ক্রিকেট পরিভাষা

পারিভাষিক শব্দে যথেষ্ট সমৃদ্ধ ক্রিকেট খেলা।[1][2][3] ক্রিকেট খেলায় ব্যবহৃত সাধারণ পরিভাষাগুলো এখানে দেয়া হলো। শব্দ বা শব্দগুচ্ছ নিবন্ধের কোথাও থাকলে তা বাঁকা হরফে দেখানো হয়েছে। এছাড়াও ক্রিকেট পরিসংখ্যান এবং ফিল্ডিংয়ের বিভিন্ন অবস্থানের নামকরণ সম্পর্কে ফিল্ডিং (ক্রিকেট) নিবন্ধে রয়েছে। কিছু পরিভাষা খেলায় তেমন ব্যবহৃত হয় না।[4]

পরিচ্ছেদসমূহ শীর্ষ · ০-৯ ·  .  .  .  .  .  .  . ড় ঢ় য়

অল আউট
ইনিংসের ১১ ব্যাটসম্যানের মধ্যে ১০ জনের ব্যাটিং শেষ বা আউট হলে অথবা আঘাতপ্রাপ্তি কিংবা অসুস্থতাজনিত কারণে ব্যাট করতে অসমর্থ হলে ঐ দল অল আউট হয়েছে বলে ধরা হয়।
অফ ব্রেক
একজন ডানহাতি বোলার কর্তৃক অফ স্পিন বল ছোঁড়া, যাতে বল অফ সাইড থেকে বাঁক নিয়ে ডানহাতি ব্যাটসম্যানের লেগ সাইডের দিকে অগ্রসর হয়।
অল-রাউন্ডার
ব্যাটিংবোলিংয়ের উভয় বিভাগেই পারদর্শী একজন খেলোয়াড় বা ক্রিকেটারকে অল-রাউন্ডার বলা হয়ে থাকে।[5] অবশ্য আধুনিককালে উইকেট-রক্ষকের ব্যাটিংয়ে পারদর্শীতাও অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়।
অ্যাঙ্কর
একজন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান কর্তৃক ইনিংসে দীর্ঘসময়কালীন ব্যাটিং করার সক্ষমতা অ্যাঙ্কর নামে পরিচিত। সচরাচর তিন কিংবা চার নম্বরে অবস্থানকারী ব্যাটসম্যান কর্তৃক ব্যাটিংয়ের ধ্বংসযজ্ঞতা রুখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাধারণতঃ তিনি রক্ষণাত্মক ভঙ্গীমায় অবতীর্ণ হয়ে প্রায়শঃই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে থাকেন।[6]

আক্রমণাত্মক শট
আগ্রাসীমূলক কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে রান করা বা রান করার চেষ্টা করা।[7]
আস্কিং রেট
সীমিত ওভারের ক্রিকেটে রানের অনুপাতবিশেষ যার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষীয় রানকে তাড়া করা যায়।[1]

ইলাভেন
একটি ক্রিকেট দলের অন্য নামকরণ; যেখানে দলটি এগারোজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে।[8]

এগ্রিকালচারাল শট

ওভার
একজন বোলার কর্তৃক ধারাবাহিকভাবে বৈধ ডেলিভারিকৃত ছয় বল।[2]

কট অ্যান্ড বোল্ড
বোলার কর্তৃক নিক্ষিপ্ত বলে ব্যাটসম্যান কর্তৃক আঘাত হয়ে শূন্য থেকে পুনরায় লুফে নেয়া।
কট বিহাইন্ড
ব্যাটসম্যানের ব্যাটের আঘাতে বল শূন্য থেকে উইকেট-রক্ষক কর্তৃক লুফে নিয়ে আউট করা।
ক্যাচ
ব্যাটসম্যানের ব্যাটের আঘাতে বল স্পর্শ করার ফলে শূন্য থেকে ফিল্ডার কর্তৃক লুফে নিয়ে আউট করা।[9]
ক্যাপ
ঐতিহ্যগতভাবে মাঠে অবস্থানকারী ক্রিকেটারদের মাথায় টুপি পরিধান করা।
ক্যারম বল
ধীরলয়ে বোলিংয়ের একরূপ পদ্ধতি যা বৃদ্ধা ও মধ্যমার সাহায্যে নিক্ষেপ করা হয়।
ক্যারি দ্য ব্যাট
সম্পূর্ণ ইনিংস শেষ করে একজন উদ্বোধনী ব্যাটসম্যান কর্তৃক অপরাজিত অবস্থায় প্যাভিলিয়নে ফিরে আসা।[1]
ক্যাসল্ড
ফুল লেন্থের বল কিংবা ইয়র্কারের সাহায্যে ব্যাটসম্যানকে আউট করা।

