ডেনমার্ক জাতীয় ফুটবল দল

ডেনমার্ক জাতীয় ফুটবল দল (ডেনীয়: Danmarks fodboldlandshold, ইংরেজি: Denmark national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ডেনমার্কের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ডেনমার্কের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ডেনীয় ফুটবল ইউনিয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৮ সালের ১৯শে অক্টোবর তারিখে, ডেনমার্ক প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ডেনমার্ক ফ্রান্স বি দলকে ৯–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

ডেনমার্ক
ডাকনামডে রড-ইভিডে (লাল-সাদা)
ড্যানিশ ডিনামাইট (ডেনীয় ডিনামাইট)
অ্যাসোসিয়েশনডেনীয় ফুটবল ইউনিয়ন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচক্যাস্পার ইউলম্যান্ড
অধিনায়কসিমন কেয়ার
সর্বাধিক ম্যাচপিটার স্মাইকেল (১২৯)
শীর্ষ গোলদাতাপল নিলসেন
ইয়ন ডেল টমাসন (৫২)
মাঠপার্কেন স্টেডিয়াম
ফিফা কোডDEN
ওয়েবসাইটwww.dbu.dk
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১ ২ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ(মে ১৯৯৭, আগস্ট ১৯৯৭)
সর্বনিম্ন৫১ (এপ্রিল ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১ ২ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ(জুন – অক্টোবর ১৯১৬)
সর্বনিম্ন৬৫ (মে ১৯৬৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ডেনমার্ক ৯–০ ফ্রান্স বি
(লন্ডন, ইংল্যান্ড; ১৯ অক্টোবর ১৯০৮)
বৃহত্তম জয়
 ডেনমার্ক ১৭–১ ফ্রান্স 
(লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯০৮)
বৃহত্তম পরাজয়
 জার্মানি ৮–০ ডেনমার্ক 
(ভ্রৎসওয়াফ, জার্মানি; ১৬ মে ১৯৩৭)
বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৮৬-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (১৯৯৮)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৯ (১৯৬৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৯২)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ১ (১৯৯৫-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৯৫)

৩৮,০৬৫ ধারণক্ষমতাবিশিষ্ট পার্কেন স্টেডিয়ামে ডেনীয় ডিনামাইট নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ডেনমার্কের প্রয়েনপিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্যাস্পার ইউলম্যান্ড এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এসি মিলানের রক্ষণভাগের খেলোয়াড় সিমন কেয়ার

ডেনমার্ক এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৮ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ব্রাজিলের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক এপর্যন্ত ৯ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ১৯৯২-এর শিরোপা জয়লাভ করা, যেখানে তারা জার্মানিকে কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। এছাড়াও, ডেনমার্ক ১৯৯৫ ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জয়লাভ করেছে।

ডেনিস রমেটেল, পিটার স্মাইকেল, ইয়ন ডেল টমাসন, প্রেবেন এলকেয়ার এবং ক্রেস্টিয়ান এরিকসনের মতো খেলোয়াড়গণ ডেনমার্কের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ডেনমার্ক তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ২০১৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৫১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ডেনমার্কের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা ১৯১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৬৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
 মেক্সিকো১৬৫৮.৮২
১০  নেদারল্যান্ডস১৬৫৮.৬৬
১১  ডেনমার্ক১৬৫৩.৬
১২  জার্মানি১৬৫০.৫৩
১৩  উরুগুয়ে১৬৩৫.৭৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
 জার্মানি১৯৬৬
১০  নেদারল্যান্ডস১৯৩৮
১১  ডেনমার্ক১৯৩৬
১২  উরুগুয়ে১৯২৩
১৩   সুইজারল্যান্ড১৯২০

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮উত্তীর্ণ হয়নি১৩
১৯৬২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৬৬উত্তীর্ণ হয়নি১৮
১৯৭০১০
১৯৭৪১৩
১৯৭৮১৪১২
১৯৮২১৪১১
১৯৮৬১৬ দলের পর্ব৯ম১০১৭
১৯৯০উত্তীর্ণ হয়নি১৫
১৯৯৪১২১৫
১৯৯৮কোয়ার্টার-ফাইনাল৮ম১৪
২০০২১৬ দলের পর্ব১০ম১০২২
২০০৬উত্তীর্ণ হয়নি১২২৪১২
২০১০গ্রুপ পর্ব২৪তম১০১৬
২০১৪উত্তীর্ণ হয়নি১০১৭১২
২০১৮১৬ দলের পর্ব১১তম১২২৫
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটকোয়ার্টার-ফাইনাল৫/২১২০৩০২৬১২২৫৮৩০৩৪২১২১৪১

অর্জন

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.