কাউন্সিল অফ ইউরোপ
কাউন্সিল অফ ইউরোপ (ফরাসি: Conseil de l'Europe /kɔ̃ˈsɛj.də.lˈœʁɔp/, জার্মান: Europarat /ɔɪ.ˈʁoː.pʰaˌʁaːtʰ/) ইউরোপীয় অঞ্চলের ৪৬টি দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা যার মূল লক্ষ্য [3] ইউরোপে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। [4] এটি ১৯৪৯ সালে গঠিত হয় ৷ এই পরিষদের সদরদপ্তর ফরাসি-জার্মান সীমান্তের স্টার্সবর্গে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়ন হতে পৃথক একটি সংস্থা।
Conseil de l'Europe | |
সংক্ষেপে | সি.ও.ই |
---|---|
গঠিত | লন্ডন চুক্তি (১৯৪৯) |
ধরন | আঞ্চলিক আন্তঃসরকার সংস্থা |
সদরদপ্তর | স্ট্রাসবার্গ, ফ্রান্স |
অবস্থান | |
সদস্যপদ |
|
দাপ্তরিক ভাষা | ইংরেজি, ফ্রেঞ্চ অন্যান্য কার্যকরী ভাষা: জার্মান, ইতালীয়, রুশ[1] এবং তুর্কি[2] |
মহাসচিব | মারিজা পিজিনোভোভিচ বুরিচ |
উপ মহাসচিব | গাব্রিয়েলা বাত্তাইনি ড্রাগনি |
পার্লামেন্টারি অ্যাসেম্বলির সভাপতি | রিক ডেমস |
মন্ত্রীপরিষদের সভাপতি | ডেভিড জালকালিয়ানি |
কংগ্রেসের সভাপতি | আন্দেরস ক্নাপে |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
- "Did you know?"। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
English and French are the official languages of the Council of Europe. German, Italian and Russian are used as working languages.
- "No"। assembly.coe.int। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৬।
- "Values"। The Council of Europe in brief (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১।
- "BBC News - Profile: The Council of Europe"। news.bbc.co.uk।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.