানপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধান অঙ্গমন্ত্রিসভা
সিভিল সার্ভিসের প্রধানমন্ত্রিপরিষদ সচিব (রাজীব গৌবা, আইএএস)
সাক্ষাতের স্থানকেন্দ্রীয় সচিবালয়
মন্ত্রণালয়৫৭
দায়ীলোকসভা
বিচার
আদালতভারতের সর্বোচ্চ ন্যায়ালয়
প্রধান বিচারপতিএন ভি রামান

ভারতের নাগরিকদের জন্য প্রযোজ্য মৌলিক দেওয়ানি ও ফৌজদারি আইনগুলি মুখ্য সংসদীয় আইনসভায় নির্ধারণ করা হয়।

ভারতীয় পদমর্যাদা ক্রম অনুসারে সরকারের বিভিন্ন পদাধিকারীদের দায়িত্ব ও ক্ষমতা ন্যাস্ত হয়।

রাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতি

জগদীপ ধনখড়

ভারতের প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রিপরিষদ

মন্ত্রকমন্ত্রীসংসদীয় কেন্দ্রজন্মস্থাননোট
স্বরাষ্ট্র

সমন্বয়

অমিত শাহগান্ধীনগরমুম্বইনিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
অর্থ ও কর্পোরেট বিষয়কনির্মলা সীতারামনকর্ণাটক(RS)মাদুরাইনিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
প্রতিরক্ষারাজনাথ সিংলখনউচন্দৌলিনিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
বিদেশসুভ্রাহ্মণ্যম জয়শঙ্করগুজরাত (RS)নতুন দিল্লিনিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি
সড়ক পরিবহন ও মহাসড়কনিতিন গডকড়ীনাগপুরনাগপুররাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
শিল্প ও বাণিজ্য

ভোক্তা বিষয়ক , খাদ্য ও জন বিতরণ

বস্র

পীযূষ গোয়েলমহারাষ্ট্র(RS)মুম্বইCabinet Committee on Economic Affairs ,রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
আইন ও বিচার কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ পশ্চিম পশ্চিম কামেং রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
বিদ্যুৎ

নতুন ও নবায়নযোগ্য জ্বালানি

রাজ কুমার সিং আরা সুপৌল
কৃষি ও কৃষক কল্যাণ নরেন্দ্র সিং তোমরমোরেনামোরেনারাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
মহিলা ও শিশু উন্নয়নস্মৃতি ইরানিআমেঠিনতুন দিল্লিCabinet Committee on Employment and Skill Development
উপজাতি বিষয়ক অর্জুন মুন্ডা খুঁটি জামশেদপুর
শিক্ষা

দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা

ধর্মেন্দ্র প্রধানমধ্যপ্রদেশ(RS)তালচেরCabinet Committee on Economic Affairs
সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন বীরেন্দ্র কুমার খটিক টিকামগড় সগর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

রাসায়নিক ও সার

মনসুখ এল মান্দাভিয়া গুজরাত (RS) ভাবনগর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

শ্রম ও কর্মসংস্থান

ভূপেন্দ্র যাদব রাজস্থান (RS) আজমির
সংখ্যালঘু বিষয়কমুখতার আব্বাস নকভিঝাড়খন্ড(RS)এলাহাবাদ
ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজস মহেন্দ্র নাথ পান্ডে চান্দৌলী গাজীপুর
সংসদ বিষয়ক

খনি মন্ত্রক

কয়লা

প্রল্হাদ যোশীধারবাদবিজাপুরCabinet Committee on Political Affairs , Cabinet Committee on Parliamentary Affairs
জলশক্তিগজেন্দ্র শেখায়াতযোধপুরজয়সলমেররাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট এর পুত্রকে হারিয়ে আসন জেতেন।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নারায়ণ রানে মহারাষ্ট্র(RS) মুম্বই
মৎস্য, পশুপালন ও দুগ্ধ পালন পার্সোত্তম রুপালা গুজরাত (RS) রাজকোট
রেল

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি

অশ্বিনী বৈষ্ণব ওড়িশা (RS) যোধপুর
বন্দর, শিপিং এবং নৌপথ

আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানী, সিদ্ধ, সোয়া-রিগপা এবং হোমিওপ্যাথি

