বোরন

বোরন একটি রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে B এবং পারমাণবিক সংখ্যা ৫। এটা সম্পূর্ণরূপে উৎপন্ন হয় মহাজাগতিক রশ্মি বিচ্ছুরন এবং সুপারনোভার মাধ্যমে কিন্তু স্টার্লার নিউক্লিয়োসিন্থেসিস এর মাধ্যমে নয়। এটি সৌর জগতের এবং ভূত্বকের একটি অল্প প্রাচুর্যের উপাদান। বোরন তার আরও সাধারণ প্রাকৃতিকভাবে সংঘটিত যৌগগুলির জল-দ্রবণীয়তা দ্বারা পৃথিবীতে মনোনিবেশিত হয় যেমন - বোরেট খনিজ। এগুলোকে শিল্পগত এভাপোরেটস হিসেবে খনন করা হয়, যেমন- বোরাক্স এবং কার্নাইট। সবচাইতে বড় বোরন এর খনিগুলো তুরস্কে অবস্থিত।

বোরন   B
পরিচয়
নাম, প্রতীকবোরন, B
উচ্চারণ/ˈbɔːrɒn/
উপস্থিতিblack-brown
পর্যায় সারণীতে বোরন
হাইড্রোজেন (other non-metal)
হিলিয়াম (noble gas)
লিথিয়াম (alkali metal)
বেরিলিয়াম (alkaline earth metal)
বোরন (metalloid)
কার্বন (other non-metal)
নাইট্রোজেন (other non-metal)
অক্সিজেন (other non-metal)
ফ্লোরিন (halogen)
নিয়ন (noble gas)
সোডিয়াম (alkali metal)
ম্যাগনেসিয়াম (alkaline earth metal)
অ্যালুমিনিয়াম (post-transition metal)
সিলিকন (metalloid)
ফসফরাস (other non-metal)
সালফার (other non-metal)
ক্লোরিন (halogen)
আর্গন (noble gas)
পটাশিয়াম (alkali metal)
ক্যালসিয়াম (alkaline earth metal)
স্ক্যানডিয়াম (transition metal)
টাইটানিয়াম (transition metal)
ভ্যানাডিয়াম (transition metal)
ক্রোমিয়াম (transition metal)
ম্যাঙ্গানিজ (transition metal)
লোহা (transition metal)
কোবাল্ট (transition metal)
নিকেল (transition metal)
তামা (transition metal)
দস্তা (transition metal)
গ্যালিয়াম (post-transition metal)
জার্মেনিয়াম (metalloid)
আর্সেনিক (metalloid)
সেলেনিয়াম (other non-metal)
ব্রোমিন (halogen)
ক্রিপ্টন (noble gas)
রুবিডিয়াম (alkali metal)
স্ট্রনসিয়াম (alkaline earth metal)
ইটরিয়াম (transition metal)
জিরকোনিয়াম (transition metal)
নাইওবিয়াম (transition metal)
মলিবডিনাম (transition metal)
টেকনিসিয়াম (transition metal)
রুথেনিয়াম (transition metal)
রোহডিয়াম (transition metal)
প্যালাডিয়াম (transition metal)
রুপা (transition metal)
ক্যাডমিয়াম (transition metal)
ইন্ডিয়াম (post-transition metal)
টিন (post-transition metal)
অ্যান্টিমনি (metalloid)
টেলুরিয়াম (metalloid)
আয়োডিন (halogen)
জেনন (noble gas)
সিজিয়াম (alkali metal)
বেরিয়াম (alkaline earth metal)
ল্যান্থানাম (lanthanoid)
সিরিয়াম (lanthanoid)
প্রাসিওডিমিয়াম (lanthanoid)
নিওডিমিয়াম (lanthanoid)
প্রমিথিয়াম (lanthanoid)
সামারিয়াম (lanthanoid)
ইউরোপিয়াম (lanthanoid)
গ্যাডোলিনিয়াম (lanthanoid)
টারবিয়াম (lanthanoid)
ডিসপ্রোসিয়াম (lanthanoid)
হলমিয়াম (lanthanoid)
এরবিয়াম (lanthanoid)
থুলিয়াম (lanthanoid)
ইটারবিয়াম (lanthanoid)
লুটেসিয়াম (lanthanoid)
হ্যাফনিয়াম (transition metal)
ট্যানটালাম (transition metal)
টাংস্টেন (transition metal)
রিনিয়াম (transition metal)
অসমিয়াম (transition metal)
ইরিডিয়াম (transition metal)
প্লাটিনাম (transition metal)
সোনা (transition metal)
পারদ (transition metal)
থ্যালিয়াম (post-transition metal)
সীসা (post-transition metal)
বিসমাথ (post-transition metal)
পোলোনিয়াম (post-transition metal)
এস্টাটিন (halogen)
রেডন (noble gas)
ফ্রান্সিয়াম (alkali metal)
রেডিয়াম (alkaline earth metal)
অ্যাক্টিনিয়াম (actinoid)
থোরিয়াম (actinoid)
প্রোটেক্টিনিয়াম (actinoid)
ইউরেনিয়াম (actinoid)
নেপচুনিয়াম (actinoid)
প্লুটোনিয়াম (actinoid)
অ্যামেরিসিয়াম (actinoid)
কুরিয়াম (actinoid)
বার্কেলিয়াম (actinoid)
ক্যালিফোর্নিয়াম (actinoid)
আইনস্টাইনিয়াম (actinoid)
ফার্মিয়াম (actinoid)
মেন্ডেলেভিয়াম (actinoid)
নোবেলিয়াম (actinoid)
লরেনসিয়াম (actinoid)
রাদারফোর্ডিয়াম (transition metal)
ডুবনিয়াম (transition metal)
সিবোরজিয়াম (transition metal)
বোহরিয়াম (transition metal)
হ্যাসিয়াম (transition metal)
মিটনেরিয়াম (unknown chemical properties)
ডার্মস্টেটিয়াম (unknown chemical properties)
রন্টজেনিয়াম (unknown chemical properties)
কোপার্নিসিয়াম (transition metal)
ইউনুনট্রিয়াম (unknown chemical properties)
ফেরোভিয়াম (unknown chemical properties)
ইউনুনপেন্টিয়াম (unknown chemical properties)
লিভেরমোরিয়াম (unknown chemical properties)
ইউনুনসেপটিয়াম (unknown chemical properties)
ইউনুনকটিয়াম (unknown chemical properties)
-

