মিড ডে
মিড ডে (ইংরেজিতে স্টাইলিশভাবে mid-day লেখা হয়) হল ভারতীয় প্রাতকালীন দৈনিক সংবাদপত্র। এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও পুনে শহরে এই সংবাদপত্রের বিভিন্ন ভাষার সংস্করণ প্রকাশিত হত। ২০১১ সালে দিল্লি ও বেঙ্গালুরুর সংস্করণ বন্ধ হয়ে যায়। ২০১৪ সালে জাগরণ প্রকাশন মিড ডে-র পুনের প্রকাশনাও বন্ধ করে দেয়। বর্তমানে এটি কেবল মুম্বইয়ে প্রকাশিত হয়।[3]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | কমপ্যাক্ট |
মালিক | মিড ডে ইনফোমিডিয়া লিমিটেড |
প্রতিষ্ঠাতা | আবদুল হামিদ আনসারী (ইনকিলাব, ১৯৩৭) খালিদ এ. এইচ. আনসারী (মিড ডে, ১৯৭৯) |
প্রকাশক | মিড ডে ইনফোমিডিয়া, জাগরণ প্রকাশন লিমিটেড |
সম্পাদক | তিনাজ নুশিয়ান |
চিত্র সম্পাদক | অশীষ রানে |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
রাজনৈতিক মতাদর্শ | উদার |
ভাষা | ইংরেজি গুজরাতি (গুজরাতি মিড-ডে নামে) উর্দু (দি ইনকিলাব নামে) |
সদর দপ্তর | মুম্বই, ভারত |
সহোদর সংবাদপত্র | ইনকিলাব[1], গুজরাতি মিড-ডে[2] |
ওয়েবসাইট | www |
ফ্রি অনলাইন আর্কাইভ | epaper2 |
তথ্যসূত্র
- "Urdu News, Daily Urdu News, Online Urdu Local News, Local News from Mumbai – Inquilab News Channel"। ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "gujaratimidday"। গুজরাতি মিড-ডে। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Jagran Prakashan slated to close down Pune edition of Mid-Day"। Indian Advertising Media & Marketing News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "toi-mumbai-mirror-mid-day-and-mint-record-double-digit-growth-in-air" (ইংরেজি ভাষায়)। বেস্ট মিডিয়া ইনফো। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "MiD DAY Infomedia" (ইংরেজি ভাষায়)। মিড ডে ইনফো মিডিয়া। ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "INMA Global Media Awards" (ইংরেজি ভাষায়)। আইএনএমএ। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Welcome to WAN-IFRA - WAN-IFRA" (ইংরেজি ভাষায়)। ওয়ান আইএফআরএ। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.