সর্বানন্দ সোনোয়াল লখিমপুর ডিব্রুগড়
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস

গৃহায়ন ও নগর বিষয়ক

হরদীপ পুরীউত্তর প্রদেশ(RS)দিল্লি
গ্রামীণ উন্নয়ন

পঞ্চায়েতি রাজ মন্ত্রক

গিরিরাজ সিংবেগুসারাইবড়হিয়াকানহাইয়া কুমারকে হারিয়ে আসন জেতেন।
বেসামরিক বিমান চলাচল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশ(RS) মুম্বই
ইস্পাত রামচন্দ্র প্রসাদ সিং বিহার (RS) নালন্দা
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পশুপতি কুমার পারস হাজীপুর হাজিপুর রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি
তথ্য ও সম্প্রচার

যুব বিষয়ক ও ক্রীড়া

অনুরাগ ঠাকুরহামিরপুরহামিরপুরCabinet Committee on Parliamentary Affairs
সংস্কৃতি

পর্যটন

উত্তর -পূর্ব অঞ্চলের উন্নয়ন

গঙ্গাপুরাম কিষান রেড্ডি সেকেন্দ্রাবাদ থিম্পুর, করিমনগর জেলা
বিজ্ঞান ও প্রযুক্তি

ভূ বিজ্ঞান

ডাঃ জিতেন্দ্র সিং উধমপুর জম্মু

[2]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়

খনি মন্ত্রক

প্রতিমন্ত্রী(স্বাধীন দায়িত্ব)

মন্ত্রকমন্ত্রীসংসদীয় কেন্দ্রজন্মস্থান
শ্রম ও কর্মসংস্থানসন্তোষ গাংওয়ারবারেলিবারেলি
পর্যটনপ্রহ্লাদ প্যাটেলদামোহনরসিংহপুর

প্রতিমন্ত্রী

মন্ত্রকপ্রতিমন্ত্রীসংসদীয় কেন্দ্রজন্মস্থান
স্বরাষ্ট্রনিত্যানন্দ রাইউজিয়ারপুরহাজিপুর (বিহার)
স্বরাষ্ট্র

যুব বিষয়ক ও ক্রীড়া

নিশীথ প্রামাণিক কোচবিহার দিনহাটা
শিক্ষা ডা সুভাষ সরকার বাঁকুড়া বাঁকুড়া
স্বাস্থ্য ও পরিবার কল্যাণঅশ্বিনী কুমার চৌবেবক্সারভাগলপুর
মহিলা ও শিশু উন্নয়নদেবশ্রী চৌধুরীরায়গঞ্জরায়গঞ্জ
প্রধানমন্ত্রীর অফিস
পারমাণবিক শক্তি বিভাগ
কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক
মহাকাশ বিভাগ
জিতেন্দ্র সিংউধমপুরজম্মু
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনবাবুল সুপ্রিয়আসানসোলউত্তরপাড়া কোতরং
সড়ক পরিবহন ও মহাসড়ক

বেসামরিক বিমান চলাচল

বিজয় কুমার সিং গাজিয়াবাদ বাপোরা
জলশক্তি

সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন

রতন লাল কাতারিয়া আম্বালা যমুনানগর
সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন প্রতিমা ভৌমিক ত্রিপুরা পশ্চিম সেপাহিজালা
সংখ্যালঘু বিষয়ক জন বার্লা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা
বন্দর, শিপিং এবং নৌপথ শান্তনু ঠাকুর বনগাঁ ঠাকুরনগর

আইন-সভা

ভারতে লেজিসলেটিভ ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত সংসদের একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা উপর ন্যস্ত করা হয়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

  • অজিত দোভাল

মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা

  • ডঃ ভি. অনন্ত নাগেশ্বরন

মুখ্য স্বাস্থ্য-বিষয়ক বৈজ্ঞানিক

আরও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.rajbhasha.gov.in/annualeng.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ এপ্রিল ২০০৮ তারিখে Official Language Resolution, 1968
  2. "cabinet-reshuffle"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.