গোল্ডেন ডাক
একজন ব্যাটসম্যানের ইনিংসে প্রথম বল মুখোমুখি হবার পর শূন্য রানে আউট। (তুলনা: শূন্য রান, ডায়মন্ড ডাক, প্লাটিনাম ডাক)

টস
ঐতিহ্যগতভাবে অধিনায়ক কর্তৃক মুদ্রা নিক্ষেপের মাধ্যমে ব্যাটিং কিংবা ফিল্ডিং করার অধিকার লাভ।[10]
টপ এজড
কোনও ব্যাটসম্যান ক্রস-ব্যাট শট খেললে ব্যাটের উপরের প্রান্তে আঘাত করা বল।

ডলি
খুবই সহজ ধরনের ক্যাচ ধরা।[1]
ডেলিভারী
বল দিয়ে বোলিং করার ভঙ্গীমা।[5]
ডাক
একজন ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়া; কেননা, তিনি হাঁসের ডিম পেড়ে আউট হয়েছেন।
ডাবল
সচরাচর খেলোয়াড় কর্তৃক এক মৌসুমে ১০০০ রান ও ১০০ উইকেট লাভ করা।
সচরাচর উইকেট-রক্ষক কর্তৃক এক মৌসুমে ১০০০ রান ও ১০০ ডিসমিসাল ঘটানো।

পাঁচ-উইকেট প্রাপ্তি (এছাড়াও, ফাইভ-ফর, ফাইভ-ফার, ফিফার, ৫ উইঃ)
একটি ইনিংসে একজন বোলার কর্তৃক পাঁচ বা ততোধিক উইকেট লাভ করাকে খুবই উল্লেখযোগ্য সফলতারূপে বিবেচনা করা হয়ে থাকে।[11] বোলার যদি ৫ উইকেটের বিপরীতে ২৭ রান দেন, তাহলে পরিসংখ্যান আকারে ৫/২৭ লেখা হয়। প্রচলিত প্রথায় পাঁচ-উইকেট প্রাপ্তিকে ব্যাটসম্যানের সেঞ্চুরির সমমানরূপে গণ্য করা হলেও সেঞ্চুরির তুলনায় কম গুরুত্ব দেয়া হয়।
পাওয়ার প্লে
একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে একটি নির্দিষ্ট সংখ্যক ওভার নির্ধারিত থাকে এবং ফিল্ডিংকারী দলের উপর কিছু সাময়িক নিষেজ্ঞা নির্ধারিত থাকে। ফলে উক্ত সময়ে জন্য ব্যাটসম্যানরাই সুবিধাভোগী হয়ে থাকে।

ব্যাকলিফট
বলকে আঘাত করার উদ্দেশ্যে ব্যাট উত্তোলনকে ব্যাকলিফট বলে।[7]
বেইল
দুইটি ছোট্ট কাঠের টুকরোর একটি যা উইকেটের স্টাম্পের উপরিভাগে শোয়ানো অবস্থায় রাখা হয়।[2]
বল
গোলাকৃতি বস্তু যা ব্যাটসম্যান তার ব্যাটের সাহায্যে আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে। একে ডেলিভারি নামেও আখ্যায়িত করা হয়।[1]
ব্যাং (ইট) ইন
ব্যাট
কাঠের সাহায্যে তৈরী বস্তু, যা দ্বারা ব্যাটসম্যান কর্তৃক বলকে আঘাত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।[7]
ব্যাট-প্যাড
ব্যাটসম্যান

(প্রমিলা ক্রিকেটে ব্যাটসম্যানকে ব্যাট বা ব্যাটার বলা হয়ে থাকে)

