গুপ্ত সাম্রাজ্য

গুপ্ত সাম্রাজ্য (সংস্কৃত: गुप्त राजवंश, Gupta Rājavaṃśa) ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিষ্টীয় ৩২০ থেকে ৫৫০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল।[1] মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদি সভ্যতা-র আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।[2] গুপ্ত শাসকদের সময়/শাসনামলে ভারতে যে শান্তি ও সমৃদ্ধি স্থাপিত হয়েছিল, তার ফলশ্রুতিতে দেশ বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়। গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ[3] এই যুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্মদর্শনের বিশেষ উৎকর্ষের যুগ; বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত এই যুগেরই ফসল।[4] গুপ্ত যুুগের আমলে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মা -এর অবির্ভাব হয়েছিলো। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্তসমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সম্রাট তার সাম্রাজ্য সীমা দক্ষিণ ভারতেও প্রসার লাভ করে ।

গুপ্ত সাম্রাজ্য

गुप्त राजवंश
Gupta Rājavaṃśa
২৮০ খ্রিষ্টাব্দ–খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দী
সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের অধীনে গুপ্ত সাম্রাজ্য (৩৭৫-৪১৫ খ্রিষ্টাব্দ)
সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের অধীনে গুপ্ত সাম্রাজ্য (৩৭৫-৪১৫ খ্রিষ্টাব্দ)
রাজধানীপাটলিপুত্র
প্রচলিত ভাষাসংস্কৃত
ধর্ম
হিন্দুধর্ম
সরকাররাজতন্ত্র
মহারাজাধিরাজ 
 ২৪০-২৮০ (আনুমানিক)
শ্রীগুপ্ত
 ৩১৫-৩৩৫
প্রথম চন্দ্রগুপ্ত
 ৫৪০-৫৫০
বিষ্ণুগুপ্ত
ঐতিহাসিক যুগপ্রাচীন কাল
 প্রতিষ্ঠা
২৮০ খ্রিষ্টাব্দ
 বিলুপ্ত
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দী
আয়তন
৩৫,০০,০০০ বর্গকিলোমিটার (১৪,০০,০০০ বর্গমাইল)
পূর্বসূরী
উত্তরসূরী
মহামেঘবহন সাম্রাজ্য
কাণ্ব রাজবংশ
কুষাণ সাম্রাজ্য
পাল সাম্রাজ্য
রাষ্ট্রকুতা সাম্রাজ্য
Hephthalite
বর্তমানে যার অংশ ভারত
 পাকিস্তান
 বাংলাদেশ
   নেপাল
ভারতীয় উপমহাদেশের ইতিহাস

দক্ষিণ এশিয়া
প্রস্তর যুগ৭০,০০০-৩৩০০ খ্রীষ্টপূর্ব
মেহেরগড়৭০০০-৩৩০০ খ্রীষ্টপূর্ব
হরপ্পা ও মহেঞ্জদর সভ্যতা৩৩০০-১৭০০খ্রীষ্টপূর্ব
হরপ্পা সংস্কৃতি১৭০০-১৩০০ খ্রীষ্টপূর্ব
বৈদিক যুগ১৫০০-৫০০ খ্রীষ্টপূর্ব
লৌহ যুগ১২০০-৩০০ খ্রীষ্টপূর্ব
ষোড়শ মহাজনপদ৭০০-৩০০ খ্রীষ্টপূর্ব
মগধ সাম্রাজ্য৫৪৫খ্রীষ্টপূর্ব
মৌর্য সাম্রাজ্য৩২১-১৮৪খ্রীষ্টপূর্ব
মধ্যকালীন রাজ্যসমূহ২৫০ খ্রীষ্টপূর্ব
চোল সাম্রাজ্য• ২৫০খ্রীষ্টপূর্ব
সাতবাহন সাম্রাজ্য• ২৩০খ্রীষ্টপূর্ব
কুষাণ সাম্রাজ্য৬০-২৪০ খ্রীষ্টাব্দ
বাকাটক সাম্রাজ্য২৫০-৫০০ খ্রীষ্টাব্দ
গুপ্ত সাম্রাজ্য২৮০-৫৫০ খ্রীষ্টাব্দ
পাল সাম্রাজ্য৭৫০-১১৭৪ খ্রীষ্টাব্দ
রাষ্ট্রকুট৭৫৩-৯৮২
ইসলামের ভারত বিজয়
সুলতানী আমল১২০৬-১৫৯৬
দিল্লি সালতানাত১২০৬-১৫২৬
দাক্ষিনাত্যের সুলতান১৪৯০-১৫৯৬
হৈসল সাম্রাজ্য১০৪০-১৩৪৬
কাকতীয় সাম্রাজ্য১০৮৩-১৩২৩
আহমন সাম্রাজ্য১২২৮-১৮২৬
বিজয়নগর সাম্রাজ্য১৩৩৬-১৬৪৬
মুঘল সাম্রাজ্য১৫২৬-১৮৫৮
মারাঠা সাম্রাজ্য১৬৭৪-১৮১৮
শিখ রাষ্ট্র১৭১৬-১৮৪৯
শিখ সাম্রাজ্য১৭৯৯-১৮৪৯
ব্রিটিশ ভারত১৮৫৮–১৯৪৭
ভারত ভাগ১৯৪৭
স্বাধীন ভারত ১৯৪৭–বর্তমান
জাতীয় ইতিহাস
বাংলাদেশভুটানভারত
মালদ্বীপনেপালপাকিস্তানশ্রীলঙ্কা
আঞ্চলিক ইতিহাস
আসামবেলুচিস্তানবঙ্গ
হিমাচল প্রদেশউড়িষ্যাপাকিস্তানের অঞ্চল সমূহ
পাঞ্জাবদক্ষিণ ভারততিব্বত
বিশেষায়িত ইতিহাস
টঙ্কনরাজবংশঅর্থনীতি ভারততত্ত্ব
ভাষাবিজ্ঞানের ইতিহাসসাহিত্যনৌসেনা
সেনাবিজ্ঞান ও প্রযুক্তিসময়রেখা

গুপ্ত রাজবংশের শাসকগণ

প্রায় ৩২০ থেকে ৫৫০ অবধি,গুপ্ত বংশের প্রধান শাখা ভারতের গুপ্ত সাম্রাজ্য শ্বাসন করেছিলেন। এই সাম্রাজ্য শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শাসকগণ:

তথ্যসূত্র

  1. "Gupta Dynasty - MSN Encarta"। ২০০৯-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৫
  2. http://www.fsmitha.com/h1/ch28gup.htm
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.