সৌদি আরবের জাতীয় পতাকা

সৌদি আরবের জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে। এটিতে সবুজ বর্ণের মধ্যে সাদা অক্ষরে আরবি ভাষায় কলেমা তাইয়্যেবাহ্‌, এবং একটি তরবারি প্রদর্শিত হয়েছে।

State and military flag and ensign (obverse). Hoist (flagpole side) is to the right. Flag ratio: 2:3
Civil ensign (obverse). Hoist (flagpole side) is to the right. Flag ratio: 2:3
Naval jack. Flag ratio: 2:3

পতাকার অক্ষর রীতি হল থুলুথ ধাঁচের। এটিতে প্রকাশ পেয়েছে

لا إله إلا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্‌
"আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, মুহাম্মাদ তাঁর প্রেরিত রাসুল।"

তরবারিটি ইবন্ সউদ এর আরব জয়কে নির্দেশ করছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.