লেফটেন্যান্ট কর্নেল

লেফট্যানেন্ট কর্নেল (lieutenant colonel) হলো সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারের একটি পদবী, যা বেশির ভাগ মেরিন সেনা ও কিছু বিমানবাহিনীতে দেখা যায়। এটা মেজর পদের উপরে কিন্তু কর্নেল পদের নিচে। অদাপ্তরিকভাবে ও সাধারণ কথাবার্তাতে লেফট্যানেন্ট কর্নেলকে সংক্ষেপে কর্নেল নামে ডাকা হয়। [1] একজন লেফট্যানেন্ট কর্নেল সামরিক বাহিনীর একটি ব্যাটেলিয়ানের দায়িত্বে থাকেন।

দেশ অনুযায়ী লেফট্যানেন্ট কর্নেল পদমর্যাদা

তথ্যসূত্র

  1. LTC Keith E. Bonn, Army Officer's Guide, 50th Edition, p. 14. Mechanicsville, Pa.: Stackpole Books, 2005.
  2. "ব্রিটিশ সামরিক বাহিনীর ওয়েবসাইট"। ১৫ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.