কেন্দ্রপন্থী রাজনীতি
রাজনীতিতে, কেন্দ্রিকতাবাদ বা কেন্দ্রপন্থা (ইংরেজি: centrism বা the centre) হল একটি রাজনৈতিক মতাবাদ বা সুনির্দিষ্ট অবস্থান যা বামপন্থী বা ডানপন্থী অভিমুখী শক্তিশালী রাজনৈতিক পরিবর্তনের বিরোধিতা করে সামাজিক সমতা নীতির ও সামাজিক বিভাজন নীতির ভারসাম্যকে সমর্থন বা গ্রহণ করে।[1] কেন্দ্রীয় ডান ও কেন্দ্রীয় বাম নামক উভয় রাজনীতিই কেন্দ্রপন্থার সাথে সাধারণভাবে সংযুক্ত থেকে তাদের স্ব স্ব রাজনৈতিক পন্থার পক্ষাবলম্বন করে। এই পরিভাষাটি প্রায়শই থার্ড ওয়ে বা তৃতীয় পন্থা নামক একটি রাজনৈতিক অবস্থানের সদৃশ হিসেবে ব্যবহৃত হয়, যা ছিল ১৯৯০ সালে বিল ক্লিনটন, টনি ব্লেয়ার এবং পল কিটিং কর্তৃক জনপ্রিয় হওয়া ভারসাম্যমুখী কট্টরপন্থাবিরোধী নীতিবিশিষ্ট একটি রাজনৈতিক মতবাদ।
দলীয় রাজনীতি |
---|
রাজনীতি বিষয়ক ধারাবাহিকের একটি অংশ |
Politics প্রবেশদ্বার |
তথ্যসূত্র
- Oliver H. Woshinsky.
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.