চেক ভাষা

চেক ভাষা (চেক ভাষায়: Čeština চেশ্‌কিনা, আ-ধ্ব-ব: [ˈʧɛʃ.cɪ.na]) একটি পশ্চিম স্লাভীয় ভাষা। অন্যান্য পশ্চিম স্লাভীয় ভাষার মধ্যে আছে স্লোভাক, পোলীয়, পোমেরানীয় ও সর্বীয় ভাষা। এদের মধ্যে স্লোভাক ভাষার সাথে চেক ভাষার মিল সবচেয়ে বেশি। এরপর যথাক্রমে পোলীয় ভাষা এবং পূর্ব জার্মানিতে প্রচলিত সর্বীয় ভাষার সাথে এর মিল দেখতে পাওয়া যায়। প্রাক্তন চেকোস্লভাকিয়ার সরকার চেক ও স্লোভাক উভয় ভাষাতেই গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার বাধ্যতামূলক করায় ১৯৭০-এর পরে জন্ম নেয়া চেক ও স্লোভাক ভাষাভাষীদের অনেকেই সহজেই একে অপরকে বুঝতে পারেন। তবে ১৯৯৩ সালে দেশ দুইটি আলাদা হয়ে যাবার পর এই দুই ভাষাভাষীদের মধ্যে আবার পারস্পরিক বোধগম্যতায় সমস্যা শুরু হয়েছে।

চেক
čeština, český jazyk
দেশোদ্ভবচেক প্রজাতন্ত্র
ভোজভোদিনা, সার্বিয়া
বানাত, রোমানিয়া
টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র[1]
অঞ্চলমধ্য ইউরোপ
মাতৃভাষী
১৩ মিলিয়ন (২০১১)
ইন্দো-ইউরোপীয়
  • বাল্টো-স্লাভিক
চেক বর্ণমালা (লাতিন লিপি)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 চেক প্রজাতন্ত্র
 ইউরোপীয় ইউনিয়ন
 স্লোভাকিয়া (আংশিকভাবে)
নিয়ন্ত্রক সংস্থাচেক ভাষা ইন্সটিটিউট
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১cs
আইএসও ৬৩৯-২cze (বি)
ces (টি)
আইএসও ৬৩৯-৩ces
লিঙ্গুয়াস্ফেরা53-AAA-da < 53-AAA-b...-d
(বিভিন্নতা: 53-AAA-daa থেকে 53-AAA-dam)
চেক ভাষায় লিখিত বাইবেল

চেক প্রজাতন্ত্রের অধিকাংশ মানুষ এবং বিশ্বের অন্যান্য দেশে সব মিলিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোক চেক ভাষায় কথা বলেন।

নমুনা পাঠ্য

1846 sample of printed Czech

জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ১নং অনুচ্ছেদ অনুসারে:

চেক: Všichni lidé se rodí svobodní a sobě rovní co do důstojnosti a práv. Jsou nadáni rozumem a svědomím a mají spolu jednat v duchu bratrství.[2]

বাংলা: "সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।"[3]

তথ্যসূত্র

  1. Hannan, K. (Summer 1996). Ethnic identity among the Czechs and Moravians of Texas. Journal of American Ethnic History, 15, n4. p.12. Retrieved November 18, 2011.
  2. "Všeobecná deklarace lidských prav" (পিডিএফ)United Nations Information Centre Prague। United Nations। ২০১৩-০৩-৩১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩০, ২০১৪
  3. "The Universal Declaration of Human Rights"United Nations। ডিসেম্বর ৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.