কুফা
কুফা (আরবি: الكوفة al-Kūfah) ইরাকের একটি শহর। শহরটি বাগদাদ হতে ১৭০ কিলোমিটার (১১০ মা) দক্ষিণে এবং নাজাফ হতে ১০ কিলোমিটার (৬.২ মা) উত্তরপূর্বে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। ২০০৩ সালে শহরটির আনুমানিক জনসংখ্যা ছিল ১১০,০০০। ইমাম আযম আবু হানিফা রহ এর জন্ম স্থান। তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন।
কুফা | |
---|---|
কুফা | |
স্থানাঙ্ক: ৩২°০২′ উত্তর ৪৪°২৪′ পূর্ব | |
দেশ | ইরাক |
প্রশাসনিক | নাজাফ |
জনসংখ্যা (২০০৫)[1] | |
• মোট | ১,১০,০০০ |
সময় অঞ্চল | জিএমটি+৩ |
সামাররা, কারবালা, খাদিমিয়া, নাজাফ এই চারটি ইরাকি শহরের সাথে কুফা শহরটিও শিয়া মুসলিমদের জন্য তাৎপর্যপূর্ণ। ৬২২ হিজরি হতে পরবর্তী একশো বছরে এই শহরটি গড়ে ওঠে। এটি ছিলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী এর চূড়ান্ত রাজধানী।
এই শহরে রয়েছে ৭ম শতাব্দীর মধ্যে নির্মিত ইসলামের প্রারম্ভিক কালের একটি মসজিদ। যা মসজিদ আল-কুফা নামে পরিচিত। এই শহরে অনেক শিয়া পণ্ডিতদের জন্ম হয়েছে।[2]
আল-কুফার ইতিহাস
আব্বাসীয় শাসনকাল
ইমামে আযম আবু হানিফা রহ এর জন্ম স্থান।
তথ্যসূত্র
- কুফা
- The United States Army in Operation Iraqi Freedom, p 330, Donald P. Wright, Timothy R. Reese
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.