B

Al
বেরিলিয়ামবোরনকার্বন
পারমাণবিক সংখ্যা5
আদর্শ পারমাণবিক ভর10.811(7)
মৌলের শ্রেণীmetalloid
শ্রেণী, পর্যায়, ব্লকgroup 13, পর্যায় 2, p-ব্লক
ইলেকট্রন বিন্যাস[He] 2s2 2p1
per shell: 2, 3
ভৌত বৈশিষ্ট্য
দশাsolid
গলনাঙ্ক2349 কে (2076 °সে, 3769 °ফা)
স্ফুটনাঙ্ক4200 K (3927 °সে, 7101 °ফা)
তরলের ঘনত্বm.p.: 2.08 g·cm−৩
ফিউশনের এনথালপি50.2 kJ·mol−১
বাষ্পীভবনের এনথালপি480 kJ·mol−১
তাপ ধারকত্ব11.087 J·mol−১·K−১
বাষ্প চাপ
P (Pa) ১০ ১০০  k ১০ k ১০ k
at T (K) 2348 2562 2822 3141 3545 4072
পারমাণবিক বৈশিষ্ট্য
জারণ অবস্থা3, 2, 1[1] mildly acidic oxide
তড়িৎ-চুম্বকত্ব2.04 (পলিং স্কেল)
আয়নীকরণ বিভব
(আরও)
পারমাণবিক ব্যাসার্ধempirical: 90 pm
সমযোজী ব্যাসার্ধ84±3 pm
ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ192 pm
বিবিধ
শব্দের দ্রুতিপাতলা রডে: 16,200 m·s−১ (at 20 °সে)
তাপীয় প্রসারাঙ্ক(ß form) 57 [2] µm·m−১·K−১ (২৫ °সে-এ)
তাপীয় পরিবাহিতা27.4 W·m−১·K−১
তড়িৎ রোধকত্ব ও পরিবাহিতা২০ °সে-এ: ~106  Ω·m
চুম্বকত্বdiamagnetic[3]
(মোজ) কাঠিন্য~9.5
ক্যাস নিবন্ধন সংখ্যা7440-42-8
সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ
মূল নিবন্ধ: বোরনের আইসোটোপ
iso NA অর্ধায়ু DM DE (MeV) DP
10B 19.9(7)%* B 5টি নিউট্রন নিয়ে স্থিত হয়[4]
11B 80.1(7)%* B 6টি নিউট্রন নিয়ে স্থিত হয়[4]
  • Boron-10 content may be as low as 19.1% and as
    high as 20.3% in natural samples. Boron-11 is
    the remainder in such cases.
    [5]

