লা স্ত্রাদা

লা স্ত্রাদা হল ফেদেরিকো ফেল্লিনির পরিচালিত ১৯৫৪ সালের ইতালিয় নাট্যধর্মী চলচ্চিত্র। ফেল্লিনি তার নিজের রচিত কাহিনি থেকে তুল্লিও পিনেল্লি ও এননিও ফ্লাইয়ানোর সাথে যৌথভাবে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন। চলচ্চিত্রটিতে গেলসোমিনা নামে এক সরলমনা তরুণীর (জুলিয়েত্তা মাসিনা) গল্প বিবৃত হয়েছে, যাকে জাম্পানো (অ্যান্থনি কুইন) নামে এক নিষ্ঠুর ও বলবান ব্যক্তি তার মায়ের নিকট থেকে কিনে নিয়ে আসে।

লা স্ত্রাদা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
La strada
পরিচালকফেদেরিকো ফেল্লিনি
প্রযোজককার্লো পন্টি
দিনো দে লাউরেন্তিস
চিত্রনাট্যকারফেদেরিকো ফেল্লিনি
তুল্লিও পিনেল্লি
এননিও ফ্লাইয়ানো
কাহিনিকারফেদেরিকো ফেল্লিনি
তুল্লিও পিনেল্লি
শ্রেষ্ঠাংশে
সুরকারনিনো রোতা
চিত্রগ্রাহকওতেল্লো মারতেল্লি
কার্লো কারলিনি
সম্পাদকলিও কাতোৎসো
প্রযোজনা
কোম্পানি
পন্টি-দে লাউরেন্তিস সিনেমাতোগ্রাফিকা
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি
  •  সেপ্টেম্বর ১৯৫৪ (1954-09-06) (ভেনিস)
  • ২২ সেপ্টেম্বর ১৯৫৪ (1954-09-22) (ইতালি)
দৈর্ঘ্য১০৪ মিনিট
দেশইতালি
ভাষাইতালীয়

চলচ্চিত্রটি ১৯৫৭ সালে একাডেমি পুরস্কারে প্রথমবারের মত প্রদত্ত শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়।[1][2] আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লা স্ত্রাদা-কে সর্বকালের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র বলে উল্লেখ করে।[3] চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালকদের ভোটে শীর্ষ ১০ চলচ্চিত্রের তালিকায় চতুর্থ স্থান লাভ করে।[4]

কুশীলব

  • জুলিয়েত্তা মাসিনা - গেলসোমিনা
  • অ্যান্থনি কুইন - জাম্পানো
  • রিচার্ড বেজহার্ট - ইল মাত্তো
  • আলদো সিলভানি - ইল সিনোর জিরাফা, সার্কাসের মালিক
  • মারচেল্লা রোভেরে - লা ভেদোভা
  • লিভিয়া ভেনতুরিনি - লা সোরিনা, নান

মুক্তি

লা স্ত্রাদা চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ১৯৫৪ সালের ৬ই সেপ্টেম্বর ১৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবে। সেখানে চলচ্চিত্রটি সিলভার লায়ন পুরস্কার লাভ করে। চলচ্চিত্রটি ১৯৫৪ সালের ২২শে সেপ্টেম্বর ইতালিতে এবং ১৯৫৬ সালের ১৬ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসির অর্থায়নে এই চলচ্চিত্রের একটি মুদ্রণ পুনঃউৎপাদন করা হয়।[5] স্করসেসি বলেন শৈশব থেকে এই চলচ্চিত্রের জাম্পানো চরিত্রটি তার ট্যাক্সি ড্রাইভাররেজিং বুল চলচ্চিত্রের বিভিন্ন উপাদানের অনুপ্রেরণা।[6] ইয়ানুস ফিল্মস এই চলচ্চিত্রের ভিডিওর বর্তমান পরিবেশক।

তথ্যসূত্র

  1. Kezich (2006), 406.
  2. "The 29th Academy Awards (1957) Nominees and Winners"অস্কার। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০
  3. "AFIPreview21.indd" (PDF)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০
  4. "The Sight & Sound Top Ten Poll: 1992"। ৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০
  5. হেনেসি, ডগ (নভেম্বর ২০০৫)। "La Strada Movie Review" (ইংরেজি ভাষায়)। কনট্যাক্ট মিউজিক। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০
  6. "Martin Scorsese on La Strada" (ইংরেজি ভাষায়)। ক্লাসিক আর্ট ফিল্মস। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.