সংস্কৃত লিপ্যন্তরের আন্তর্জাতিক বর্ণমালা

সংস্কৃত লিপ্যন্তরের আন্তর্জাতিক বর্ণমালা  (আইএএসটি) হল লিপ্যন্তরের পদ্ধতি যা সংস্কৃত ও সম্পর্কিত ভারতীয় ভাষাগুলির দ্বারা ব্রাহ্মী লিপিসমূহের ক্ষতিহীন রোমানীকরণের অনুমতি দেয়। এটি উনবিংশ শতাব্দীতে চার্লস ট্রেভেলিয়ান, উইলিয়াম জোনস, মনিয়ার মনিয়ার-উইলিয়ামস ও অন্যান্য পণ্ডিতদের পরামর্শ থেকে উদ্ভূত পরিকল্পনার উপর ভিত্তি করে এবং ১৮৯৪ সালের সেপ্টেম্বরে জেনেভা ওরিয়েন্টাল কংগ্রেসের ট্রান্সলিটারেশন কমিটি দ্বারা আনুষ্ঠানিকভাবে।[1] আইএএসটি পাঠকের পক্ষে দ্ব্যর্থহীনভাবে ব্রাহ্মী লিপিতে পড়া সম্ভব করে তোলে, ঠিক যেন এটি মূল ব্রাহ্মী লিপিতে ছিল। মূল লিপিতে প্রতি এই বিশ্বস্ততাই পণ্ডিতদের মধ্যে এর ক্রমাগত জনপ্রিয়তার জন্য দায়ী।

সংস্কৃত লিপ্যন্তরের আন্তর্জাতিক বর্ণমালা
আইএএসটি (ইংরেজি ভাষায়) সলিআব (বাংলা ভাষায়)
লিপির ধরন রোমানিকরণ
সময়কাল১৭শ শতাব্দী – বর্তমান
ভাষাসমূহসংস্কৃত ও অন্যান্য ভারতবর্ষীয় ভাষা

তথ্যসূত্র

  1. Monier-Williams, Monier (১৮৯৯)। A Sanskrit-English Dictionary (পিডিএফ)। Oxford: Clarendon Press। পৃষ্ঠা xxx।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.