শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)

শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা পরবর্তী মাধ্যমিক খাতের জন্যে অগ্রগামী নীতি পরিকল্পনা এবং উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসন। এই মন্ত্রণালয় মূলত মাদ্রাসা, কারিগরি এবং বৃত্তিমূলক (ভকেশনাল) শিক্ষা পদ্ধতিসহ অন্তর্ভুক্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে। এটি দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে আইন, বিধি ও প্রবিধান প্রচলন করে।[2]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মন্ত্রণালয় রূপরেখা
গঠিত১৯৭১ (1971)
অধিক্ষেত্রগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সদর দপ্তরশিক্ষা মন্ত্রণালয়
ঢাকা-১০০০, বাংলাদেশ
কর্মী২১৯[1]
বার্ষিক বাজেট৮১ হাজার ৪৪ কোটি টাকা (২০২১-২২)
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
প্রতিমন্ত্রীগণের দায়িত্বে
মন্ত্রণালয় নির্বাহীগণ
ওয়েবসাইটmoedu.portal.gov.bd
শিক্ষা ভবন

বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ৬১ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়/মহাবিদ্যালয়/মাদ্রাসা এবং ৩৭টি সরকারি ও ৯০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আওতাধীন রয়েছে।[2]

আওতাধীন বিভাগসমূহ

যে সকল বিভাগসমূহ এই মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে–

  1. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
  2. কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ

বাজেট

২০১৩-২০১৪ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে মোট বণ্টনকৃত রাজস্ব বাজেটের পরিমাণ ছিলো ১০০৭৯.২৩ মিলিয়ন যা মোট জাতীয় বণ্টনের ৭.৩৯%।[3]

রাজস্ব বাজেট
অর্থবছরজাতীয় বণ্টন
(মিলিয়ন)
শিক্ষা মন্ত্রণালয়ে মোট বণ্টন
(জাতীয় বণ্টনের % হারে) (মিলিয়ন)
২০০১-২০০২২২৬৯২.০০২৩১১.০০ (১০.১৮%)
২০০২-২০০৩২৫৩০৭.০০২৪৯৪.০০ (৯.৮৫%)
২০০৩-২০০৪২৮৯৬৯.০০২৬০৭.০০ (৯.০০%)
২০০৪-২০০৫৫০৯০৩.১১৩২৬৭.৯৩ (৬.৪২%)
২০০৫-২০০৬৫৬১৫৪.৬৭৪৮৫৯.০০ (৪.৬৫%)
২০০৬-২০০৭৪৫৪১০.০০৪৭১৮.৯৭ (১০.৩৯%)
২০০৭-২০০৮৫৩৮৪৬.০০৫১৭৯.০১ (৯.৬২%)
২০০৮-২০০৯৬৭৬০৩.০০৫৭৫৩.৬৮ (৮.৫১%)
২০০৯-২০১০৭৮১৩৬.০০৭৫৪০.৮৭ (৯.৬৫%)
২০১০-২০১১৮৭২৮৫.০০৮৪৫১.৭২ (৯.৩৯%)
২০১১-২০১২১০৪২৩৪.০০৮৬৭৩.৮৬ (৮.৩২%)
২০১২-২০১৩১১২৯০০.০০৯৩০১.৩১ (৮.২৩%)
২০১৩-২০১৪১৩৬৩৮৩.০০১০০৭৯.২৩ (৭.৩৯%)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সাংগঠনিক কাঠামো"। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ জুন ২১, ২০১৪
  2. "সংক্ষিপ্ত বিবরণ"। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৪
  3. "শিক্ষা ও উন্নয়ন বাজেট"। শিক্ষা মন্ত্রণালয়। ২০১৪। সংগ্রহের তারিখ জুন ২১, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.