ব্যাটিংয়ের পক্ষে অবস্থানকারী একজন খেলোয়াড় অথবা যে খেলোয়াড় শুধুই ব্যাটিংয়ে দক্ষ[1] কিংবা ব্যাটিংয়ের পক্ষে অবস্থানকারী দুইজন খেলোয়াড়ের একজন যিনি ক্রিজে অবস্থান করছেন।
ব্যাটিং
প্রথমতঃ নিজের উইকেট রক্ষার্থে এবং দ্বিতীয়তঃ রান সংগ্রহ করার লক্ষ্যে ব্যাটসম্যানের নিজস্ব ভঙ্গীমা ও দক্ষতা প্রদর্শন।[1]
ব্যাটিং অর্ডার
ব্যাটসম্যানের ব্যাট করার পর্যায়ক্রম। ব্যাটিং ‘উদ্বোধন’ থেকে শুরু করে ‘শীর্ষ পর্যায়’, ‘মাঝারী পর্যায়’ বা স্তর থেকে ‘নিম্ন পর্যায়’।[7]

ম্যান অব দ্যা ম্যাচ
খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান, সর্বোচ্চ উইকেট শিকারী কিংবা গড়পড়তা সেরা খেলোয়াড়কে প্রদেয় পুরস্কার। পুরো সিরিজে একই ধারায় অবস্থানকারী খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য সিরিজ’ বা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার প্রদান করা হয়।

Cricket lengths
লেংথ
পিচ বরাবর এমন জায়গা যেখানে একটি ডেলিভারি বাউন্স করে (শর্ট পিচড, গুড লেংথ, হাফ-ভোলি, ফুল টস)।[1]

সেঞ্চুরি
ইনিংসে একজন ব্যাটসম্যান কর্তৃক ব্যক্তিগতভাবে কমপক্ষে একশত রান করা যা খেলার উল্লেখযোগ্য ঘটনা হিসেবে স্বীকৃত।[9]
সেঞ্চুরিয়ন
ব্যাটসম্যান কর্তৃক ইনিংসে সেঞ্চুরি করার পর আরও রান সংগ্রহ করা।
স্পেল
১.  একজন বোলারকে বোলিং করা থেকে নিবৃত্ত না করা পর্যন্ত ধারাবাহিকভাবে ওভার করানো।
স্ট্রাইক রেট
১.  (ব্যাটিং) একজন ব্যাটসম্যান কর্তৃক গড়ে একশত বল মোকাবেলা করে সংগৃহীত রানের শতাংশ।
২.  (বোলিং) একজন বোলার কর্তৃক এক উইকেট লাভে বল ডেলিভারি করার গড় সংখ্যা।

হক আই: ক্রিকেট খেলায় ব্যবহৃত বিশেষ ধরনের ক্যামেরা যা বলের গতিপথ পুঙ্খানুপুঙ্খভাবে প্রদর্শন করে।


তথ্যসূত্র

  1. "A glossary of cricket terms"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ মে ২০০৮
  2. Glossary of cricket terms ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মে ২০০৮ তারিখে from the England Cricket Board retrieved 13 May 2008
  3. Cricket Academy – Glossary from BBC News retrieved 13 May 2008
  4. Eastaway, p. 1.
  5. Barclays World of Cricket – 2nd Edition, 1980, Collins Publishers, আইএসবিএন ০-০০-২১৬৩৪৯-৭, pp 636–643.
  6. Booth, pp. 10–11
  7. Eastaway, p. 119.
  8. Eastaway, p. 123.
  9. Eastaway, p. 121.
  10. "Home-ground advantage concerns could lead to ICC abandoning coin toss on first morning of Test match"news.com.au। ১৮ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৮
  11. "Swinging it for the Auld Enemy – An interview with Ryan Sidebottom"The ScotsmanGlasgow। ১৭ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৪I'd rather take fifers (five wickets) for England

পাদটীকা

  • Eastaway, R. What is a Googly
  • Booth, Lawrence Arm-ball to Zooter. A sideways look at the language of cricket, pub. 2006, Penguin. আইএসবিএন ০-১৪-০৫১৫৮১-X
  • Rundell, Michael The Wisden Dictionary of Cricket, Third edition, A & C Black, London, 2006. আইএসবিএন ০-৭১৩৬-৭৯১৫-৮
  • Piesse, Ken the Extraordinary Book of Australian Cricket,Penguin,Australia.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.