কার্লোস ব্রাদওয়েট

কার্লোস রিকার্ডো ব্রাদওয়েট (ইংরেজি: Carlos Brathwaite; জন্ম: ১৮ জুলাই, ১৯৮৮) বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের উদীয়মান ক্রিকেটারওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করে থাকেন কার্লোস ব্রাদওয়েট

কার্লোস ব্রাদওয়েট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকার্লোস রিকার্ডো ব্রাদওয়েট
জন্ম (1988-07-18) ১৮ জুলাই ১৯৮৮
বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩০৬)
২৬ ডিসেম্বর ২০১৫ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৬১)
১৮ অক্টোবর ২০১১ বনাম বাংলাদেশ
শেষ ওডিআই২৮ জানুয়ারি ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫৩)
১১ অক্টোবর ২০১১ বনাম বাংলাদেশ
শেষ টি২০আই১ জানুয়ারি ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
অ্যান্টিগুয়া হকসবিলস
বার্বাডোস ট্রাইডেন্টস
বার্বাডোস অনূর্ধ্ব-১৯
কম্বাইন্ড ক্যাম্পাসেস এন্ড কলেজেস
সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস
ওয়েস্ট ইন্ডিজ এ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৪ ১৭
রানের সংখ্যা ২৭ ১২৩৬ ২১২
ব্যাটিং গড় ৬.৭৫ ১.০০ ২৫.৭৫ ১৬.৩০
১০০/৫০ -/- -/- ১/৬ -/১
সর্বোচ্চ রান ১১ ১০৯ ৫৩
বল করেছে ১৪৪ ৩৬ ৩৮০১ ৫৯০
উইকেট ৮৪ ১৮
বোলিং গড় ৬৭.০০ ২০.২০ ২৩.২২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৭/৯০ ৪/৪১
ক্যাচ/স্ট্যাম্পিং -/– -/– ২০/– ৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২৬ ডিসেম্বর ২০১৫

খেলোয়াড়ী জীবন

১১ অক্টোবর, ২০১১ তারিখে বাংলাদেশের বিপক্ষে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে। সাত দিন পর ১৮ অক্টোবর, ২০১১ তারিখে একই দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে অভিষিক্ত হন তিনি।[1]

২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে ৫৮ বলে ১১৩ রান তোলেন। ৫০ ওভারের প্রস্তুতিমূলক খেলায় দলীয় সংগ্রহ ১০৯/৭ হবার পর আন্দ্রে রাসেলের সাথে অষ্টম উইকেট জুটিতে ১৯৩ রান তোলে দলকে ৩১৮ রানে নিয়ে যেতে সহায়তা করেন।

২৬ ডিসেম্বর, ২০১৫ তারিখে অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার অভিষেক ঘটে।[2]

২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য মনোনীত হন। চূড়ান্ত খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ১৯ রানের দরকার পড়লে প্রথম চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এরফলে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটের ব্যবধানে জয় পায় ও দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। এছাড়াও, প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ধারাবাহিকভাবে চারটি ছক্কা হাঁকান।

তথ্যসূত্র

  1. "কার্লোস ব্রাদওয়েট"ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৪
  2. "Scorecard: 2nd Test: Australia v West Indies at Melbourne, Dec 2630, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.