বোরন হলো একপ্রকার ধাতুকল্প যেটি খুবই সামান্য পরিমাণে মহাকাশে ছোট পাথর কিংবা ধাতুর গায়ে পাওয়া যায় কিন্তু রাসায়নিকভাবে অসম্পূর্ণ বোরন প্রাকৃতিকভাবে পৃথিবীতেই পাওয়া যায়। শিল্পগতভাবে, খুবই খাঁটি বোরন উৎপন্ন করা খুবই কষ্টসাধ্য কারণ এটি কার্বন ও অন্যান্য উপাদান দ্বারা অবাধে দূষিত থাকে। যৎসামান্যই বোরোনের বরাদ্দ রয়েছে: অনিয়তকার বোরন হলো বাদামি গুঁড়া; নিয়তকার বা কেলাসাকার বোরন দেখতে রুপালি থেকে কালো, ভীষণ শক্ত (কাঠিন্যমাত্রা ৯.৫ মরস্ স্কেল এ) এবং সাধারণ তাপমাত্রায় খুবই অল্পমাত্রায় বিদ্যুৎ পরিবাহী। বোরোনের সর্বোৎকৃষ্ট ব্যবহার করা হয় বোরোনের ফিলামেন্ট বা আঁশ হিসেবে কার্বনের আঁশের মত অন্যান্য উচ্চশক্তি সম্পন্ন উপাদানের সাথে।

বোরন মূলত রাসায়নিক যৌগ হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীর অর্ধেক পরিমাণ বোরনই ফাইবারগ্লাসে ব্যবহার করা হয়েছে নিরোধক এবং কাঠামোগত উপকরণ হিসেবে। পরবর্তিক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে পলিমার এবং সিরামিকস এ এছাড়াও উচ্চশক্তি, স্বল্পওজনের এবং বিকৃতস্বভাবসম্পন্ন উপাদানে। বোরোসালিকেট গ্লাস সোডালাইম গ্লাসের চেয়ে বেশি পছন্দসই কারণ এর দীর্ঘস্থায়িত্ব ও তাপ অভিঘাত প্রতিরোধ ক্ষমতার জন্য। সোডিয়াম পারবোরেট হিসেবে বোরন ব্লিচের মতো কাজ করে। খুবই সামান্য পরিমাণ বোরন অর্ধপরিবাহীতে ডোপেন্ট হিসেবে এবং জৈব সূক্ষ্ম রাসায়নিক সংশ্লেষণে বিকারক মধ্যস্থকারী হিসেবে। কিছু সংখ্যক বোরন যা জৈব ঔষধ, মানব দেহে কিংবা গবেষণাক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাকৃতিকভাবে বোরন গঠিত হয় দুইটি স্থিতিশীল আইসোটোপ দিয়ে, যার মধ্যে একটি হচ্ছে (বোরন-১০) যার নিউট্রন-ক্যাপচারিং এজেন্ট হিসাবে প্রচুর ব্যবহার রয়েছে।

বোরনের দৃশ্যমান বর্ণালী

জীববিজ্ঞানে বোরেট এর বিষক্রিয়া স্তন্যপায়ীদের ক্ষেত্রে খুবই কম (খাবার লবণ সমতুল্য) কিন্তু অর্থ্রোপোডাদের জন্য বিষতুল্য এবং এটি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বোরন উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পরিপোষক এবং বোরন যৌগসমূহ যেমন বোরাক্স এবং বোরিক অ্যাসিড অণুখাদ্য হিসেবে কৃষিতে ব্যবহার করা হয়, যদিও খুবই অল্প পরিমাণে নাহলে এটি বিষাক্ত রূপ নেয়। বোরোনের যৌগ উদ্ভিদের কোষে বলবৃদ্ধিকারক ভূমিকা পালন করে। মানুষসহ স্তন্যপায়ী প্রাণীর জন্য বোরন একটি প্রয়োজনীয় পুষ্টি কিনা তা নিয়ে মতবিরোধ আছে, যদিও এর কিছু প্রমাণ রয়েছে যা হাড়ের স্বাস্থ্যের পক্ষে সমর্থন করে।

তথ্যসূত্র

  1. Zhang, K.Q.; Guo, B.; Braun, V.; Dulick, M.; Bernath, P.F. (১৯৯৫)। "Infrared Emission Spectroscopy of BF and AIF" (পিডিএফ)J. Molecular Spectroscopy170: 82। ডিওআই:10.1006/jmsp.1995.1058
  2. Holcombe Jr., C. E.; Smith, D. D.; Lorc, J. D.; Duerlesen, W. K.; Carpenter; D. A. (অক্টোবর ১৯৭৩)। "Physical-Chemical Properties of beta-Rhombohedral Boron"। High Temp. Sci.5 (5): 349–57।
  3. Lide, David R. (ed.) (২০০০)। Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics (পিডিএফ)। CRC press। আইএসবিএন 0849304814।
  4. "Atomic Weights and Isotopic Compositions for All Elements"। National Institute of Standards and Technology। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-২১
  5. Szegedi, S.; Váradi, M.; Buczkó, Cs. M.; Várnagy, M.; Sztaricskai, T. (১৯৯০)। "Determination of boron in glass by neutron transmission method"। Journal of Radioanalytical and Nuclear Chemistry Letters146: 177। ডিওআই:10.1007/BF02165219
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.