ইলেকট্রন-ভোল্ট

ইলেকট্রন-ভোল্ট হলো শক্তির একপ্রকার একক। একে দ্বারা প্রকাশ করা হয়।

গ্রাফে ইলেকট্রন-ভোল্ট এর মাধ্যমে শক্তি প্রকাশ।

ভোল্ট বিভব পার্থক্যর দু'টি স্থানের একটি থেকে অন্যটিতে একটি ইলেকট্রনকে স্থানান্তর করতে ইলেকট্রনটির দ্বারা যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই ১ ইলেকট্রন-ভোল্ট বলে। এটি এস. আই. একক নয়, তবে মৌলিক কণিকা সমূহের শক্তি পরিমাপ করতে এই এককটি ব্যবহার করা হয়।[1][2]

= জুল[3]

পরিমাপাএককএসআই এককের মান
শক্তিeV১.৬০২১৭৬৬৩৪×১০১৯J
ভরeV/c2১.৭৮২৬৬২×১০৩৬কেজি
ভরবেগeV/c৫.৩৪৪২৮৬×১০২৮kg·m/s
তাপমাত্রাeV/kB১.১৬০৪৫১৮১২×১০ K
সময়ħ/eV৬.৫৮২১১৯×১০১৬s
দূরত্বħc/eV১.৯৭৩২৭×১০মিটার

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.