দি ইন্ডিয়ান এক্সপ্রেস
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের একটি দৈনিক ইংরেজি সংবাদপত্র। ১৯৩১ সালে চেন্নাইয়ের পি. বরদারাজুলু নাইডু এই সংবাদপত্রটি প্রথম প্রকাশ করেন। ১৯৯১ সাল পর্যন্ত এই সংবাদপত্রের মালিক ছিলেন রামনাথ গোয়েঙ্কা। ১৯৯১ সালের রামনাথ গোয়েঙ্কার মৃত্যুর পর ১৯৯৯ সালে গোয়েঙ্কাদের পারিবারিক বিবাদের ফলে এই পত্রিকার মালিকানা দ্বিধাবিভক্ত হয়ে যায়। গোষ্ঠীর একটি অংশ দক্ষিণ ভারত থেকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস চালু করেন; অন্যদিকে উত্তর ভারতের সংস্করণটি মুম্বই থেকে প্রকাশিত হতে শুরু করে। এই সংস্করণটির নাম হয় "দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস"। ভারতের প্রত্যেকটি প্রধান শহর থেকে এই পত্রিকার সংস্করণ প্রকাশিত হয়। বর্তমানে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ তথা সারা বিশ্বে প্রচারিত সংবাদপত্র।[1][2]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | বারলাইনার |
মালিক | ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী |
প্রকাশক | ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী |
প্রধান সম্পাদক | শেখর গুপ্ত |
প্রতিষ্ঠাকাল | ১৯৩১ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ৯,১০ বাহাদুর শাহ জাফর মার্গ নতুন দিল্লি, দিল্লি ১১০০০২ ভারত |
ওয়েবসাইট | IndianExpress.com |
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটির মালিক ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী। এই গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর হলেন বিবেক গোয়েঙ্কা। গোষ্ঠীর অন্য একটি উল্লেখযোগ্য সংবাদপত্র হল দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস যেটি মূলত ভারতের অর্থনীতি ও শেয়ারবাজার কেন্দ্রিক সংবাদপত্র। অন্যান্য প্রকাশনার মধ্যে স্ক্রিন নামে একটি সাপ্তাহিক বিনোদনমূলক পত্রিকা, মারাঠি দৈনিক লোকসত্তা ও হিন্দি দৈনিক জনসত্তা উল্লেখযোগ্য।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আটটি সংস্করণ প্রকাশিত হয় – দিল্লি, মুম্বই, পুনে, কলকাতা, লুধিয়ানা, চণ্ডীগড়, লখনউ ও আহমদাবাদ।
তথ্যসূত্র
- "Duke University"। ১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১০।
- Mondotimes.com: Major media
বহিঃসংযোগ
- The Express Group
- The Indian Express website
- The Financial Express website
- Business Publications Division website
- USA Express website
- Jammu and Kashmir News by Kashmir-live A subdivision of Indian Express
- Inkdrop.net
- Dmoz.com
- Budget of India