কোয়ামে এনক্রুমাহ
কোয়ামে এনক্রুমাহ (ফরাসি:Nwia-Kofi Ngonloma; ইংরেজি: Kwame Nkrumah)(২১শে সেপ্টেম্বর ১৯০৯- ২৭শে এপ্রিল ১৯৭২)[1] ঘানার স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ছিলেন। তিনি দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেন। তিনি পশ্চিম আফ্রিকার নযিমা উপজাতীর মানুষ ছিলেন। জোটনিরপেক্ষ আন্দোলনেও তার ভুমিকা অনস্বীকার্য ।
কোয়ামে এনক্রুমাহ | |
---|---|
1st Prime Minister of Ghana | |
কাজের মেয়াদ March 6, 1957 – 1 July 1960 | |
সার্বভৌম শাসক | Queen Elizabeth II (colonial head) represented by the following: Sir Charles Noble Arden-Clarke (6 March - 24 June 1957) Lord Listowel (২৪শে জুন ১৯৫৭- ১লা জুলাই ১৯৬০) |
পূর্বসূরী | None |
উত্তরসূরী | Position abolished |
1st President of Ghana First Republic | |
কাজের মেয়াদ ১লা জুলাই ১৯৬০ – ২৪শে ফেব্রুয়ারি ১৯৬৬ | |
পূর্বসূরী | William Hare, 5th Earl of Listowel |
উত্তরসূরী | Lt. Gen. J. A. Ankrah (Military coup d'état) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | Nkroful, Gold Coast | ২১ সেপ্টেম্বর ১৯০৯
মৃত্যু | ২৭ এপ্রিল ১৯৭২ ৬২) বুখারেস্ট, রোমানিয়া | (বয়স
রাজনৈতিক দল | Convention Peoples' Party |
দাম্পত্য সঙ্গী | Fathia Rizk |
সন্তান | Francis, গামাল, সামীয়া, Sekou |
জীবিকা | Lecturer |
জীবনী
কোয়ামে এনক্রুমাহ ১৯০৯ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।তিনি ক্যাথলিক মিশন স্কুলে পড়াশোনা করেন। পরে সরকারী কারিগরি কলেজেও পড়েন। ১৯৩৫ সালে নামডি আযিকিওয়েরসাথে যুক্তরাষ্ট্র পাড়ি দেন। নামডি আযিকিওয়ে পরে নাইজেরিয়ার রাষ্ট্রপতি হন। এখানে তিনি লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এখেনে তিনি দলের সদস্য হন। ১৯৪৫ সালে তিনি লন্ডন যান। West African Students Union দলের সহসভাপতি হয়েছিলেন। এই সময় জ্র্জ প্যাডমোরের সাথে পরিচিত হন। ১৯৪৭ সালে স্বদেশে আসেন। United Gold Coast Convention দলের সদস্য হন। ব্রিটিশ বিরোধি আন্দোলন চালানোর দায়ে গ্রেফতার হন। ১৯৪৯ সালের জুন মাসে দলের অন্তর্দ্বন্দ্বে দল ছেড়ে Conventional Peoples Party দল করেন। এই সময় গ্রেফতার হন। ১৯৫১ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুক্তি পান। তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৫৪ থেকে দেশে গোলযোগ দেখা যায়। ১৯৫৬ সালে তিনি এই অশান্তি দমন করেন। ১৯৫৭ সালে ৬ মার্চ স্বাধীনতা আসে। ১৯৬০ সালে তিনি রাষ্ট্রপতিত্ব গ্রহ্ণ করেন।আফ্রিকাব্যাপি তৈরির চেষ্টা করেন। Osagyefa উপাধী ধারণ করেন। এই সময় একনায়ক্তন্ত্রে বিরক্ত বিরোধীরা হত্যার ষড়যন্ত্র করেন। ১৯৬৩ সালে প্রকল্প পুরোপুরি ব্যর্থ হয়। ১৯৬৪ সালে ঘানাকে সমাজতন্ত্রী রাষ্ট্র ঘোষণা করেন। ২৪শে ফেব্রুয়ারি ভিয়েতনাম সফরে যাওয়ার সময় গদিচ্যুত হন। এরপর তিনি ভিয়েনাতে আশ্রয় নেন। ১৯৭২ সালের ২৭শে এপ্রিল তিনি নিঃসঙ্গ অবস্থায় মারা যান।[2]
রাজনৈতিক জীবন
১৯৪৫ সালে তিনি পঞ্চম প্যান-আফ্রিকান সম্মেলনের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে ইউনাইটেড গোল্ড কোস্ট কনভেশন-এর সেক্রেটারি হন। ১৯৪৯ সালে গড়ে তুলেন কনভেশন পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল। ১৯৫২ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৫৬ সালে তার রাজনৈতিক দল নির্বাচনে বিজয়ী হলে গোল্ড কোস্ট স্বাধীনতা লাভ করে এবং দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় ঘানা। ১৯৬০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, এবং একই বছরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। একদলীয় শাসনব্যবস্থা কায়েম ও ভিন্ন মতাবলম্বীদের কঠোর হাতে দমন করার কারণে তার বিরুদ্ধে অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠে। ১৯৬৬ সালে ঘানার শাসন ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এই সময় তিনি দেশের বাহিরে ছিলেন।
মৃত্যু
১৯৭২ সালের ২৭ শে এপ্রিল, রোমানিয়ায়।
আরো দেখুন
তথ্যসূত্র
- E. Jessup, John। An Encyclopedic Dictionary of Conflict and Conflict Resolution, 1945-1996। পৃষ্ঠা 533।
- ১০০ মনীষীর কথা।
বহিঃসংযোগ
- - Kwame Nkrumah Mausoleum and Museum at Nkroful, Western Region
- - Kwame Nkrumah Memorial Park & Museum, Accra
- Ghana-pedia webpage - Dr. Kwame Nkrumah
- Ghana-pedia webpage - Operation Cold Chop: The Fall Of Kwame Nkrumah
- Dr Kwame Nkrumah
- Excerpt from Commanding Heights by Daniel Yergin and Joseph Stanislaw
- Timeline of events related to the overthrow of Kwame Nkruma
- The Kwame Nkrumah Lectures at the University of Cape Coast, Ghana, 2007 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০০৮ তারিখে
- Kwame Nkrumah Information and Resource Site
- Ghana re-evaluates Nkrumah by The Global Post
- Dr Kwame Nkrumah's Midnight Speech on the day of Ghana's independence - 6 March 1957