ইরান জাতীয় ফুটবল দল

ইরান জাতীয় ফুটবল দল (ফার্সি: تیم ملی فوتبال مردان ایران, প্রতিবর্ণী. তিম-এ মেল্লি-এ ফুতবল-ই মারদান-এ ইরান, ফার্সি: تیم ملی, প্রতিবর্ণী. তিম-এ মেল্লি, অনুবাদ 'জাতীয় দল',[10] ইংরেজি: Iran national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ইরানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ইরানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইরান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৪১ সালের ২৬শে আগস্ট তারিখে, ইরান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত ইরান এবং আফগানিস্তানের মধ্যকার উক্ত ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছে।

ইরান
দলের লোগো
ডাকনামتیم ملی (মেল্লি দল)[1]
ستارگان پارسی (ফার্সি তারা)[2]
অ্যাসোসিয়েশনইরান ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচদ্রাগান স্কোচিচ
অধিনায়কএহসান হাজসাফি
সর্বাধিক ম্যাচজাভাদ নেকুউনাম (১৫১)
শীর্ষ গোলদাতাআলী দাই (১০৯)
মাঠআজাদি স্টেডিয়াম
ফিফা কোডIRN
ওয়েবসাইটwww.ffiri.ir
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ২১ অপরিবর্তিত (৩১ মার্চ ২০২২)[3]
সর্বোচ্চ১৫ (আগস্ট ২০০৫[4])
সর্বনিম্ন১২২ (মে ১৯৯৬[5])
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২৩ বৃদ্ধি ৬ (৩০ এপ্রিল ২০২২)[6]
সর্বোচ্চ১৮ (এপ্রিল ২০০৫, জানুয়ারি ২০১৯)
সর্বনিম্ন৭৭ (ডিসেম্বর ১৯৫৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 আফগানিস্তান ০–০ ইরান 
(কাবুল, আফগানিস্তান; ২৫ আগস্ট ১৯৪১)
বৃহত্তম জয়
 ইরান ১৯–০ গুয়াম 
(তাবরিজ, ইরান; ২৪ নভেম্বর ২০০০)[7]
বৃহত্তম পরাজয়
 তুরস্ক ৬–১ ইরান 
(ইস্তাম্বুল, তুরস্ক; ২৮ মে ১৯৫০[8])
 দক্ষিণ কোরিয়া ৫–০ ইরান 
(টোকিও, জাপান; ২৮ মে ১৯৫৮[9])
বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৭৮-এ প্রথম)
সেরা সাফল্যপ্রথম পর্ব ১৯৭৮
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১৪ (১৯৬৮-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৬৮, ১৯৭২, ১৯৭৬)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৩ (১৯৬৪-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (১৯৭৬)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৭ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০০০, ২০০৪, ২০০৭, ২০০৮)

৭৮,১১৬ ধারণক্ষমতাবিশিষ্ট আজাদি স্টেডিয়ামে ফার্সি তারা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দ্রাগান স্কোচিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ট্র্যাক্টরের রক্ষণভাগের খেলোয়াড় এহসান হাজসাফি

ইরান এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৮ ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ১টি ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান লাভ করে উক্ত আসর হতে বিদায় নিয়েছিল। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে ইরান অন্যতম সফল দল, যেখানে তারা ৩টি (১৯৬৮, ১৯৭২ এবং ১৯৭৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ইরান এপর্যন্ত ৪ বার (২০০০, ২০০৪, ২০০৭ এবং ২০০৮) ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছে।

জাভাদ নেকুউনাম, আলী দাই, আলী করিমি, সর্দার আজমুন এবং করিম আনসারিফার্ডের মতো খেলোয়াড়গণ ইরানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৫ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ইরান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ইরানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮তম (যা তারা সর্বপ্রথম ২০০৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৭৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[3]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯হ্রাস  সুইডেন১৫৮৪.৭৭
২০হ্রাস  সেনেগাল১৫৮৪.১৬
২১অপরিবর্তিত  ইরান১৫৬৪.৪৯
২২অপরিবর্তিত  পেরু১৫৬২.৩২
২৩অপরিবর্তিত  জাপান১৫৫৩.৪৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[6]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২১বৃদ্ধি  চেক প্রজাতন্ত্র১৮২২
২১বৃদ্ধি  মার্কিন যুক্তরাষ্ট্র১৮২২
২৩বৃদ্ধি  ইরান১৮২০
২৪হ্রাস  ইউক্রেন১৮১৭
২৫হ্রাস  সুইডেন১৮০৯

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪উত্তীর্ণ হয়নি
আর্জেন্টিনা ১৯৭৮প্রথম পর্ব১৪তম১২১০২০
স্পেন ১৯৮২প্রত্যাহারপ্রত্যাহার
মেক্সিকো ১৯৮৬অযোগ্যঅযোগ্য
ইতালি ১৯৯০উত্তীর্ণ হয়নি১২
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪১১২৩১৩
ফ্রান্স ১৯৯৮গ্রুপ পর্ব২০তম১৭৫৭১৭
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি১৪৩৬
জার্মানি ২০০৬গ্রুপ পর্ব২৫তম১২২৯
দক্ষিণ আফ্রিকা ২০১০উত্তীর্ণ হয়নি১৪১৫
ব্রাজিল ২০১৪গ্রুপ পর্ব২৮তম১৬১০৩০
রাশিয়া ২০১৮গ্রুপ পর্ব১৮তম১৮১২৩৬
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটপ্রথম পর্ব৫/২১১৫২৪১৩২৮০৩৪১৮২৮৪৮৪

অর্জন

তথ্যসূত্র

  1. Veo, Valerio (২৩ নভেম্বর ২০১৪)। "Team Melli looked excellent in defeat"ESPNFC.com। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫
  2. "پیش بازی ایران – یمن : ستارگان پارسی وارد می‌شوند" [Iran-Yemen pre-match: Persian stars arrive]90tv.ir (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪
  3. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  4. FIFA.com। "The FIFA/Coca-Cola World Ranking - Ranking Table - FIFA.com"। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০
  5. FIFA.com। "The FIFA/Coca-Cola World Ranking - Ranking Table - FIFA.com"। ২২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০
  6. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  7. "Biggest margin victories/losses (Fifa fact-Sheet)" (পিডিএফ)। FIFA.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৩
  8. "Iran: Fixtures and Results"। FIFA.com। ২ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০
  9. "Asian Games 1958 (Tokyo, Japan)"। rsssf।
  10. "Fan Forum"। PersianFootball.com। ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.